দাভোসে বিশ্ব নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক
- বাসস
- ২৩ জানুয়ারি ২০২৫, ০২:০৮
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন।
বৈঠকে তারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সঙ্কটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এমন পৃথিবী দরকার যা হবে আইনের শাসনভিত্তিক।’
অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। আলেক্সান্ডার স্টাব বলেন, ‘আমি আপনাদের জন্য শুভ কামনা জানাই।’ প্রেসিডেন্ট স্টাব গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে। তিনি বলেন, প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে।
অধ্যাপক ইউনূস জানান, তার সরকার রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারও বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে।
অধ্যাপক ইউনূসের সাথে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ : বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে মঙ্গলবার পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।
থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ : সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে মঙ্গলবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রিত : মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হেউসজেন সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে গত মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রদূত হেউসজেন প্রধান উপদেষ্টাকে আগামী ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণ জানান।
সাক্ষাৎকালে তারা জুলাই বিপ্লব, প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সঙ্কট এবং অনলাইনে ভুয়া তথ্য প্রচারের বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত হেউসজেন বলেন, বাংলাদেশ সম্পর্কে ভুয়া খবর ও অপতথ্য প্রচারের জন্য ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করা হচ্ছে। তিনি পরামর্শ দেনÑ বাংলাদেশ ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে অনলাইন প্ল্যাটফর্মের কনটেন্ট যাচাইয়ের ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে।
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সাথে বৈঠক
বাসস জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে গতকালও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করেন। এদের মধ্যে বেলজিয়ামের রাজা ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা, জার্মানির হেড অব দ্য ফেডারেল চ্যান্সেলারি অ্যান্ড ফেডারেল মিনিস্টার ফর স্পেশ্যাল টাস্ক ওলফগ্যাং শ্মিটের, দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে শেখ লতিফা বিনতে মুহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দের সাথে বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল দাভোস থেকে জানান, প্রধান উপদেষ্টা আজ ব্যস্ত দিন কাটাবেন। তার ১৪টি বৈঠকে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।
আজাদ মজুমদার বলেন, মঙ্গলবার অধ্যাপক ইউনূস দাভোসে ছয়টি বৈঠকে যোগ দেন। তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথেও সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এ ছাড়া প্রধান উপদেষ্টা গতকাল জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডির সাথেও বৈঠক করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা