১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`
বৈঠক শেষে গোলাম পরওয়ার

ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল একমত

-

সব রাজনৈতিক দল জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সর্বদলীয় বৈঠকে আমাদের কাছে যে খসড়া ঘোষণাপত্র দেয়া হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। প্রাথমিক যে আলোচনা হয়েছে তাতে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে একমত হয়েছে। ৫ আগস্টের মূল চেতনা ধারণ করে জাতীয় ঐক্যের প্রয়োজনে একটি চমৎকার ঘোষণাপত্র কিভাবে করা যায় সে বিষয়ে আমরা মতামত দিয়েছি। তবে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে এমন মূল্যবান একটি দলীল তৈরিতে যেন কোনো ধরনের তাড়াহুড়া করা না হয়, কোনো মৌলিক বিষয় যেন বাদ না যায় সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। জবাবে উপদেষ্টারা জানিয়েছেন এটি প্রাথমিক আলোচনা। আজকের (১৬ জানুয়ারি) আলোচনার পর আবারো মতবিনিময় সভা ডাকা হবে। এরপর চূড়ান্ত করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে গতকাল বিকেলে রাজধানীর মিন্টুরোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠক শেষে জামায়াত সেক্রেটারি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বৈঠকে জামায়াত প্রতিনিধিদলে আরো ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল।
গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে যেন মৌলিক কোনো বিষয় বাদ না যায় সেটা আমরা বলেছি। স্বাধীনতা পূর্বাপর সব ইতিহাস, জুলাই বিপ্লবে ইসলামী দলগুলোর অবদানের কথা যেন স্থান পায় সেটি আমরা বলেছি। জুলাই বিপ্লবসহ বিভিন্ন আন্দোলনে দেশের ইসলামী দলগুলো ভূমিকা রেখেছে, জীবন দিয়েছে, বহু মানুষ আহত হয়েছে, বিগত সময়ে অনেক নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে, গুম-খুন করা হয়েছে, এসব যেন তুলে ধরা হয় তা আমরা বলেছি। তিনি বলেন, ঘোষণাপত্র তৈরিতে রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের বিস্তারিত মত নেয়া প্রয়োজন। এ জন্য আমরা যেমন তাড়াহুড়া না করার জন্য বলেছি, আবার যেন বেশি দেরি না হয় সেটিও তুলে ধরা হয়েছে। একটি গ্রহণযোগ্য সময় নেয়ার কথা বলেছি। কারণ বেশি দেরি হলে ষড়যন্ত্র শুরু হতে পারে। আগামী বৈঠকে যদি ডাকা হয় তাহলে জামায়াতের পক্ষ থেকে সাড়া দেয়া হবে।


আরো সংবাদ



premium cement