বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের আহ্বান জামায়াতের
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অব্যাহতভাবে বেড়েই চলছে। জনগণের জন্য অপরিহার্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। বিদ্যমান পরিস্থিতিতে মানুষের সংসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তারপরও শতাধিক পণ্যের ওপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে জনগণের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আরোপিত শুল্কের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ আরো একদফা বৃদ্ধি পাবে। কর বাড়ানোর ক্ষেত্রে সরকারের বিবেচনায় নেয়া উচিত ছিল যে, সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে। কিন্তু সরকার বিষয়টির ওপর নজর রাখেনি বলে প্রতীয়মান হয়েছে। আমরা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর বর্ধিত বাড়তি চাপ তৈরি না হয় সেজন্য অবিলম্বে শতাধিক পণ্যের ওপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।
উত্তরখানে জামায়াতের শীতবস্ত্র বিতরণ : শেখ হাসিনা সবচেয়ে বড় জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয় দাতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর উত্তরখানে জামায়াতে ইসলামী উত্তরখান পশ্চিম থানা আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন।
সেলিম উদ্দিন বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আমরা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করছি। পতিত স্বৈরাচারী সরকারের আমলে আমরা উন্নয়নের গালগল্প শুনেছি। যেন উন্নয়ন মহাকাশ ছুঁয়ে গেছে। ফ্যাসিবাদীদের ভাষায়, দেশে রাজাকার আর জঙ্গি ছাড়া কোনো সমস্যা ছিল না। অথচ দেশে এখন কোনো জঙ্গি নেই, বরং শেখ হাসিনার সাথে এ দেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে। কিন্তু তারা এ জঙ্গিবাদের ধুঁয়া তুলেই দেশবরেণ্য আলেম-উলামা, মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং দাড়ি-টুপিওয়ালাদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে বিশ্ব দরবারে তাদেরকে অসম্মান ও হেয় প্রতিপন্ন করেছে। তাই এ পতিত স্বৈরাচারিনীকে যেকোন মূল্যে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় দেশে জঙ্গিবাদী নাটকের নেপথ্য কথা জানা যাবে না। তিনি পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারকে বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পুড়ে যাওয়া তেজগাঁও ট্রাকস্ট্যান্ড পরিদর্শন : আগুনে পুড়ে যাওয়া রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ড গতকাল বিকালে পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, কর্মপরিষদ সদস্য আব্দুল হক, আলী আকবর হোসেন, ট্রাকস্ট্যান্ড শ্রমিক-মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় জামায়াত নেতা আতাউর রহমান সরকার ক্ষতিগ্রস্তদের খেঁাজখবর নেন, তাদেরকে সান্ত্বনা দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আগুনের কারণ তদন্তসহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা