ওষুধ মোবাইল ফোন রেস্তোরাঁসহ ৯ পণ্য ও সেবায় ভ্যাটের হার কমলো
- বিশেষ সংবাদদাতা
- ২৩ জানুয়ারি ২০২৫, ০২:০৫
ওষুধ, মোবাইল ফোন সেবা, রেস্তোরাঁসহ নয়টি পণ্য ও সেবার ওপর ভ্যাট ও সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এ বিষয়ে গতকাল এসআরও জারি করা হয়।
১০০টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর দুই সপ্তাহের মধ্যে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের সমালোচনা-প্রতিবাদের মুখে এই সিদ্ধান্তে এসেছে এনবিআর। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, তারা তৈরী পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, নন-এসি হোটেল এবং মোটর ওয়ার্কশপের ওপর ভ্যাট কমিয়েছে এবং বেশির ভাগই আগের মাত্রায় ফিরিয়ে নিয়েছে।
ওষুধ : ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার দুই দশমিক চার শতাংশ বাড়িয়ে তিন শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেয়া হয়েছে। ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধশিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তাপর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না।
মোবাইল ফোন ও আইএসপি সেবা : মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল। এই সম্পূরক শুল্ক হার এখন আগের জায়গায় ফেরত নেয়া হয়েছে। অন্য দিকে ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোন এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধি পাবে না।
রেস্তোরাঁ : রেস্তোরাঁর খাবারের বিলের ওপর ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল নতুন অধ্যাদেশে। এখন বাড়তি ভ্যাট হার প্রত্যাহার করা হয়েছে। ফলে আগের মতোই রেস্তোরাঁর খাবারের বিলের ওপর পাঁচ শতাংশ ভ্যাট আরোপ হবে। তবে থ্রি স্টার, ফোর স্টার এবং ফাইভ স্টার হোটেলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে সাধারণ জনগণ আগের মূল্যেই এসব রেস্টুরেন্টের খাবার গ্রহণ করতে পারবেন।
মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ : এনবিআর জানায়, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এখানেও ১০ শতাংশ ভ্যাট করা হয়েছে। অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের ফলে এ-সংশ্লিষ্ট সেবামূল্য বৃদ্ধি পাবে না।
মিষ্টির দোকানেরও ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ৯ জানুয়ারির আগে মিষ্টির দোকানে সাড়ে সাত শতাংশ ভ্যাট ছিল। ফলে মিষ্টির দোকানে ভ্যাট হার বাড়ল আড়াই শতাংশ। এ ছাড়া নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
তৈরী পোশাকের ক্ষেত্রেও ভ্যাট কমানো হয়েছে। নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার করা হয়েছে সাড়ে সাত শতাংশ। নতুন করে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের আগে এ হার সাড়ে সাত শতাংশই ছিল। গত ৯ জানুয়ারি যা বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি সেই হার প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে বাড়তি ভ্যাট থাকছে ব্র্যান্ডের পোশাকের ক্ষেত্রে। এ হার করা হয়েছে ১০ শতাংশ। ৯ জানুয়ারির আগে তা ছিল সাড়ে সাত শতাংশ।
পরবর্তী সময়ে বিভিন্ন পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজ এবং অংশীজনের অনুরোধ বিবেচনাপূর্বক বৃহত্তর জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড কিছু পণ্য ও সেবায় বিদ্যমান ভ্যাটের হার, উৎসে ভ্যাট কর্তনের হার এবং সম্পূরক শুল্কের হার হ্রাস করে গত ২১ জানুয়ারি ২০২৫ তারিখে চারটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, দেশের আপামর জনগণের বৃহত্তর স্বার্থে গত কয়েক মাসে জাতীয় রাজস্ব বোর্ড ভোজ্যতেল, চিনি, আলু, ডিম, পেঁয়াজ, চাল, খেজুর এবং কীটনাশকের ওপর আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, অগ্রিম আয়কর এবং আগাম করের ক্ষেত্রে ব্যাপক হারে কর ছাড় প্রদান করেছে। বাংলাদেশের সব পর্যায়ের শিক্ষার্থীদের পুস্তকের সহজলভ্যতা, আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ই-বুক সেবায় স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। যানজট নিরসনে গুরত্বপূণর্ ভূমিকা রাখায় দ্রুতগামী, নিরাপদ ও পরিবেশবান্ধব মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের খরচ কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে হজ-টিকিটের ওপর আরোপযোগ্য আবাগারি শুল্ক সম্পূণর্ প্রত্যাহার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা