সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা
- নিজস্ব প্রতিবেদক
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৫৪
প্রেস উইংয়ের ব্রিফিং
- রাজনৈতিক দলগুলোর মতামতেই ঘোষণাপত্রের খসড়া হবে
- সাগর-রুনির হত্যারহস্য দ্রুত উদঘাটনে তদন্ত করছে পিবিআই
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, হাসিনা তার বাবার খুনিদের অনেক জায়গা থেকে ফিরিয়ে এনে বিচার করেছিলেন। তিনি তার বাবার খুনিদের ফিরিয়ে আনতে যেভাবে চেষ্টা করেছেন, তার দ্বিগুণ চেষ্টা করে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা হবে। গতকাল বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এতে আরো উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব আশরোফা ইমদাদ ও সুচিস্মিতা তিথি।
শফিকুল আলম বলেন, তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে এনে বিচার করাটা আমাদের দায়। এতে এক ইঞ্চিও পিছপা হবো না। শেখ হাসিনা যে আকাম-কুকাম করেছে, চোরতন্ত্র জারি করেছিল, গুম ও খুনের জন্য তাকে বিচারের সম্মুখীন হতে হবে।
শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার কতটুকু আশাবাদী- এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমরা আশাবাদী। পৃথিবীতে কেউ কোনো খুনিকে জায়গা দিতে চায় না। হাসিনার হরর স্টোরি ভারতীয় গণমাধ্যমের অনেকেই জানতই না। ইদানীং অনেকেই লেখা শুরু করেছেন। পুরো পৃথিবী যখন বিষয়টি জানবে তখনই চাপটা সৃষ্টি হবে। আমরা তাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি, পরে যারা ক্ষমতায় আসবেন তারা করবেন। এটা জাতির আকাক্সক্ষা।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছয় সাংবাদিক হত্যার বিচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের অগ্রাধিকার। অপরাধীদের বিচারের সম্মুখীন করা হবে। ৫ আগস্টের পরে আওয়ামী লীগ নেতা ও বিতর্কিত কর্মকর্তাদের পালিয়ে যাওয়ার বিষয়টি সরকার তদন্ত করছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, বিষয়টি সৎ তদন্ত কর্মকর্তাদের দিয়ে করানো হবে। আগের (আওয়ামী লীগ সরকার) সরকারের তদন্ত কর্মকর্তারা তদন্ত করলে ভালো ফলাফল পাওয়া যাবে না।
এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ঘোষণাপত্রের বিষয়ে কাজ হচ্ছে। এটা নিয়ে আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হবে। সেই আলোকে ঘোষণাপত্রের খসড়া (ড্রাফটিং) হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেয়ার দাবি জানিয়েছে, এ বিষয়ে অগ্রগতি কতটুকু? জানতে চাইলে প্রেস সচিব বলেন, আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কবে থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে তা এখনো সুনির্দিষ্টভাবে নির্ধারিত হয়নি।
সাইবার সুরক্ষা আইনের বিষয়ে টিআইবির সমালোচনার বিষয়ে প্রেস সচিব বলেন, আমরা সমালোচনাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করি। এটা নিয়ে আসিফ নজরুল সাহেব কথা বলবেন।
গুম কমিশন ভালো কাজ করছে জানিয়ে প্রেস সচিব বলেন, দুই-একটা আয়নাঘরে আপনাদের (সাংবাদিক) পরিদর্শনের ব্যবস্থা করা হবে। সেখানে কী ভয়াবহভাবে গুম করে রাখা হতো সেই চিত্র দেখতে পারবেন। হাসিনার আমলে পাপাচারের শেষ নেই। এ সময় তিনটি নির্বাচন, শাপলা চত্বরের ঘটনা, মাওলানা সাঈদীর রায়কেন্দ্রিক হত্যাকাণ্ড ও টাকা পাচারের ঘটনা উল্লেখ করেন তিনি। প্রেস সচিব বলেন, প্রতিটি বিষয় নিয়ে কাজ হচ্ছে। হাসিনাকে আমরা বিচারের আওতায় আনব।
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে প্রেস সচিব বলেন, এ ঘটনার বিচারের দাবিতে আমরা (সাংবাদিক) আন্দোলনে ছিলাম। এ বিষয়ে কাজ চলছে। তথ্যগুলো যাচাই-বাছাই চলছে। যে সময়টা নষ্ট হয়েছে তা মেকআপ করে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করতে কাজ করছে পিবিআই। বিষয়টি আজকে (রোববার) পিবিআই প্রধানের সাথে কথা হয়েছে। কারণ তারা ত্রিশ বছর আগের খুনের তদন্তও সফলভাবে করেছে। তাই তাদের সক্ষমতা আছে। বিষয়টি কষ্টসাধ্য হলেও অনেক সময় দিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন।
উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বুলগেরিয়া ভিসা সেন্টার ভারত থেকে ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে সরানোর কথা আগেই জানিয়েছে। ১২২ জন বাংলাদেশী ছাত্রকে তারা ভিসা দিয়েছে। রোমানিয়া ভিয়েতনাম ও থাইল্যান্ডের দূতাবাস থেকে ভিসা দেয়ার কথা জানিয়েছে। কাজাখস্তান জানিয়েছে, ব্যাংকক থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের ভিসা দেবে। এ ছাড়া অন্যান্য দেশের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ও পশ্চিম ইউরোপিয়ান ডেস্ক আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা