মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি
বেশি লুটপাট ঋণ অনাদায় ও প্রজেক্ট আত্তীকরণে- জিলানী মিল্টন
- ২৫ জানুয়ারি ২০২৫, ০২:০৯
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে। গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থানে দেয়া ঋণ অনাদায় ও লোপাট করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০০৫-২০০৬ সালে মেয়াদ শেষ হওয়া বিভিন্ন প্রজেক্টের কর্মকর্তা ও কর্মচারীসহ বহু জনবলকে বিধিবহির্ভূতভাবে রাজস্ব খাতে স্থানান্তরিত করে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। এ ক্ষেত্রে প্রজেক্টের জনবলকে রাজস্বভুক্ত করার পর তাদেরকে দফতরে চাকরিরত না থাকাকালীন সময়ের সব বেতন ভাতাদি প্রদান করা হয়েছে। অন্যদিকে ২০০১ সালে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগ পাওয়া উপজেলা মহিলাবিষয়ক অফিসারগণের ওপরে প্রজেক্ট থেকে রাজস্ব খাতে আনা ২৫ কর্মকর্তাকে জ্যেষ্ঠ করে একটি সমন্বিত জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন করে তাদেরকে পদোন্নতির পাঁয়তারা চলছে। এতে শত শত অফিসার ও কর্মচারী চরম বৈষম্যের শিকার হচ্ছেন।
অনুসন্ধানে জানা যায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলাবিষয়ক অধিদফতরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যে চরম আকার ধারণ করেছে। বিগত শেখ হাসিনার সরকার আমলে বিপুল অর্থের বিনিময়ে সারসংক্ষেপের মাধ্যমে সব বিধির ব্যত্যয় ঘটিয়ে প্রায় ডজনের অধিক প্রজেক্ট যেগুলোর মেয়াদ ২০০৫ সালে সমাপ্ত হয়ে যায় সেসব প্রজেক্টের কর্মকর্তাদের রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে। অথচ বিপুল অর্থ দ্বারা পরিচালিত অধিকাংশ ক্ষেত্রেই এই সব প্রজেক্ট সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। প্রজেক্টের মেয়াদ শেষে প্রজেক্ট দ্বারা পরিচালিত কার্যক্রমের যথাযথ মূল্যায়ন না করেই ঘুষ বাণিজ্যের মাধ্যমে প্রজেক্টের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরিত করা হয়েছে। শুধু তাই নয় প্রজেক্টের এই সব কর্মকর্তা-কর্মচারী প্রজেক্টের মেয়াদ শেষে (কতিপয়) অন্যত্র কর্মরত থেকেও রাজস্ব খাতে স্থানান্তরিত হওয়ার পর তাদেরকে মহিলাবিষয়ক অধিদফতরে চাকরিরত না থাকাকালীন সময়ের সব বেতন ভাতাদি কোটি কোটি টাকা ভাগবাটোয়ারার মাধ্যমে বিধিবহির্ভূত ভাবে পরিশোধ করা হয়েছে। এক্ষেত্রে প্রজেক্ট থেকে রাজস্ব খাতে আনা এই সব কর্মকর্তা ও কর্মচারীর একচ্ছত্র প্রভাবের কারণে পিএসসির কঠিন প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ মহিলাবিষয়ক অফিসারগণ বর্তমানে সকল প্রকার পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন, এমনকি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিষয়ে অবগত থাকলেও বিগত স্বৈরশাসক শেখ হাসিনার মদদপুষ্ট হওয়ার কারণে কোনো রকম ভ্রƒক্ষেপ করছেন না।
সূত্র জানায়, ১৯৯৭ সালে স্বৈশাসক শেখ হাসিনার সরকার একটি প্রজ্ঞাপন জারি করে, যাতে লেখা থাকে ১৯৯৭ এর পরে কোনো প্রজেক্ট রাজস্ব খাতে স্থানান্তরিত করা হবে না। এই প্রজ্ঞাপনের কারণে ২০০১ সালে বিএনপি সরকার গঠন করে তাদের মেয়াদকালীন সময়ে কোনো প্রজেক্টকে রাজস্ব খাতে স্থানান্তরিত করেনি। অথচ শেখ হাসিনা সরকার তাদেরই জারি করা প্রজ্ঞাপন পাশ কাটিয়ে সব নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কেবলমাত্র সারসংক্ষেপের নামে শেখ হাসিনার স্বাক্ষরের মাধ্যমে এক ডজন প্রজেক্টের শতাধিক কর্মকর্তা- কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তরিত করে বিপুল অর্থ ভাগবাটোয়ারা ও লুটপাট করেছে। প্রজেক্টের এই সব কর্মকর্তা-কর্মচারীরা ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মহিলাবিষয়ক অধিদফতর কোথাও কর্মরত ছিলেন না। দীর্ঘ সময়ে মহিলাবিষয়ক অধিদফতরে কর্মরত না থেকেও তাদেরকে ভূতাপেক্ষভাবে সব বেতন ভাতাদিই শুধু প্রদান করেননি, তাদেরকে বর্তমানে টাইম স্কেল, সিলেকশন গ্রেড প্রদানের মাধ্যমে সরকারের বিপুল অর্থের অপচয় করা হচ্ছে। কারণ সরকারি বিধি মোতাবেক টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত হওয়ার পূর্বশর্ত হচ্ছে সন্তোষজনকভাবে কমপক্ষে ১২ বছর চাকরির ধারাবাহিকতা। অথচ এই সব প্রজেক্টের কর্মকর্তা-কর্মচারী ৫-৬ বছর মহিলাবিষয়ক অধিদফতরে কর্মরতই ছিলেন না। কেউ কেউ বিভিন্ন স্থানে কাজ করে উপরি আয়ও করেছেন।
অনুসন্ধানে আরো জানা যায়, ২০০১ সালে কঠিন প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উপজেলা মহিলাবিষয়ক অফিসারগণ দীর্ঘ ২৩ বছর ধরে একই পদে কর্মরত আছেন। বার্ষিক ইনক্রিমেন্ট ছাড়া আজ পর্যন্ত কোনো আর্থিক সুযোগ-সুবিধা যেমন তারা পাননি। তেমনি পদোন্নতি থেকেও বঞ্চিত। অথচ এই সব উপজেলা মহিলাবিষয়ক অফিসারগণ যে নিয়োগ বিধি অনুযায়ী (১৯৯০ এর নিয়োগ বিধি) যোগদান করেন সেই বিধি থেকে তাদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে অধিদফতর এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ২০১৮ সালে আংশিক সংশোধিত নিয়োগবিধির গ্যাঁড়াকলে আওতাভুক্ত করে প্রজেক্ট থেকে রাজস্ব খাতে আনা অফিসারগণকে সিনিয়রিটি প্রদান করার স্বার্থে একটি বিধিবহির্ভূত সমন্বিত জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করে। ২০০১ ব্যাচের উপজেলা মহিলাবিষয়ক অফিসারগণ এই জ্যেষ্ঠতার তালিকার বিপক্ষে আপত্তি পত্র দিলেও তা কর্তৃপক্ষ আমলে নেননি।
সূত্র জানায়, ২০২১ সালের সমন্বিত জ্যেষ্ঠতার তালিকায় ২০০১ সালে পিএসসি থেকে সরাসরি নিয়োগ প্রাপ্ত উপজেলা মহিলাবিষয়ক অফিসারদের মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী ইশরাত জাহানকে ২০১৯ সালে তথাকথিত যোগদান একদিন পর করার কারণে তার প্রাপ্য জ্যেষ্ঠতা থেকে চরমভাবে বঞ্চিত করাসহ উপপরিচালক পদে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে।
জানা যায়, জ্যেষ্ঠতা ও পদোন্নতি থেকে বিধিবহির্ভূতভাবে বঞ্চিত উপজেলা মহিলাবিষয়ক অফিসারগণ নিরুপায় হয়ে আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। প্রশাসনিক ট্রাইব্যুনালের আপিল বিভাগের এক রায়ে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষ দ্বারা প্রণীত জ্যেষ্ঠতার তালিকা থেকে পদোন্নতির বিষয়ে স্ট্যাটাস্কো (স্থিতাবস্থা) ঘোষণা করা হলেও অধিদফতর এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ সুকৌশলে এই তালিকা থেকেই পদোন্নতির পাঁয়তারা করে চলেছেন।
এ ক্ষেত্রে লক্ষণীয়, গত ২৫.৫.২০২৪ তারিখে তৎকালীন অতিরিক্ত সচিব (প্রশাসন) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতিত্বে তিন সদস্যের একটা রিভিউ কমিটি গঠন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল জ্যেষ্ঠতার তালিকার যথাযথ ভাবে যাছাই করে মতামত প্রদান করা। ওই রিভিউ কমিটি এই জ্যেষ্ঠতার তালিকার অনেক অসংলগ্নতা তুলে রিপোর্ট প্রদান করে। এতদসত্ত্বেও বর্তমান কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না।
বর্তমান বৈষম্যবিরোধী সরকার প্রতিটি ক্ষেত্রে সংস্কার করার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেছেন। অথচ শেখ হাসিনার মদদপুষ্ট প্রশাসনের উচ্চপদস্থ আমলা যারা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত আছেন তাদের স্বজনপ্রীতি ও লেনদেন বাণিজ্যের কারণে বাংলাদেশের ৫০ শতাংশ জনগণ নারীদের উন্নয়নের জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও অধিদফতরের কার্যক্রম বর্তমানে চরম বৈষম্যের শিকার। আর তাই এসব দুর্নীতিবাজ ও স্বৈরশাসক শেখ হাসিনার মদদপুষ্ট ও দোসরদের প্রশাসনের উচ্চ পদে বহাল তবিয়তে রেখে দেশের প্রকৃত সংস্কার সম্ভব নয় বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের হস্তক্ষেপ প্রয়োজন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা