খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি
- বিশেষ সংবাদদাতা
- ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চলছে। স্বাস্থ্যের প্যারামিটারগুলোর কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে। বাংলাদেশের এভার কেয়ার হাসপাতালে পরীক্ষার রিপোর্টের সঙ্গে লন্ডন ক্লিনিকের রিপোর্টের মধ্যে পার্থক্য উনিশ-বিশ বলে গতকাল জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের একজন সদস্য।
ওই সদস্য জানান, বেগম জিয়া আগের চেয়ে ভালো আছেন। শুধু কিছুটা ভোগাচ্ছে ওয়েদার। লন্ডনে এবার বেশি ঠাণ্ডা পড়ছে। তিনি বলেন, কিভাবে লিভার প্রতিস্থাপন করা যায়; সেটি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। এ ক্ষেত্রে বয়স একটা বড় ফ্যাক্টর। ঝুঁঁকির কারণে শেষ পর্যন্ত এটি না-ও হতে পারে। প্রয়োজনে কিছু পরীক্ষা একাধিকবার করা হচ্ছে। যাতে লিভার প্রতিস্থাপনের বিষয়ে কনক্রিট (চূড়ান্ত) সিদ্ধান্ত নেয়া সহজ হয়।
জানা গেছে, চিকিৎসকরা কোনো সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত খালেদা জিয়া লন্ডন ক্লিনেকেই থাকবেন। হাসপাতালে প্রতিদিন পরিবারের সদস্যরা যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন সব খাবার খেতে পারেন না। চিকিৎসকদের পরামর্শে তাকে তরল-জাতীয় খাবার দেয়া হচ্ছে। নিয়মিত বাসা থেকে স্যুপ-ডালসহ নানা জাতীয় তরল খাবার তৈরি করে হাসপাতালে নিয়ে আসেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা: জুবাইদা রহমান। তার দুই পুত্রবধূ সার্বক্ষণিক হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে আছেন। তিন নাতনিও অদলবদল করে হাসপাতালে থাকছেন।
জানা গেছে, ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ কার্ডিওলজিস্ট, আইসিইউ স্পেশালিস্ট, ইন্টারন্যাল মেডিসিন স্পেশালিস্ট, ফিজিওথেরাপিস্টসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তারা আরো কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন।
এ দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, ‘মাশাল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশাকরি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন। মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কেউ হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না।’
এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল বলেন, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
গত বুধবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খালেদা জিয়াকে যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি রয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা