০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল

তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল -

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল রোববার বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তারেক রহমানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, গাজী কামরুল ইসলাম সজল, রাগিব রউফ চৌধুরী ও মো: মাকসুদ উল্লাহ।

শুনানিতে মাহবুব উদ্দিন খোকন বলেন, তারেক রহমানকে এ মামলায় শ্যোন এরেস্ট করে রিমান্ডে নেওয়া হয়। টর্চার করা হয়েছে। ব্রুটালি টর্চার (নিষ্ঠুরভাবে নির্যাতন) করা হয়েছে। মাজার (কোমর) হাড় গুঁড়ো করে ফেলেছে। এটা কখেনো রিপেয়ার হবে না। অথচ মামলাগুলোতে তার নামই ছিল না।
আপিল বিভাগের আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ মামলার এফআইআর-এ তারেক রহমানের নাম ছিল না। রাজনৈতিকভাবে তারেক রহমান ও বিএনপিকে বিতর্কিত করার জন্য এসব মিথ্যা মামলা দেয়া হয়। পরবর্তীতে হাইকোর্ট মামলাগুলো স্টে করে রুল জারি করেন। গত কয়েক মাস আগে রুল শুনানি করি। শুনানি শেষে হাইকোর্ট বিভাগ মামলাগুলো বাতিল করে দেন। বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। দুই পক্ষে শুনানি শেষে আবেদন খারিজ করে দেন। ফলে হাইকোর্ট মামলাগুলো যে বাতিল করেছিলেন, সেই বাতিলের রায় বহাল থাকল।
তিনি আরো বলেন, মামলাগুলোতে বলা হলো, চাঁদা দাবি করা হয়েছে। কিন্তু কে করেছে সেটা নেই। টাকাগুলো কোথায় গিয়েছে সে হদিসটাও নেই। এ সব মামলায় তারেক রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। আমিন আহমেদের মামলায় প্রথম গ্রেফতার করা হয়েছিলো। সে মামলায় তারেক রহমানকে উপমহাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে টর্চার করা হয়। এই টর্চারের কারণে তাকে লন্ডনে চিকিৎসা নিতে হয়। এমন নির্যাতন করা হয়েছিল, তাকে দীর্ঘদিন বিছানায় থাকতে হয়।

আইনজীবীরা জানান, একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন ২০০৭ সালের ২৭ মার্চ চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় একটি মামলা করেন।
আরেকটি কোম্পানির কর্মকর্তা সৈয়দ আবু শাহেদ সোহেল চাঁদাবাজির অভিযোগে ২০০৭ সালের ৪ মে গুলশান থানায় একটি মামলা করেন।
২০০৭ সালের ৮ মার্চ ঠিকাদার আমীন আহমেদ ভূঁঁইয়া চাঁদাবাজির অভিযোগ এনে দ্রুতবিচার আইনে গুলশান থানায় একটি মামলা করেন।
ঠিকাদার মীর জাহির হোসেন ধানমন্ডি থানায় ২০০৭ সালের ১ এপ্রিল একটি মামলা করেন। ওই চার মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমান সে-সময় হাইকোর্টে আবেদন করেছিলেন।
প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (চূড়ান্ত) ঘোষণা করে ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। পরে এ চার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গাদের জীবন রক্ষায় অগ্রাধিকার দিতে হবে : ইউএনএইচসিআর বগুড়ায় হত্যাসহ ১৫ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার বাকৃবিতে নতুন কমিটি গঠন শিবিরের ইয়েমেনে ব্রিটিশ ও সৌদি গোয়েন্দা সংস্থার গুপ্তচর গ্রেফতার বান্দরবানে ভাইকে হত্যায় বড় ভাই গ্রেফতার সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের কক্সবাজারে শিশুকে অপহরণ করে হত্যা, লাশ উদ্ধার সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন লাল কার্ডে মাঠের বাইরে ভিনিসিয়াস ৭ বছর পর লন্ডনে মা ও মাতৃস্নেহ বঞ্চিত ছেলের সাক্ষাৎ রাশিয়ার সু-৩৪ সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে হামলা

সকল