১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

হাজারীবাগে ফিনিক্স লেদারের বহুতল গোডাউনে আগুন

জরাজীর্ণ ভবনটি আগেই অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করা ছিল
হাজারীবাগের ফিনিক্স লেদারের গোডাউনে অগ্নিকাণ্ডের দৃশ্য : নয়া দিগন্ত -


রাজধানীর হাজারীবাগে ‘ফিনিক্স লেদার কমপ্লেক্স’ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা সোয়া ২টায় আগুনের সূত্রপাত হয় ভবনের ভেতরে প্লাস্টিক, লেদারসহ দাহ্যবস্তুর কারখানা থাকায় এবং অগ্নিনিবারক যন্ত্র না থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত বাড়তে থাকে। ভবনটির ৫, ৬ ও ৭ তলা পর্যন্ত এ আগুন ছড়িয়েছে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও স্থানীয় থানা পুলিশ। ১১টি ইউনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা ৭টা ১ মিনিটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেন, ভবনটি আগে থেকেই জরাজীর্ণ ও অনেক পুরনো ছিল। এর আগেও ভবনটিতে দুইবার আগুনের ঘটনা ঘটে। একাধিকবার ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চিঠি দেয়া হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
জানা গেছে, এর আগে ২০২৩ সালে ভবনটিতে আগুন লেগেছিল। ওই সময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ২০১৪ সালেও ভবনটিতে আগুন লেগেছিল।
গতকাল বেলা ২টা ১৪ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২টা ২৩ মিনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়র সার্ভিসকর্মীরা। এ সময় চারটি ফায়ার স্টেশন থেকে আসা ১১টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৭টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, হাজারীবাগের কাঁচাবাজার এলাকার ফিনিক্স লেদার কমপ্লেক্স ভবনে প্রথমে পাঁচতলায় আগুন লাগে। পরে আগুন ছয় ও সাততলায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটির ভেতরে ছোট ছোট ট্যানারি কারখানা রয়েছে প্রায় ৫০-৬০টি। এ ছাড়াও এই ভবনে পোশাক কারখানা, প্লাস্টিক কারখানা ও ফার্নিচারের কারখানা রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, ‘এই ভবনে ৫০-৬০টা ছোট ছোট কারখানা আছে। এসব কারখানায় চামড়ার জুতা, ব্যাগ, বেল্ট তৈরি করা হয়। শুক্রবার হওয়ায় সব কারখানা বন্ধ ছিল। দুপুরে জুমার নামাজের পরে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ভবনটির পাঁচতলায় আগুন লাগে। পরে চারতলা ও ছয়তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভবনটিতে থাকা প্রায় ২৫টির বেশি কারখানা পুড়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে হাজারীবাগ থানা পুলিশ, র্যাব, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা করছে। তবে উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী, এক প্লাটুন বিজিবি সদস্য আসার পর উৎসুক জনতাকে সরিয়ে দেয়া হয়।
গতকাল বিকেলে ভবনের আগুন নিয়ন্ত্রণে আসার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, এ ভবনটিতে বেশির ভাগই দাহ্য পদার্থ ছিল। যার কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, এতে নিহত এবং আহতের কোনো ঘটনা ঘটেনি। ভবনটি পুরাতন বিল্ডিং হওয়ায় আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে। তিনি বলেন, ‘এখানে আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না। অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাড়াতে একাধিকবার এ ভবনটিকে অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করে চিঠি দেয়া হয়েছিল। তবে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ভবনটি খুবই পুরাতন, যার ফলে এখানে কোনো ধরনের কাজ করা যাবে কি না, তা তদন্ত করে দেখতে হবে।

জাহাঙ্গীরকে নিঃস্ব করল আগুন : আগুনে ক্ষতিগ্রস্ত ‘জাহাঙ্গীর ফ্রেম ঘর’-এর মালিক মো: জাহাঙ্গীর জানান, তার গোডাউনে প্রায় দেড় কোটি টাকার যন্ত্রপাতি ও মেশিনারি ছিল। আগুনে তার ২৩ বছরের সাজানো ব্যবসা প্রতিষ্ঠান নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে। আগুন তাকে একেবারেই নিঃস্ব করে দিয়েছে। তিনি বলেন, এর আগে করোনার পর ঘুরে দাঁড়াতে পারিনি, এখনো প্রায় ৬০ থেকে ৬৫ লাখ টাকার ঋণের বোঝা রয়েছে।
স্থানীয় বাসিন্দা মো: মাসুম জানান, পুরো সাততলা ভবনে প্লাস্টিকের পণ্য জুতা, পাঞ্জাবি ও জামা-কাপড়ের কারখানার জন্য ভাড়া দেয়া ছিল। এসব কারখানায় আড়াইশর মতো শ্রমিক কাজ করতেন।

 


আরো সংবাদ



premium cement