বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে
- বিশেষ সংবাদদাতা
- ০৬ জানুয়ারি ২০২৫, ০২:৫২
দেশের ইসলামী ধারার ব্যাংকগুলো থেকে এস আলম, নজরুল ইসলাম মজুমদারসহ এক শ্রেণীর ব্যাংক ডাকাত পানির মতো টাকা বের করে নিয়েছে। পরিবর্তিত অবস্থায় এরই মধ্যে ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। তবে ব্যাংকগুলো থেকে ঠিক কী পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে হিসাব করা যায়নি। এমনি পরিস্থিতিতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ছয় ব্যাংকের ফরেনসিক অডিট শুরু করেছে বিদেশী অডিট ফার্ম। নিরপেক্ষ অডিটের স্বার্থে ব্যাংকগুলোর এমডিদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। কোনো এমডি বা ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে ব্যাংক লুটেরাদের সহযোগিতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার ছয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে। সেখানে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার লক্ষ্যে এস আলম-ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শনিবার পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়া সোশ্যাল ইসলামী ব্যাংকের পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। অন্য ব্যাংকগুলোর উচ্চ পদে শিগগিরই পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, এডিবির অর্থায়নে ছয়টি ব্যাংকের ফরেনসিক অডিট স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে তারা চায় বর্তমান এমডিরা কেউ দায়িত্বে না থাকুক। যে কারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে মৌখিকভাবে বলা হয়েছে। তবে অডিটে কারো অনিয়ম পাওয়া না গেলে তারা ফের স্বপদে ফিরতে পারবেন বলে জানা গেছে।
এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যানদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) ভাইস চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান গতকাল সাংবাদিকদের বলেন, স্বচ্ছতার সাথে অডিট সম্পন্ন করার জন্য এ রকম সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারো দায় প্রমাণিত না হলে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক তিন মাসের জন্য ছুটিতে পাঠানো হয়। এ সময়ে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো: ইয়াহিয়া।
গত মাসে বাংলাদেশ ব্যাংকের জারি করা একটি বিশেষ বিধানের আওতায় দেশের ব্যাংকগুলোতে ঝুঁকিভিত্তিক সমন্বিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করবে কেন্দ্রীয় ব্যাংক।
সোশ্যাল ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত এমডি ফোরকানুল্লাহসহ চারজনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো অন্য কর্মকর্তারা হলেন, উপব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান, ট্রেড ফাইন্যান্স ডিভিশনের প্রধান আবু রূশদ ইফতেখারুল হক। এ ছাড়া এস আলমের সাথে সম্পর্ক থাকার কারণে স্পেশাল ট্যাস্কফোর্সের প্রধান সাইফ উল আলম মো: আল-আমীনকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে উপব্যবস্থাপনা পরিচালক মো: নাজমুস সায়াদাতকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে বসানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা