গাজায় সেনা প্রত্যাহার পরিকল্পনা অনুমোদন ইসরাইলের
- নয়া দিগন্ত ডেস্ক
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
হামাসের সাথে বন্দী বিনিময় আলোচনায় অগ্রগতির পর ইসরাইল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা অনুমোদন করেছে। গতকাল রোববার ইসরাইলের হারেৎজ সংবাদপত্র জানিয়েছে, আলোচনার অগ্রগতির অংশ হিসেবে ইসরাইলি সেনাবাহিনী গাজা থেকে দ্রুত সেনা প্রত্যাহারের জন্য বেশ কয়েকটি পরিকল্পনা অনুমোদন করেছে। আনাদোলু এজেন্সি, আলজাজিরা, টাইমস অব ইসরাইল ও রয়টার্স।
পরিকল্পনাগুলোর মধ্যে নেটজারিম করিডোর ব্যবহার করে সেনা প্রত্যাহারের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। এটি গাজাকে দুই ভাগে বিভক্ত করে। যদিও গাজায় এরই মধ্যে ব্যাপক অবকাঠামো ও অবস্থান গড়ে তুলেছে ইসরাইলি সেনাবাহিনী। তবুও তারা বলেছে যে, তারা তাদের ‘সেনা সরিয়ে নিতে প্রস্তুত’ এবং সরকারের সাথে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর (হামাস) যেকোনো চুক্তি দ্রুত বাস্তবায়ন করবে। তবে ইসরাইলি সেনাবাহিনী ঠিক কবে নাগাদ তাদের সেনাসদস্যদের গাজা থেকে সরিয়ে নেবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরাইলি সংবাদমাধ্যমটি।
আলোচনার অগ্রগতি : এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছিল যে, আলোচনার জন্য গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া এবং শিন বেতের প্রধান রোনেন বারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাতারে পাঠানো হবে। সেই মোতাবেক ইসরাইলের ওই দুই প্রতিনিধি আলোচনার জন্য শনিবার কাতারে পেঁৗছান। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য ওই ঘোষণা দেয়ার আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে সাক্ষাৎ করেন।
ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিয়থ আহরোনথের খবর অনুযায়ী, ইসরাইল ও হামাসের মধ্যে বন্দী বিনিময় চুক্তির ৯০ শতাংশ বিবরণ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তেমন কিছুই জানায়নি গণমাধ্যমটি। এ দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলাগুলো গাজার স্কুল-আশ্রয়কেন্দ্রগুলোকেও লক্ষ্যবস্তু করেছে। উত্তর গাজায় একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় দুই নারী ও দুই শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে। মন্ত্রণালয়টির মতে, এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকে অন্তত ৪৬ হাজার ৫৬৫ ফিলিস্তিনি নিহত এবং ১,০৯,৬৬০ জন আহত হয়েছেন। তাছাড়া অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় চলমান সহিংসতা মানবিক সঙ্কট আরো গভীর করছে। যেখানে নাগরিক অবকাঠামো ধ্বংস এবং নিরাপদ আশ্রয়ের অভাব পরিস্থিতিকে ক্রমেই অবনতির দিকে ঠেলে দিচ্ছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক খবরে বলা হয়, জাবালিয়ার হালাওয়া স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে আরো ৩০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি ড্রোন স্কুলের একটি রুমে আঘাত হানার ফলে ব্যাপক হতাহত হয়। তবে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, হামাস সদস্যরা স্কুল থেকে তাদের প্রতিরোধ পরিচালনা করে আসছিল। তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
১০ ইসরাইলি সেনা নিহত : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসসহ অন্য প্রতিরোধ সংগঠনগুলোর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে দখলদার ইসরাইলের সেনারা। সেখানে গত এক সপ্তাহে ১০ সেনার মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু গত শনিবারই প্রাণ হারিয়েছেন চারজন। এ ছাড়া আহত হয়েছেন ছয়জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, গত মঙ্গলবার উত্তর গাজায় তিনজন, এর আগের দুই দিনে তিনজনের মৃত্যু হয়। আর সর্বশেষ গত শনিবার একসাথে চারজনের মৃত্যু হলো। এর মাধ্যমে গত তিন মাসে উত্তর গাজায় মোট ৪৮ ইসরাইলি সেনা নিহত হয়েছে। আর সবমিলিয়ে যুদ্ধে প্রাণ গেছে ৪০২ দখলদারের।
ট্রাম্পের প্রতিনিধির বৈঠক : গাজা যুদ্ধবিরতি চুক্তির আলোচনা প্রক্রিয়া চলমান থাকাকালীনই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। শনিবার এই বৈঠক হয়েছে বলে নিশ্চিত করেছে নেতানিয়াহুর কার্যালয়। নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বৈঠকের পর সফরের জন্য উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রেরণের নির্দেশনা দিয়েছেন নেতানিয়াহু। ওই দলে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রয়েছেন। গাজায় আটক ইসরাইলি বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতি অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার উদ্দেশে তাদের প্রেরণ করা হচ্ছে। শনিবার এক ইসরাইলি কর্মকর্তা দাবি করেছেন, মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও নেতানিয়াহুর মধ্যে পরোক্ষ আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের আগেই গাজায় যুদ্ধের অবসান ও ইসরাইলি বন্দীদের মুক্তি নিশ্চিতের লক্ষ্যে বাড়তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্যস্থতাকারীরা। এই চুক্তির মধ্যে ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
নেতানিয়াহুর প্রতিনিধিদল প্রেরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বন্দীদের স্বজনরা। হামাসের হাতে আটক ইসরাইলি বন্দীদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত বন্দী ও নিখেঁাজদের পরিবারের সংগঠনের পক্ষ থেকে এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক সুযোগ’ বলে আখ্যায়িত করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা