২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`
ট্রাম্পের নির্বাহী আদেশ

বাংলাদেশেও সহায়তা স্থগিত ইউএসএইডের

-

সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহায়তা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড। গত শনিবার এক চিঠিতে ইউএসএইডের সহায়তায় কার্যক্রম পরিচালনা করা দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক চিঠিতে একথা জানানো হয়েছে। চিঠিতে সই করেন ইউএসএইডের পরিচালক ব্রায়ান অ্যারন।
ক্ষমতা গ্রহণের প্রথম দিনই গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকারিতা ও বৈদেশিক নীতির সাথে সামঞ্জস্যতা যাচাই করতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করেছিলেন। নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরাইল ও মিসরের জন্য সামরিক অর্থায়নকে এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।
ইউএসএইডের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার বিশ্বের বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম পরিচালনা করে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সহায়তার জন্য ৬৮ বিলিয়ন ডলার খরচ করেছে, যা বিশ্বে সর্বোচ্চ। এই আন্তর্জাতিক সহায়তার আওতায় বাংলাদেশ করোনা মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক টিকার বরাদ্দ পেয়েছিল।

এ ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, এটা মোটামুটি প্রত্যাশিত ছিল। যুক্তরাষ্ট্র ৯০ দিনের জন্য সব ধরনের তহবিল বন্ধ রাখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে থেকে বলছিলেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা পর্যালোচনা করবেন। এখন তারা পর্যালোচনার জন্য সময় নিয়েছেন। তবে ধরে নেয়া যায়, ভবিষ্যতে এ ধরনের তহবিল কমবে। এটা সবাই আশঙ্কা করছিল।
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি তহবিলের জোগান দিয়ে থাকে। বর্তমান পরিপ্রেক্ষিতে এর কি প্রভাব পড়তে পারে- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা একটা নতুন বাস্তবতার সম্মুখীন হয়েছি। এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। কারণ যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছেন। তার নীতিমালা আগের সরকারের চেয়ে ভিন্ন। এটা সবাই জানতেন। আমাদের দেখতে হবে, আসলে শেষ অবধি কি দাঁড়ায়। যেকোনো পরিস্থিতিতে আমাদের স্বার্থরক্ষা করা প্রধান বিবেচ্য বিষয়।
শনিবার দেয়া চিঠিতে বলা হয়েছে, ইউএসএইড, বাংলাদেশ বাস্তবায়নকারী সব অংশীদারদের চুক্তি, কার্যাদেশ, অনুদান, সমবায় চুক্তি বা অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা স্মারকের অধীনে সম্পাদিত যেকোনো কাজ অবিলম্বে বন্ধ অথবা স্থগিত করার নিদের্শনা দিচ্ছে। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রাপ্ত বরাদ্দ থেকে ব্যয় কমাতে হবে। স্থগিতাদেশ প্রত্যাহারের লিখিত কোনো নির্দেশ না আসা পর্যন্ত অংশীদারদের কাজ শুরু করা উচিত হবে না।
চিঠিতে রেফারেন্স হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কথা উল্লেখ করে এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে দ্রুত একটি গাইডলাইন পাঠানোর কথা বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement
বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ পাকিস্তানের হার, টেস্ট চ্যাম্পিয়নশিপের সাতে বাংলাদেশ ‘বাবা বেঁচে নেই, তাই আমাকে আর কেউ চিপস, চকলেট কেনার টাকা দেয় না’ শহীদ জসিমের ছেলে সিয়াম গাজাবাসীকে মিসর-জর্ডানে সরিয়ে নেয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের সাত কলেজের শিক্ষার্থীদের বারবার যে কারণে রাস্তায় নামতে হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় হতাহত ৩ যুবলীগ নেতা মতি ৭ দিনের রিমান্ডে দাগনভূঞায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩ সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে

সকল