০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`
ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

বাংলাদেশ থেকে এবার হজে যাবেন ৮৭১০০ জন

-

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালন করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫২০০ জন এবং বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন ৭০টি বেসরকারি লিড এজেন্সির মাধ্যমে। আগামী ২৯ ফেব্রুয়ারি হজ ফ্লাইট শুরু হবে। তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবে যাবেন হজযাত্রীরা।
জানা যায়, গত ১২ জানুয়ারি সৌদি আরবের সাথে হজচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবার বাংলাদেশের মোট হজযাত্রী কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন থাকলেও নিবন্ধন না করায় এবার হজে যাবেন ৮৭ হাজার ১০০ জন। সরকারি ও বেসরকারি মাধ্যমে তাদের নিবন্ধন শেষ হয়েছে। হজযাত্রীদের বায়োমেট্রিক ইতোমধ্যে শুরু হয়েছে। বায়োমেট্রিক সম্পন্ন করে এনরোলমেন্ট গ্রহণ করতে হবে হজযাত্রীদের। আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সৌদি ই হজ সিস্টেমের মাধ্যমে সার্ভিস কোম্পানি গ্রহণসহ সব চুক্তি সম্পন্ন করতে বেসরকারি এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হজযাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হবে। ১৮ এপ্রিল ভিসা প্রদান শেষ হবে। আগামী ২৯ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হবে। এর মধ্যে দেশীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে অর্ধেক হজযাত্রী অর্থাৎ ৪৩ হাজার ৫৫০ জন যাবেন। এ ছাড়া ৩৫ ভাগ তথা ৩০ হাজার ৪৮৫ জন সৌদিয়া এয়ারলাইন্স এবং ১৫ ভাগ তথা ১৩ হাজার ৬৫ জন যাবেন ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে। ধর্ম মন্ত্রণালয় এসব তারিখ সামনে রেখে বেসরকারি এজেন্সিগুলোকে নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement