ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসীকে পাশে চাই : সিইসি
- আমান উল্লাহ পাটওয়ারী সাভার (ঢাকা)
- ২১ জানুয়ারি ২০২৫, ০২:১৫
৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন করে আমাদেরকে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছে। আমি জানি না আমাদের ভবিষ্যতে এ সুযোগ কখন আবার আসবে। এ সুযোগ হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। এটা হাতছাড়া করা যাবে না। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এ বিপ্লবের মাধ্যমে আমরা অঙ্গীকার প্রতিষ্ঠার একটি সুযোগ পেয়েছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ,এম,এম, নাসির উদ্দিন। গতকাল সোমবার দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে (সিইসি) আরো বলেন, ভোটারদের সাথে নিয়ে সঠিক ভোটার তালিকা করতে না পারলে আমাদের অধিকার ব্যাহত হবে। অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পুরো দেশবাসীকে আমাদের পাশে চাই। আমরা দেশবাসীর সহযোগিতা নিয়ে অধিকার প্রতিষ্ঠা করব। ভোটের অধিকার এখন প্রতিষ্ঠা করতে হবে, আমাদের ভোটের ট্রেন যাত্রা শুরু করল। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন বলেন, যে দিন বিনা দ্বিধায় ফ্রিলি, ফেয়ারলি, ভয়-ভীতিহীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে। অধিকার প্রতিষ্ঠার জন্য জাতি ঐক্যবদ্ধ হতে জানে, সুতরাং এ হালনাগাদ কর্মসূচি আজকে মাত্র শুরু হলো পছন্দমতো ভোট দেয়া, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, যাতে ভোটকেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, সেই জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন কেন্দ্র দখলসহ ভোটাধিকার প্রয়োগে বাধাদানকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের (সচিবের রুটিন দায়িত্বে) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ,এম,এম, নাসির উদ্দিন এ সময় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন। এ কাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় নির্বাচনের কাজ শুরু হয়েছে। আমাদের প্রত্যাশা, মানুষের অনীহা থাকবে না ভোটের প্রতি। কমিশন দায়বদ্ধ সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে। নির্ভয়ে সততা ও দৃঢ়তার সাথে তথ্য সংগ্রহকারীদের কাজ করার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মানুষের ভোটাধিকার প্রয়োগের আমানতের খেয়ানত যেন না হয়।
নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব:) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি। সকল ধরনের অনীহা, অনিয়ম, অসততা, অসচেতনতা থেকে দূরে থাকতে হালনাগাদকারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পূর্বশর্ত নির্ভুল ভোটার তালিকা। কমিশন অত্যন্ত সচেতন এবং সতর্কতার সাথে সেই ভোটার তালিকার হালনাগাদ করতে দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন- হালনাগাদ ভোটার তালিকায় শতভাগ নির্ভুল ভোটার তালিকা করতে হবে।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এবারের স্লোগান সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দিবো। পুরো কর্মযজ্ঞে নিয়োজিত থাকবে ৬৫ হাজার লোকবল। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, ঢাকার বিভাগীয় কমিশনার শরিফ উদ্দিন আহমদ চৌধুরী, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, জেলা প্রশাসক তানভীর আহমেদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুবকর সরকারসহ ঊর্ধŸতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে মাহিমা আক্তার ঝুমুর বলেন আমি নতুন ভোটার হয়ে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি এবং আগামীতে তার পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন সে আশা ব্যক্ত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা