০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

হঠকারিতা-ফ্যাসিজম কারো জন্য কল্যাণকর নয় : ডা: শফিকুর রহমান

রাজধানীতে সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণ সভায় বক্তব্য রাখছেন ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত -


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, হঠকারিতা, ফ্যাসিজম দুনিয়া ও আখিরাতে কারো জন্য কল্যাণকর নয়। তিনি বলেন, একটি সময় আপনজনকে বিদায় দিতে পারব না, বিদায় নিতে পারব না, সবার সাথে দোয়াও করতে পারব না- এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এমন পরিবেশ যেন আর ফিরে না আসে। জামায়াত আমির বলেন, আমি দোয়া করি, সেই দুঃস্বপ্নের সময়গুলো থেকে গোটা জাতি যেন শিক্ষা নিতে পারি। একই পথে আর যেন কেউ পা না বাড়ায়।
গতকাল রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সাবেক এমপি, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি হাফেজা আসমা খাতুনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আল্লাহ উত্তরাধিকারসূত্রে ও বৈবাহিকসূত্রে দু’টি ধারা সৃষ্টি করেছেন। এর বাইরে রুহানিয়াতের আরেকটি ধারা পয়দা করেছেন। তবে রক্তের ঊর্ধ্বে ঈমানের সম্পর্ক।

তিনি বলেন, যারা আল্লাহ তায়ালার ইচ্ছাকে সম্মান করবে না; তাগুত ও নফসের তাড়নায় চলবে, তাদের জেনে রাখা উচিত আল্লাহ তায়ালা অত্যন্ত কঠিন। স্মৃতিচারণে তিনি বলেন, হাফেজা আসমা খাতুন আন্তরিক ও নিষ্ঠাবান ছিলেন। তিনি যা বিশ্বাস করেছেন তাই বলেছেন ও করেছেন। তিনি যে যুগে সংগঠনের হাল ধরেছিলেন, সে যুগে তিনিই হাল ধরার মতো ছিলেন। মাত্র ১০ জনকে নিয়ে কেন্দ্রীয় সংগঠনের কাজ শুরু করেছিলেন তিনি। এখন এই সংখ্যা ৪৩ হাজার। আমার বিশ্বাস- এমন কেউ নেই তাকে শ্রদ্ধা করেন না।
জামায়াত আমির বলেন, উত্তম কর্ম মানুষকে স্মরণীয় করে রাখে। ‘আমলদার মানুষ যখন কারো জন্য দোয়া করে। অল্প কথা বললেও সেটি হৃদয়ের ভেতরে পৌঁছে দেন আল্লাহ। আবার চতুর মানুষ যখন অনেক পেঁচিয়ে-গুছিয়ে কথা বলে, তখন তা আঁচড় ফেলে না।’ তাদের আমলের আঁচড় এমন যা প্রতিফলিত হতো এবং মানুষ উপকৃত (বেনিফিটেড) হতো।

তিনি বলেন, তিনি (আসমা খাতুন) একজন আদর্শ মা ছিলেন। একজন ভাগ্যবতী স্ত্রী ছিলেন- তিনি আদর্শ বোন ছিলেন এবং লাখ লাখ মানুষের আদর্শ ছিলেন। তার পরিবারের যে যেখানে আছেন, সবাই দাঈ ইলাল্লাহ হিসেবে আছেন- এটি বিরল।
ডা: শফিকুর রহমান আরো বলেন, আজকের কথাগুলো শুধু সংগঠনের জন্য নয়। এ কথাগুলো উপস্থিত সাংবাদিকসহ গোটা জাতির জন্য, মানব জাতির জন্য। এরকম মানুষদের পরিবারগুলোর একেকটি জান্নাতের টুকরো। পরিবারটি মজলুম ছিলেন উল্লেখ করে তিনি বলেন, মারা যাওয়ার সময় তার সন্তানদের দেশে আশার সুযোগ ও পরিস্থিতি ছিল না। তারা বাবা ও মাকে দেখার সুযোগ পাননি। যিনি হাতে ধরে দ্বীন শিখিয়েছেন, মেন্টর ছিলেন- এ শহরে থেকেও পরিস্থিতির কারণে তার জানাজায় শরিক হতে পারেননি বলেও ভারাক্রান্ত হয়ে আফসোস করেন জামায়াত আমির। মরহুমা হাফেজা আসমা খাতুনকে কুরআনের দাঈ হিসেবে কবুল করে তার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন জামায়াত আমির।
মরহুমার বড় ছেলে নিয়াজ মাখদুমের সভাপতিত্বে এবং ছোট ছেলে সাংস্কৃতিকব্যক্তিত্ব সাইফুল্লাহ মানছুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ড. মামুন আল আযমী, হেমায়েত হোসেন, ব্যারিস্টার নাজিব মোমেন প্রমুখ।

ইসলাম ব্যতীত সামাজিক সুবিচার সম্ভব নয় : মুজিবুর রহমান
সিলেট ব্যুরো জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিশ্বমানবতার ধর্ম হচ্ছে ইসলাম। মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন ও বিশ্বনবী সা:-এর হাদিস অনুসরণের মধ্যে মানবতার মুক্তি ও কল্যাণ নিহিত। যুগে যুগে প্রমাণিত হয়েছে ইসলাম ছাড়া সামাজিক সুবিচার ও স্বাধীনতা অন্য কিছু দিতে পারবে না। তাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে রুকনদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মনে রাখতে হবে আমাদের লক্ষ্য হচ্ছে মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রমাণিত হয়েছে জুলুম-নিপীড়ন, হামলা-মামলা, ফাঁসির রশি আমাদের কাক্সিক্ষত লক্ষ্য পূরণ থেকে বিচ্যুত করতে পারেনি, পারবেও না কোনো দিন।

তিনি বলেন, জামায়াতের রুকনদেরকে ঋণমুক্ত হওয়া, সদকায়ে জারিয়া, রক্তসম্পর্ক ছিন্ন না করা, ক্ষমা করা ও হক আদায় করার ওপর গুরুত্ব দিতে হবে। দ্বীন কায়েমই আমাদের একমাত্র জীবনোদ্দেশ্য। তাই আমাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত ঈমানের ওপর অবিচল থেকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে হবে। ফ্যাসিস্ট শক্তির পতন ঘটাতে যে স্বপ্ন নিয়ে আমাদের ছাত্রসমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সেই বৈষম্যহীন সমাজ ও বেকারত্বহীন দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল শুক্রবার সকালে নগরীর মিরাবাজার এলাকায় সিলেট মহানগর জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট জেলা দক্ষিণের সাবেক নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।

ঢাকা মহানগরী দক্ষিণ : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ঢাকা হবে ইসলামী আন্দোলনের রাজধানী, সে কাজে পল্টন শাহবাগ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা হবেন নিবেদিত প্রাণ। নতুন বাংলাদেশ হবে ইসলামের সুমহান আদর্শের আলোকে পরিচালিত দেশ। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা যে স্বপ্ন দেখেছে, তা সত্য হবে। দেশের সবখানে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
গতকাল রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পল্টন-শাহবাগ জোন জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পল্টন-শাহবাগ-রমনা জোন পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। আল কুরআন থেকে দারস পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও আরবি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমদ খান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানার সম্মানিত আমির আহসান হাবিব, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পশ্চিম থানার আমির অ্যাডভোকেট শাহ্ মাহফুজুল হক চৌধুরী প্রমুখ।

এ দিকে শাহজাহানপুর পূর্ব থানার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো: দেলাওয়ার হোসেন।
ঢাকা মহানগরী উত্তর : স্বাধীনতা-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী গণমানুষের চিন্তা-চেতনায় বৈপ্লবিক পরিবর্তন, মেধা-মননের বিকাশ ও সমাজ পরিবর্তনে ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

গতকাল রাজধানীর পলওয়েল কনভেনশন সেন্টারে উত্তরা পশ্চিম অঞ্চল জামায়াত আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় মজলিসে সদস্য ও ঢাকা মহানগরী নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনা ও ড. মীম আতিকুল্লাহর দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে প্রধান আলোচকের আলোচনা পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগরী কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন।

উত্তরায় জামায়াতের বিক্ষোভ : গতকাল দুপুরে রাজধানীর উত্তরায় উত্তরা পশ্চিম অঞ্চল আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধ মঞ্চসহ উত্তরার বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্ত কর্তৃক নাশকতার প্রতিবাদে এবং জুলাই-আগস্ট গণহত্যার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে হাউজ বিল্ডিং হয়ে উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিক্যালের সামনে এক পথসভায় মাধ্যমে শেষ হয়।
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তর পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, খিলক্ষেত পশ্চিম থানা আমির হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানা আমির গাজী মনির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী মহিলা জামায়াত : জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী ও জেলার মহিলা বিভাগের উদ্যোগে গতকাল নগরীর ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে ইউনিট দায়িত্বশীলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান। রাজশাহী মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনা খাতুনের সভানেত্রীত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ডা: আমেনা বেগম, সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম, রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যাপিকা সাবরিনা শারমিন বনি। সম্মেলনে আরো বক্তব্য রাখেন আায়িশা হাশিন, মোস্তাজিয়া বানু প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement

সকল