০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১, ৯ শাবান ১৪৪৬
`

দিল্লির মসনদ হারালেন কেজরিওয়াল

-

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে (এএপি) হারিয়ে দীর্ঘ ২৭ বছর পর নিরঙ্কুশ জয় লাভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রভেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন তিনবারের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। গতকাল শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই নির্বাচনে জয়ের ফলে দীর্ঘ ২৭ বছর পর রাজধানীর মসনদে বসতে যাচ্ছে টানা তিন দফায় ক্ষমতায় থাকা বিজেপি। আর এতে কপাল পুড়ল ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। এর আগে গত বুধবার দিল্লি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিল্লির বিধানসভা নির্বাচনে ৫৬ দশমিক ৪১ শতাংশ ভোট পড়েছে।

পরাজয় মেনে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন কেজরিওয়াল। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমরা অত্যন্ত বিনয়ের সাথে জনগণের রায় মেনে নিলাম। আমি বিজেপিকে এই বিজয়ের জন্য অভিনন্দন জানাই। জনগণ তাদের যে কারণে ভোট দিয়েছে, সে প্রত্যাশা তারা পূরণ করবে বলে আশা করছি।’ কেজরিওয়াল আরো বলেন, ‘গত ১০ বছরে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে আমরা অনেক কাজ করেছি। আমরা শুধু একটি গঠনমূলক বিরোধী দল হিসেবেই ভূমিকা পালন করব না; বরং মানুষের মধ্যে থাকব এবং তাদের সেবা করে যাবো।’
১৪ রাউন্ডের ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুসারে, চার হাজার ৮৯ ভোটের ব্যবধানে প্রভেশ ভার্মার কাছে হেরে যান অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেসের প্রার্থী সন্দ্বীপ দীক্ষিত চার হাজার ৫৬৮ ভোট পেয়েছেন। এরই মধ্যে বিধানসভার ৭০টি আসনের মধ্যে বিজেপি ৪৮টিতে জিতেছে। অন্য দিকে আম আদমি পার্টি ২২টি আসনে জিতেছে। আর কংগ্রেস কোনো আসনেই জিততে পারেনি। দিল্লিতে সরকার গঠনের জন্য ৩৬টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে।

এ দিকে দিল্লিতে এবারো শূন্যহাতে ফিরতে হয়েছে কংগ্রেসকে। ২০১৫ সাল থেকে এই নিয়ে পর পর তিনবার রাজধানীতে কোনো আসন পেল না দলটি। অথচ ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত দিল্লিতে টানা তিনটি বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নজির গড়েছিল তারা। অর্থাৎ, জয়ের হ্যাটট্রিকের পর এবার দিল্লিতে শূন্যের হ্যাটট্রিক করল রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়গের দল। অন্ধ্রপ্রদেশ এবং সিকিমের বিধানসভা ভোটে শূন্যের হ্যাটট্রিক করার নজির রয়েছে কংগ্রেসের। এবার সেই তালিকায় যোগ হলো দিল্লি।
উল্লেখ্য, গত এক দশকের বেশির ভাগ সময় বিকল্প ধারার নেতা অরবিন্দ কেজরিওয়াল ও তার দল দিল্লির তিন কোটি মানুষের শাসকের ভূমিকায় রয়েছে। দুর্নীতিবিরোধী নেতা হিসেবে পরিচিতি পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর আসন পান কেজরিওয়াল। ক্ষমতা গ্রহণের পর তার জনপ্রিয়তা বেড়েছে দ্রুত গতিতে। রাজধানীর লাখো দরিদ্র বাসিন্দার জন্য বিনা মূল্যে পানি ও বিদ্যুৎসেবা দিয়ে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন কেজরিওয়াল। তবে গত বছর বেশ কয়েক মাস কারাবন্দী ছিলেন এই নেতা। তার দল মদ বিক্রির লাইসেন্স দেয়ার বিনিময়ে ঘুষ গ্রহণ করেছে- এই অভিযোগে কেজরিওয়াল ও আম আদমি পার্টির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পান এই নেতা।


আরো সংবাদ



premium cement