১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

পিএসসিতে ফ্যাসিস্টদের নিয়োগ শহীদদের রক্তের সাথে বেঈমানি : জামায়াত

-

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) আওয়ামী ফ্যাসিস্টদের তিনজন সহযোগীকে নিয়োগ দেয়ার ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেয়ার জন্য প্রস্তাবিত যেসব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত। মাত্র কিছু দিন হলো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তিলাভ করেছে। জনগণের প্রত্যাশা হলো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক লোকদেরকে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা হবে। কিন্তু তার স্থলে ফ্যাসিবাদের দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানোর যে উদ্যোগ নেয়া হয়েছে তা জনগণকে হতাশ করেছে।
তিনি আরো বলেন, প্রস্তাবিত তিনজনের একজন হলেন পতিত স্বৈরাচারের সরাসরি সুবিধাভোগী। আরেকজন আয়নাঘরের সাথে সংশ্লিষ্ট ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রস্তাবিত অপরজন শহীদ মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা সরকারের সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য প্রদান করে বিচারিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে। এসব চিহ্নিত ব্যক্তিদের পিএসসির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলে সরাসরি শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। অবিলম্বে এসব ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত না করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ : জাতীয় প্রেস ক্লাবে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় গত জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনাকে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয় ঐক্যের পরিবেশ বিনষ্টকারী যেসব বক্তব্য প্রদান করা হয়েছে তার প্রতিবাদ করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন।
বিবৃতিতে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, তাদের এই বক্তব্যে আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। স্বাধীনতার ৫৩ বছরে আধিপত্যবাদী শক্তি ও তাদের দোসররা ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামী দল সম্পর্কে যেসব গণবিরোধী বয়ান দিয়ে দেশ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালিয়েছে; জাতীয় প্রেস ক্লাবে নেতৃবৃন্দের বক্তব্যে সেই সুরই প্রতিধ্বনিত হয়েছে। আধিপত্যবাদী শক্তির বিদায়ের পর যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এসব বক্তব্য টেনে এনে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালান এবং আধিপত্য ও ফ্যাসিবাদী শক্তিকে উৎসাহিত করেন তাহলে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কোটি কোটি বিজয়ী ছাত্র-জনতা সেই নেতৃবৃন্দকে ফ্যসিবাদেরই দোসর মনে করতে বাধ্য হবে।
তিনিও আরো বলেন, অতীতে বারবার এ ধরনের বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা এবং উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করা হয়েছে। সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের বর্তমান অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে এমন কোনো অপরিণামদর্শী ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য সব রাজনৈতিক দল ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জীবন দানকারী শহীদ ও আহত বীর মুক্তিযোদ্ধাদের বিপুল ত্যাগে অর্জিত আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ। তাদের সম্মান ও মর্যাদাকে বীর মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে পতিত ফ্যাসিস্টদের মতো চেতনার ফেরিওয়ালা সেজে জাতীয় ঐক্য বিনষ্টের এ অপচেষ্টাকে দেশপ্রেমিক ছাত্র-জনতা গত ৫ আগস্ট ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমেই ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।


আরো সংবাদ



premium cement
কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, পাঠানো হবে আরো ২৮ জন : পররাষ্ট্র মন্ত্রণালয় মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা হত্যা মামলার আসামি উত্তরা পূর্ব থানা থেকে পালালো সাবেক ওসি দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা কিংসের কাছে হারল ক্যাপিটালস শতাধিক পণ্য ও সেবায় বাড়ল শুল্ক-কর বেরোবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪ দ্বিতীয় জয় চট্টগ্রামের, ঢাকার টানা পঞ্চম হার

সকল