২৫ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা

-

গাজীপুরের কালিয়াকৈরে বহিরাগত শ্রমিকদের সাথে আন্দোলনে যোগ না দেয়ায় ল্যাভেন্ডার গার্মেন্টে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একই এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এ ঘটনায় সাত চীনা নাগরিকসহ ল্যাভেন্ডারের ৫০ কর্মকর্তা কর্মচারীকে মারাত্মক জখম করা হয়। আহতদের মধ্যে আটজন শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামলার ঘটনায় আতঙ্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়ে একে একে দেশ ছেড়ে যাচ্ছেন কারখানাটিতে বিনিয়োগকারী চীনা নাগরিকরা।
গত বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় ল্যাভেন্ডার গার্মেন্ট লিমিটেডে ওই হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি জিডি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন চাইনিজ কর্মকর্তা ও কারখানাটির কর্তৃপক্ষ।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গাজীপুরে অবস্থিত চীনা মালিকানাধীন ল্যাভেন্ডার গার্মেন্টে গত বুধবার সকালে একই এলাকায় অবস্থিত এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ব্যাপক হামলা চালায়। এ সময় ল্যাভেন্ডারের প্রধান ফটক ভেঙে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়ে আড়াই/তিন কোটি টাকার সম্পদ ধ্বংসের পাশাপাশি ব্যাপক লুটপাট চালানো হয়। হামলার পর ল্যাভেন্ডার গার্মেন্টে কর্মরত চীনা নাগরিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে। সে দিনের হামলার পর থেকেই কারখানাটি বন্ধ রয়েছে। আতঙ্কে কারখানাটিতে বিনিয়োগকারী এবং কর্মরত চীনারা বাংলাদেশ ছেড়ে চলে যেতে শুরু করেছেন।

কোম্পানির হেড টেকনিশিয়ান মিজ উইকি জানান, এটি আমাদের দলের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক একটি ঘটনা। আমরা সবসময় স্থানীয় কর্মীদের সাথে মিলে-মিশে কাজ করার চেষ্টা করি এবং বাংলাদেশ সরকারের শ্রম আইন অনুযায়ী সব ধরনের সুবিধা দিয়ে থাকি। কিন্তু এই ধরনের ঘটনা আমাদের নিরাপত্তার বিষয়ে বড় প্রশ্ন উত্থাপন করেছে। উইকি আরো বলেন, আমরা বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছি দীর্ঘ দিন ধরে এবং সবসময় চেষ্টা করেছি, কর্মীদের জন্য একটি সুরক্ষিত ও আরামদায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে। কিন্তু এই হামলার কারণে আমরা এখন আমাদের ব্যবসায়িক কার্যক্রম বাংলাদেশ থেকে সরিয়ে নেয়ার বিষয়ে চিন্তা করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আমাদের থাকা অসম্ভব হয়ে যাবে।
ল্যাভেন্ডার গার্মেন্টের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবু জাফর বলেন, বুধবার সকাল সাড়ে আটটায় এটিএস অ্যাপারেলসের শ্রমিকরা আমাদের কারখানা বন্ধ করার দাবিতে এসে হামলা চালালে আমাদের শ্রমিকরা তা প্রতিহত করেন। পরে এটিএস অ্যাপারেলসের কয়েক শ’ শ্রমিক আবার একত্রিত হয়ে আমাদের কারখানায় ভাঙচুর ও লুটপাট চালায়। ইতোমধ্যে আমাদের সাত চাইনিজ নাগরিকসহ ৫০ জন আহত হয়েছেন, এর মধ্যে আটজন মারাত্মকভাবে জখম হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারখানায় আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই থেকে তিন কোটি টাকা। এখন বড় উদ্বেগের বিষয় হচ্ছে চীনা বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নেয়ার চিন্তাভাবনা করছেন। যদি চীনা নাগরিকরা বিনিয়োগ তুলে নেয় তাহলে আমাদের দেশের জন্য বড় একটি অর্থনৈতিক বিপর্যয় ঘটবে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ রিয়াদ বলেন, এটিএস অ্যাপারেলসের শ্রমিকদের দ্বারা এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে আমরা বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের হাইকমান্ড থেকে নির্দেশনা পেয়েছি। অবিলম্বে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


আরো সংবাদ



premium cement
মহিলাবিষয়ক অধিদফতরে শত শত কোটি টাকার দুর্নীতি নির্বাচন প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের : অধ্যাপক ইউনূস ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা? সীমান্তে বিএসএফের বিশেষ সতর্কতা জারি পরিস্থিতি থমথমে সবজির বাজার নিয়ন্ত্রণে, ঊর্ধ্বমুখী চাল-মুরগির দাম মাওনায় গুলিবিদ্ধ হয়ে দেড় ঘণ্টা মাটিতে পড়েছিলেন আমিনুল পশ্চিমতীরে হামলা বাড়ানোর হুমকি ইসরাইলের লন্ডন ক্লিনিকের ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম অব্যাহত থাকবে : ডা: শফিকুর রহমান বহিরাগত শ্রমিকদের তাণ্ডবে দেশ ছাড়ছেন ল্যাভেন্ডার গার্মেন্টের চীনা নাগরিকরা গুজব ছড়ানো হচ্ছে আমরা ভালো আছি : আসিফ নজরুল

সকল