টাকা পাচারকারীরা বিদেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছে : প্রেস সচিব
- বাসস
- ১২ জানুয়ারি ২০২৫, ০০:০০
বিদেশে টাকা পাচারকারীরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে বিশ্বের ইতিহাসে বড় ধরনের লুটপাট হয়েছে বাংলাদেশে। শেখ হাসিনা দেশে চোরতন্ত্র কায়েম করেছিলেন। বড় বড় কোম্পানিকে তখন অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেয়া ছিল তার কাজ। সে সময়ে বিদেশে টাকা পাচারকারীরা এখন সেই টাকায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই বিপ্লস্নবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় শফিকুল আলম একথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘প্রোপাগান্ডার মাধ্যমে তারা প্রতিষ্ঠিত করতে চায় যে, এখানে এখন মৌলবাদী শক্তির উত্থান ঘটেছে, কোনো গণ-অভ্যুত্থান হয়নি। পরাজিত শক্তি আবার আপনাদের জঙ্গি বানাতে চায়।’
সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়িত্ব উল্লেখ করে শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবে কারা কী ভূমিকা রেখেছে তা আমরা আরো ভালোভাবে বিশ্লেষণ করব। এজন্য তিনি সবাইকে তাদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ লিখে রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার যদি আরো এক মাস সময় পেত তাহলে ২৫ মার্চের মতো আরো একটি কালরাত দেখতে হতো। যেখানে টার্গেট হতো শিক্ষক-সাংবাদিকরা। ফ্যাসিস্ট সরকার থাকলে যুবকদের চাকরির অধিকার হরণ করত।
বহির্বিশ্বে ভুল ও মিথ্যা তথ্য ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : প্যারিস থেকে মোহাম্মদ মাহবুব হোসাইন জানান, অন্তর্বতীর্ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বহির্বিশ্বে বাংলাদেশ নিয়ে চলমান মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ঠেকাতে কমিউনিটি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গত শুক্রবার সন্ধ্যায় ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় ভাচুর্য়ালি যুক্ত হয়ে উপরোক্ত মন্তব্য করেন তিনি।
শফিকুল আলম বলেন, ফ্রান্স ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ফরাসি মূলধারার গণমাধ্যমের সাথে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সাংবাদিকরা সংযোগ তৈরি করে দেশের ভাবমূর্তি বাড়াতে ভূমিকা রাখতে পারেন।
প্যারিসের একটি হলে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন, সিনিয়র সাংবাদিক ও ডিআরইউর সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমেদ, ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, সিনিয়র সাংবাদিক নাজমুল আহসান রাজু, এনটিভি ইউরোপের ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, টাইম টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি অনুক্ত কামরুল, সাংবাদিক মোমিন আনসারি, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াছির আরাফাত খোকন, দৈনিক আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি মামুন মাহিন, সাংবাদিক তানভীর আহমেদ তোহা এবং দেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা