দুদক সংস্কারে ৪৭ সুপারিশ কমিশনের
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৬
দুর্নীতি দমন কমিশন-দুদককে স্বাধীন ও কার্যকর করতে কী কী পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে ৪৭ দফা সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে এ বিষয়ে গঠিত সংস্কার কমিশন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন সংস্কার কমিশনের প্রধান ড.ইফতেখারুজ্জামান । তিনি সাংবাদিকদের বলেন, মোটা দাগে দুই ধরনের সংস্কারের সুপারিশ রেখে প্রতিবেদন তৈরি করা হয়েছে। যার একটিতে দুর্নীতি দমন কমিশনের সরাসরি সংস্কার, আরেকটিতে রয়েছে এই সংস্কার কার্যকর করার জন্য পুরো রাষ্ট্রকাঠামোয় পরিবর্তন আনার সুপারিশ।
আট সদস্যের এই কমিশন গত ৩ অক্টোবর থেকে কাজ শুরু করে। জাতীয় দুর্নীতি বিরোধী কৌশলপত্র প্রণয়ন ও তা বাস্তবায়নের কথাও সংস্কার প্রতিবেদনে রয়েছে।
কমিশনের এক সদস্য বলেছেন, প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ আইন সংশোধন এবং যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে বেতন ও আনুষঙ্গিক সুবিধা বাড়ানোর সুপারিশ করা হয়েছ। সংস্থাটির মর্যাদা বাড়ানোর বিষয়েও সুপারিশ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে প্রবল আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দেড় দশক ধরে কর্তৃত্ববাদী শাসন, ‘গুম’ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ ওঠে।
এই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশে আর যেন কর্তৃত্ববাদী শাসন ফিরতে না পারে সে জন্য ক্ষমতায় ভারসাম্য আনাসহ রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের দাবি আসে।
অন্তর্বর্তী সরকার অক্টোবর ও নভেম্বর মাসে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগ নেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা