১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`
বাজার দর

সবজির দাম কমলেও চড়া মাছের বাজার

-


সারা দেশে শীতের সবজির ভরা মৌসুম। শীতকালীন সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় সাম্প্রতিক সময় নাগালের মধ্যে রয়েছে সবজির বাজার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কম দামে সবজি কিনতে পারায় কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। তবে কয়েক সপ্তাহ ধরে অল্প অল্প করে বাড়ছে মাছের দাম। বিশেষ করে সস্তা মাছ হিসেবে পরিচিত তেলাপিয়া, পাঙ্গাশের মতো মাছের দামও ঊর্ধ্বগতি।
গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় কম দামে কিনে স্বস্তি পাচ্ছেন ক্রেতারা। গত দুই সপ্তাহ ধরে বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৩০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, মুলা ২০ টাকা, শসা ৪০-৫০ টাকা ও কচুরলতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ দিকে গতকাল দেখা যায় কাঁচাকলার হালি ৩০ টাকা। শালগম প্রতি কেজি ৪০, গাজর প্রতি কেজি ৫০, প্রতি কেজি পেঁপে ২৫-৩০ টাকা, ঝিঙা-ধুন্দল প্রতি কেজি ৭০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০, পালংশাক, লালশাক, পেঁয়াজের কলি প্রতি আঁটি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দিকে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা, পাইকারিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এদিকে অপরিবর্তিত রয়েছে আলু, পেঁয়াজের দাম। প্রতি কেজি আলু ৩৫ থেকে ৪০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে।
এ দিকে মাছ বিক্রেতারা জানিয়েছেন, বছরের শুরু ও শীত মৌসুমে বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের কারণে চাহিদা বেড়ে গেছে মাছের বাজারে। তারা জানান, গত দুই সপ্তাহ ধরে একটু একটু করে বাড়ছে মাছের দাম। মাছভেদে প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
মিরপুর ৬ বাজারের মাছ বিক্রেতা আব্দুল হালিম বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মাছের দাম বাড়ছে। কারণ এখন খাল বিল শুকিয়ে আছে। সব এলাকায় মাছ পাওয়া যাচ্ছে না।

প্রতি কেজি তেলাপিয়া ও পাঙ্গাশ ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে এ মাছের দাম ছিল ১৮০-২০০ টাকার মধ্যে। এ ছাড়া একইভাবে দাম বেড়ে পাবদা ৩৬০-৪০০, চাষের শিং ৫০০ থেকে ৫৫০, এক কেজি সাইজের রুই-কাতল ৩০০-৩২০, বড় রুই-কাতল ৪০০-৫০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।
এ ছাড়া সামুদ্রিক কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা, প্রতি কেজি দেশি শিং ১২০০ থেকে ১৫০০, শোল ৯০০ থেকে ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ দিকে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২০০০ টাকার ওপরে এবং ছোট ইলিশের দাম ৫০০ থেকে ৭০০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে।
অন্য দিকে ব্রয়লার মুরগির দাম গত দুই সপ্তাহ ধরে একই অবস্থায় রয়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা। সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকা, দেশী মুরগি ৫০০-৬৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


আরো সংবাদ



premium cement