২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

জন্মদিনে গণতন্ত্র ফিরে পাওয়ার আশা মির্জা ফখরুলের

-


জন্মদিনে গণতন্ত্র ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ২৬ জানুয়ারি ৭৭ বছর পূর্ণ করেন তিনি। ১৯৪৮ সালের এই দিনে ঠাকুরগাঁওয়ে তিনি জন্মগ্রহণ করেন।
জন্মদিনে গণমাধ্যমকে মির্জা ফখরুল বলেন, ‘এখন যাওয়ার পালা, তবে প্রত্যাশা একটাই বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাবে, গণতন্ত্র ফিরে পাবে। এই গণতন্ত্রের জন্য আমাদের দেশের মানুষ, আমাদের বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী যে আত্মত্যাগ করেছে, ফ্যাসিস্টদের যে নিপীড়ন, নির্যাতন ভোগ করেছে, গুম-খুনের শিকার হয়েছে, নির্মমতার মুখে পড়েছে এই রকম চিত্র নজিরবিহীন।’
গতকাল ভোর থেকেই শুভাকাক্সক্ষী-প্রিয়জনের শুভেচ্ছায় সিক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, সকালে ঘুম ভেঙে দুই মেয়ের ‘হ্যাপি বার্থ ডে’ শুনেছি। আমার নাতি-নাতনীরাও উইস করেছে নানাকে, এটা অন্য রকম এক আনন্দ। এ ছাড়া বন্ধু, স্বজন, নেতাদের অনেকে টেলিফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা জানিয়েছেন, সিনিয়র নেতারাও টেলিফোন করেছেন।

গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, বুড়ো হয়ে গেছি, এখন তো বিদায়ের প্রান্তে। তার পরও মনের ভেতরে যে স্বপ্ন, যে প্রত্যাশা তা কিন্তু চিরঞ্জীব আছে। সেটা হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। বয়সের এই প্রান্তে এসে এই বিশ্বাসটুকু আমি করি আমাদের রাজনৈতিক যে সঙ্কটগুলো যে চ্যালেঞ্জগুলো তা অধিকাংশই সমাধান করা সম্ভব হবে এবং বাংলাদেশ গণতন্ত্র ফিরে যাবে।
শরীরটা ভালো যাচ্ছে না’ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবার আমার গোটা পরিবারই ঢাকায়। একসাথে এবার এই দিনটি কাটছে।
জন্মদিন নিয়ে অনুভূতি কেমন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জন্মদিন আমি আসলে পালন করি না। ৭৭ বছর বয়স পেরুলাম। বলতে পারেন একটা লং জার্নি। এই ৭৭ বছরে বহু পরিবর্তন দেখেছি, বহু ঘটনা প্রত্যক্ষ করেছি, বহু জীবন দেখেছি, অনুপ্রাণিত হয়েছি। বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়েছি, এখন যাওয়ার পালা।

ছাত্রজীবন থেকে রাজনীতি করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি এবং এসএম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন ফখরুল। ঢাকা কলেজ, দিনাজপুর কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে তিনি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে জিতে হন চেয়ারম্যান।
ছাত্রজীবনে বাম রাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে হাতেখড়ি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দল ন্যাপে, ভাসানীর হাত ধরে রাজনীতির আঁকাবাঁকা পথ অতিক্রম করেছেন। সেখান থেকেই তার বাংলাদেশের দেশপ্রেমিক দল হিসেবে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিতে যোগদান, যে দলটির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান।

১৯৭৯ সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিব ছিলেন ফখরুল।
১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, পরে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে ধীরে ধীরে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে উঠে আসেন তিনি। ২০১১ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে মহাসচিব নির্বাচিত হন। বিএনপির শীর্ষ পর্য়ায়ের নেতৃত্বে আসার আগে তিনি জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহসভাপতি এবং পরে সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘ দিন।
ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়নে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন ফখরুল। ২০০১-২০০৬ মেয়াদের বিএনপি সরকারে তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০১৮ সালে একাদশ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। তবে তিনি শপথ না নেয়ায় ওই আসনে উপনির্বাচনে জয়ী হয়ে বিএনপির জিএম সিরাজ সংসদে যান।

মির্জা ফখরুল গণমাধ্যমকে বলেন, ‘জন্মদিন মানে আরো একটি বছর চলে গেছে। অন্যান্য বছর বড় মেয়ে অস্ট্রেলিয়া থেকে টেলিফোন করে। এবার কিন্তু সেটি হয়নি। বড় মেয়ে তার পরিবারসহ কয়েকদিন আগেই ঢাকায় এসেছে। ফলে বড় মেয়ে-ছোট মেয়েসহ আমার গোটা পরিবারই এখন ঢাকায়। বলতে পারেন মেয়েরা ‘হ্যাপি বার্থে ডে’ বলল। আপনার ভাবীও বার্থ ডে’র উইশ করেছে।’
দুই মেয়ে নিয়েই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাহাত আরা বেগমের সংসার। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়ায় স্বামী-সন্তান নিয়ে আছেন। সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপ নিয়ে এখন ক্যানবেরার ফেডারেল মেডিক্যাল কাউন্সিলের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। কয়েকদিন আগেই শামারুহ মির্জা ও তার স্বামী ঢাকায় এসেছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ধানমন্ডির সানি ডেল স্কুলে শিক্ষকতা করেন।

চরমোনাই পীরের সাথে মির্জা ফখরুলের সাক্ষাৎ আজ
বিএনপিও ইসলামী দলগুলোকে কাছে টানার উদ্যোগ নিয়েছে। আওয়ামী ফ্যাসিবাদবিরোধী যুগপতের ঐক্য ধরে রেখে মিত্র বাড়াতে চায় দলটি। এর অংশ হিসেবে আজ সোমবার ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র সাথে সাক্ষাৎ করবেন বিএনপি মহাসচিব। দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন মির্জা ফখরুল।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এটা হবে সৌজন্য সাক্ষাৎ।
সম্প্রতি চরমোনাই পীরের সাথে জামায়াতের আমিরের সাক্ষাতের পর এবার বিএনপি মহাসচিবের এই সাক্ষাৎ হতে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে না থাকলেও পৃথকভাবে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে ইসলামী দলগুলোর সমন্বয়ে পৃথক ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’ গঠনের চেষ্টা অব্যাহত রয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে বিএনপিও যুগপতের ঐক্য ধরে রেখে মিত্র বাড়ানো এবং ইসলামী দলগুলোর সাথে সম্পর্কোন্নয়নের পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে চরমোনাই পীরের সাথে জামায়াতের আমিরের বৈঠকের পরদিন খেলাফত মজলিসের সাথে বৈঠক করে বিএনপি। গত বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন। অন্য দিকে খেলাফত মজলিসের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আমির মাওলানা আবদুল বাছিত আজাদ এবং মহাসচিব আহমেদ আবদুল কাদের। খেলাফত মজলিস ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ‘সমমনা ৬টি ইসলামী দল’-এ থেকে রাজপথে সক্রিয় ছিল।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে মিত্র বাড়ানোর অংশ হিসেবে ইসলামী অন্য দলগুলোর সাথেও বৈঠক করবে বিএনপি। ধারাবাহিকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

 


আরো সংবাদ



premium cement
নওগাঁয় পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ঢাবি ও সাত কলেজের ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি : দুদু আ’লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

সকল