০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১, ১ শাবান ১৪৪৬
`

জামদানি শিল্পকে এগিয়ে নিতে সরকার কাজ করছে : শেখ বশির উদ্দীন

-

দেশের জামদানি শিল্পকে উন্নত বিশে্ব পরিচিতি ও বাজারজাত বাড়াতে সরকার কাজ করছে। যে ভাবে জামদানি শিল্পকে টিকিয়ে রাখা যায় এবং তাঁতিরা লাভবান হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের কারণে তাঁতিরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন।
গতকাল সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় জামদানি পল্লী পরিদর্শনে এসে বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন এসব কথা বলেন। পরে তিনি মেসার্স লাকি জামদানি উইভিং কারখানাসহ গঙ্গাপুর, চৌরাপাড়া, ভারগাঁও এলাকার আরো কয়েকটি জামদানি কারখানা পরিদর্শন এবং তাঁতিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। জামদানি পল্লী পরিদর্শন শেষে তিনি ছদ্মবেশে গঙ্গাপুর বাজারের খুচরা বাজারে শাকসবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে ধারণা নেন।
বাংলাদেশ উইভার্স প্রোডাষ্ট অ্যান্ড ম্যানুফেকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো: সালাউদ্দিনের আমন্ত্রণে তিনি জামদানি পল্লী পরিদর্শনে আসেন। এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্তি সচিব আবু আহমদ ছিদ্দীকী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাকিব আল রাব্বি (সার্বিক), সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তাসমিন আক্তার, বাংলাদেশের প্রথম জামদানি এক্সপোর্ট রফতানিকারক ও তাঁত সমিতির রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রাথমিক সদস্য জহিরুল হক, রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তাঁত সমিতির সভাপতি মেহেদী হাসান, পুটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তাঁত সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর বারী প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement

সকল