চীনে ভূমিকম্পে বহু নিহতে জামায়াত আমিরের শোক
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
চীনের তিব্বত অঞ্চলে গত ৭ জানুয়ারি প্রচণ্ড ভূমিকম্পে ১২৬ জন নিহত ও ১৮৮ জন আহত এবং এক হাজারের অধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল এক শোকবাণীতে তিনি বলেন, চীনের তিব্বত অঞ্চলে গত ৭ জানুয়ারি প্রচণ্ড ভূমিকম্পে ১২৬ জন লোক নিহত ও ১৮৮ জন আহত এবং এক হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি আমার নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। এ দুঃখজনক ঘটনায় চীনের তিব্বতের জনগণের মতো বাংলাদেশের জনগণও গভীরভাবে শোকাহত। আমি আশা করি চীন সরকার ও তিব্বতের জনগণ জানমালের এ বিরাট ক্ষয়ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তিনি আরো বলেন, এ ভূমিকম্পে যারা নিহত হয়েছেন তাদের সবার পরিবার-পরিজন ও চীন সরকারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
মোহাম্মদপুর জামায়াতের শীতবস্ত্র বিতরণ : জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে, যেখানে রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের আয়-রোজগারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ আশ্রয়স্থল হবে এবং রাষ্ট্রই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সব মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান। গতকাল মোহাম্মদপুর মধ্য থানা জামায়াতের ৩১ নং ওয়ার্ড আয়োজিত সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি ইমরান আলী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার ডক্টর মাইনুদ্দিন চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার আয়াত আলী, মো: সেলিম সরদার, মোতালিব মিয়া প্রমুখ।
কুয়েত সফরে জামায়াত আমির শফিকুর রহমান
কুয়েত সফর শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। সফরকালে কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন তিনি।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমির ডা: শফিকুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত-এর সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম ও কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমির ডা: শফিকুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত-এর সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম ও কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে এই সফর করছেন জামায়াত আমির। গতকাল বুধবার সকালে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে কুয়েত পৌঁছেন তিনি।
বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম ও কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের সভাপতি হাফেজ মাওলানা নুরুল আলম জানান, তিন দিনের কুয়েত সফরে ডা: শফিকুর রহমান কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
সফরের শেষদিন শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত একটি প্রীতি সমাবেশে যোগ দেবেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা