২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`
ছাত্র-জনতার আন্দোলন

মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল

হাসপাতালে আহত বাবা আমিনুলের পাশে মেয়ে সুমাইয়া -

বিজিবির ভারী অস্ত্রের গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা লুটিয়ে পড়েছিলেন আমিনুল হক। গুলির ভয়ে তার নিথর আনতে যেতে সাহস পাননি কেউ। খবর পেয়ে ছুটে আসেন স্ত্রী জান্নাতুল ফেরদৌস লাকি ও তাদের ৯ বছরের মেয়ে সুমাইয়া। রক্তাক্ত বাবাকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে কাঁদতে থাকে সুমাইয়া। আদরের মেয়ের কান্নার শব্দ ভেসে আসে আধা অচেতন আমিনুলের কানে। মন চাইছিল দাঁড়িয়ে মেয়েটিকে একবার দেখবেন। কিন্তু সেই শক্তি বা অবস্থা কোনোটাই তার ছিল না। মেয়ের চেহারা দেখতে চোখের পাতাটুকুও মেলার শক্তি পাচ্ছিলেন না তিনি। ঘোরের মধ্যে ভাসছিলেন আর ভাবছিলেন এটাই বোধ হয় মৃত্যুর পূর্ব মুহূর্ত। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করে বলছিলেন, ‘আমি মরে গেলে আমার ছেলে-মেয়েদের তুমি হেফাজতে রেখো মাবুদ’।
হাসপাতালের বিছানায় শুয়ে কান্নাজড়িত কণ্ঠে এভাবেই সেদিনের কথাগুলো বলছিলেন গাজীপুররের মাওনার ফার্মেসি ব্যবসায়ী মো: আমিনুল হক (৪৫)। তিনি বলেন, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। কিন্তু পরিবার নিয়ে থাকেন গাজীপুরের মাওনায়। সেখানের এমসি বাজারে একটি ফার্মেসি রয়েছে তার। ওষুধের ব্যবসা করেই দুই সন্তান স্ত্রীসহ পরিবার নিয়ে থাকেন। এর মধ্যে শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যা পরে ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীরা মাওনা চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে তুলনামূলক কম আহতরা তার ফার্মেসিতে আসতে থাকে। তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালে পাঠাতেন। কিন্তু স্কুল কলেজ পড়–য়া কিশোর যুবকদের উপর এভাবে হামলা গুলি মানতে পারছিলেন না। কারণ তারও কলেজ পড়–য়া ছেলে এই আন্দোলনে যুক্ত হয়েছে। প্রতিটি আহতের মধ্যেই সন্তানের চেহারা দেখতে পেতেন আমিনুল। যার কারণে প্রতিদিনই একটি সময় ফার্মেসি বন্ধ করে আন্দোলনরতদের দেখে আসতেন।

৫ আগষ্ট সকাল থেকে মাওনার কয়েকটি পয়েন্টে পুলিশের সাথে চলতে থাকে তুমুল সংঘর্ষ। পুলিশের গুলি ও টিয়ারসেলে অনেকেই আহত হয়ে হাসপাতালে যান। তারপরও থামেনি আন্দোলন। উল্টো এলাকার সাধারণ মানুষও যুক্ত হতে থাকে আন্দোলনে। এমন সময় খবর আসে গাড়ি ভরে বিপুলসংখ্যক বিজিবি সদস্য প্রবেশ করেছে মাওনায়। তখন আর ফার্মেসিতে বসে থাকতে পারেননি তিনি। ছুটে যান মাওনা চৌরাস্তা এলাকায়।
আমিনুল হক বলেন, বিজিবি সদস্যরা গাড়ি থেকে নেমেই তাদের ভারী অস্ত্র দিয়ে আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। গুলিবিদ্ধ হয়ে পাখির মতো মানুষগুলো মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এমন সময় একটি গুলি এসে লাগে তার ডান পায়ের হাঁটুর নিচে। আমিনুল বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়ি। তাকিয়ে দেখি হাঁটুর নিচে হাড়-গোস্ত চামড়া কিছুই নেই। পুরো ফাঁকা। শুধু রগের সাথে পায়ের পাতার অংশ ঝুলছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সবাই ছুটাছুটি করছে। আর যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা মাটিতে লুটিয়ে পড়ে আছেন। কে মারা গেছেন, কে বেঁচে আছেন তা বোঝা যাচ্ছিল না। বিজিবি গুলি করা বন্ধ না করায় লুটিয়ে পড়া কাউকে তুলে নিতে পারছিল না অন্যরা। যার কারণে প্রায় দেড় ঘণ্টা সেখানেই পড়ে থাকেন। এক সময় রক্তশূন্যতায় শরীর নিস্তেজ হয়ে আসতে থাকে। ঘোরের মধ্যে ভাসতে থাকেন আমিনুল। এমন সময় আমার মেয়ের কান্না ভেসে আসে আমার কানে। তখনকার কষ্ট বলে বোঝানো যাবে না। ভাবছিলাম আমি তো মরে যাচ্ছি, আমাকে ছাড়া কেমন থাকবা, কে দেখবে তোমাদের। শত চেষ্টা করছিলাম হাত নেড়ে মেয়েটাকে কাছে ডাকার। পারছিলাম না চোখের পাতা মেলে মেয়েকে দেখার শক্তিও পাচ্ছিলাম না।
আমিনুলের স্ত্রী স্বপ্না বলেন, মেয়ের কান্না দেখে একজন বিজিবি সদস্য তাকে ডেকে নেয়। বলে, তোমার বাবা কোনজন। এরপর আমিও ছুটে যাই তাদের কাছে। অনুরোধ করি আমার স্বামীকে নিয়ে যেতে দিন। পরে তারা এতে অনুমতি দিলে অন্যদের সহায়তায় আমিনুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আহতরা গিয়েছিল যে চিকিৎসকরা হিমশিম খাচ্ছিলেন। দুই ব্যাগ রক্ত দিয়ে প্রাথমিক অপারেশন করে আমিনুলকে পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। সেই থেকে এখনো ভর্তি রয়েছেন আমিনুল। শরীরের অন্য স্থান থেকে হাড়-গোস্ত চামড়া কেটে হাঁটুর অংশের সাথে পায়ের পাতার জোড়া লাগানো হয়। বর্তমানে আগের থেকে ভালো হলেও এখনো পায়ের পাতা অনুভূতিহীন। কয়েকটা আঙ্গুল নাড়াতে এখনো পারেন না। যার কারণে রড ঢুকিয়ে এলিজা বসানো রয়েছে। হাসপাতাল ছাড়তে আরো কতদিন লাগবে জানা নেই কারো।

 


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল