০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪২৩১, ৬ শাবান ১৪৪৬
`
সমাবেশে তারেক রহমান

স্বৈরাচার ও দোসরদের দ্রুত বিচার করুন

-


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছেন। হাজার-লাখ মানুষের আত্মত্যাগে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার ও তার দোসরদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। তাদের কোনোভাবে ছেড়ে দেয়া যাবে না।
গতকাল বিকেলে ফেনীর সোনাগাজী সরকারি সাবের পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০১৬ সালের ২৫ জুন র‌্যাবের গুলিতে নিহত মোহাম্মদ মাসুদের পরিবারকে ঘর এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত ৪৫ জন শহীদের পরিবারকে আর্থিক অনুদান দিতে এ আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, গণমানুষের সরকার প্রতিষ্ঠা পর্যন্ত আন্দোলন সংগ্রাম বন্ধ হবে না। যত দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা হবে তত দ্রুত দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারবে। জনগণের সরকার প্রতিষ্ঠায় গণতন্ত্রকামী প্রতিটি দল ও মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাচ্ছি।

সংগঠনের আহবায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক ও অধ্যাপক জয়নাল আবেদীন, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বকুল, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, সহবিজ্ঞান সম্পাদক বেলাল আহমদ, সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, আবদুল লতিফ জনি, আবু তাথলেব, জালাল আহমদ মজুমদার, মামুনুর রশিদ, মশিউর রহমান বিপ্লব, ফেনী জজ কোর্টের পিপি মেজবাহ উদ্দিন খান, সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঞা, শহীদ ছাত্রদল নেতা কাওছার উদ্দিনের বাবা ফিরোজ আলম, শহীদ মেহাম্মদ মাসুদের মেয়ে মুনতাহা বিনতে মাসুদ ও শহীদ জাফর আহমদের মেয়ে জাহানারা বেগম।
তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে কৃষি উৎপাদন বাড়িয়েছেন। কলকারখানা স্থাপন করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশকে এগিয়ে নিতে কিভাবে চেষ্টা করেছেন তা আপনারা দেখেছেন। যখন বিএনপি ক্ষমতায় যায় তখন দেশ এগিয়ে যায়। আমরা আড়াই বছর আগে দেশকে গঠনের জন্য, রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করছিলাম। জনগণের সরকার হলে ৩১ দফা বাস্তবায়ন করে আত্মত্যাগকারী শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণ করা হবে। সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত হলে সমস্যা বাড়বে।

দলে অনুচরদের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, কিছু মানুষ বিভ্রান্ত করতে পারে তাদের সুযোগ দেয়া যাবে না।
শুরুতে তিনি সোনাগাজীতে বিচারবহির্ভূত হত্যার শিকার উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদের পরিবারের জন্য নির্মিত ঘর উদ্বোধন করেন। উপস্থিত নেতারা মাসুদের পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় মাসুদের মেয়ে মুনতাহা তার অনূভুতি জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মাসুদ হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে চরচান্দিয়া ইউপির তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোশাররফ হোসেন মিলনের ফাঁসির দাবি জানান মুনতাহা।


আরো সংবাদ



premium cement