০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`
জুলাই হত্যা ও গুম

হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

-

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এর মধ্যে গুমের সাথে জড়িত অভিযোগে ২২ জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।
আবুল কালাম আজাদ বলেন, যারা গুম ও হত্যার সাথে জড়িত এমন ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। জুলাই কিলিংয়ের সাথে অভিযুক্ত এমন ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।

পাসপোর্ট ডেভেলপমেন্ট বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, পাসপোর্টের ডিজি আমাদের একটা সুখবর দিয়েছেন, ই-পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হলে বাংলাদেশের নাগরিকরা একটা এসএমএস পান। বাংলাদেশে এই সার্ভিস চালু আছে। আজ বুধবার থেকে ই-পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বিদেশে প্রবাসী বাংলাদেশীরা এই সার্ভিস পাবেন। এর ফলে প্রবাসীদের হয়রানি কমে আসবে বলে আমরা আশা করি। প্রবাসী ভাইবোনেরা যারা আবেদন করেছিলেন এমন প্রায় এক লাখ ৮৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট দাফতরিক জটিলতার কারণে সেগুলো প্রিন্টিংয়ের জন্য পেন্ডিং ছিল। তার মধ্যে ৮২ হাজার ৫৪৫টা মেশিন রিডেবল পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে এবং এগুলো অচিরেই বিতরণ শুরু হবে। আমরা আশা করছি এই সেবা দুটো যখন চালু হবে, এতে প্রায় এক লাখ প্রবাসী উপকৃত হবেন। এ ছাড়াও দেশের বিভিন্ন পাসপোর্ট অফিসে যারা আবেদন করেন তাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে আরো বেশকিছু উদ্যোগ চলমান আছে। এ নিয়ে সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের জানানো হয়েছে, পাসপোর্ট অফিসের পাশে যে দোকানগুলো থাকে যেখানে পাসপোর্টের জন্য আবেদন করা হয়, এই দোকানগুলো ঘিরে কিছু দালাল চক্র গড়ে ওঠে। যার ফলে সেবাপ্রার্থীর থেকে টাকা-পয়সা দাবি করা হয়। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কিছু প্রোপার এজেন্ট নিয়োগ দেয়া হবে। যারা পাসপোর্ট আবেদনকারীদের সাহায্য করবেন। এতে এই দালালের দৌরাত্ম্য অনেকটা কমে আসবে।

 

 


আরো সংবাদ



premium cement