সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক
- কুষ্টিয়া প্রতিনিধি
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জামায়াতের একার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে। দেশ ভালো হলে মানুষ হিসেবে আমরা উপকৃত হবো।
তিনি শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর অঞ্চলের পরিচালক মো: মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন, আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, অ্যাডভোকেট আজিজুর রহমান, জামায়াতের মজলিসে শূরার সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক আ ছ ম তরিকুল ইসলাম, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।
ডা: শফিকুর রহমান বলেন, বিশ^ মানচিত্রে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। একদিকে বিপুল জনসংখ্যা, অন্য দিকে রয়েছে প্রাকৃতিক সম্পদ। এই দুইয়ের সমন্বয় সাধনে আমাদের দেশের গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমরা দুর্নীতি ও দুঃশাসনের বেড়াজালে পড়ে দেশের মারাত্মক ক্ষতির মধ্যে পড়েছি। দুর্নীতি ও দুঃশাসন একে অপরের সম্পূরক ছিল। সর্বশেষ দুঃশাসনের কঠিন অধ্যায় এ দেশের মানুষের জানা রয়েছে। শুধু ক্ষমতার জন্য এই দুঃশাসন জনগণের ওপর চালিয়ে দেশের সব অর্গানকে বিকল করে দেয়া হয়েছিল।
তিনি আরো বলেন, যারা রাজনীতি করে তাদের রাজকীয় মনোভাব হতে হবে, সুশৃঙ্খল হতে হয়। কিন্তু একজন রাজনীতিবিদ হয়ে আমি লজ্জিত বিগত সরকারের দুঃশাসন দেখে। রাজনীতিবিদ হতে হলে দেশ এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে।
জামায়াত আমির বলেন, বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে একেবারেই ভণ্ডুল করে রেখেছিল। যারা শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন, তাদের সন্তানরা এ দেশে লেখাপড়া করে না। তাই তারা এ দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কী কাজ করবেন?
তিনি বলেন, পুলিশ আমাদের নেতাকর্র্মীদের ওপর মারাত্মক জুলুম করেছে। কিন্তু ৫ আগস্টের পর আমরা পুলিশকে সহযোগিতার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিলাম। আমরা পুলিশকে সহযোগিতা করতে চাই। ক্ষতিগ্রস্ত থানাগুলোতে আমাদের নেতাকর্মীরা পাহারা দিয়েছে। শুধু কি তাই, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা কাজ করেছেন। বিশেষ করে এবারকার পূজা বন্ধ রেখে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পারিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছিল। আমি নিজে ধর্মীয় নেতাদের সাথে কথা বলে তাদের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করায় দেশে এবার শারদীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে, যা বিরল।
তিনি আরো বলেন, কারোর প্রতি জুলুম হোক এটা কামনা করি না। প্রকৃত দোষীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের কোনো নিরাপরাধ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করা যাবে না। তবে প্রকৃত দোষীর শাস্তি নিশ্চিতে জামায়াত কঠোর থাকবে।
ডা: শফিকুর রহমান বলেন, ইজ্জত সম্মান দেয়ার মালিক মহান সৃষ্টিকর্তা আল্লাহ। তিনি যাকে ইচ্ছা সম্মান দেন, আবার প্রয়োজনে কেড়ে নেন। আওয়ামী লীগ এ দেশের ১৮ কোটি মানুষকে প্রতিপক্ষ ভেবে নির্যাতন করেছে। মানুষের জন্য তাদের মায়া ভালোবাসা ছিল না বলেই আন্দোলনের সময় নির্বিচারে ছাত্র-জনতার বুকে গুলি চালিয়েছে। শত শত মায়ের বুক খালি করেছে, হাজার হাজার আহত হয়েছে। জাতি এই জঘন্য অপরাধের কথা কখনো ভুলবে না। আমাদের সন্তানদের আন্দোলনের ফসল ঘরে তুলতে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধের বিকল্প নেই।
জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে আলেম ওলামা, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, শিক্ষক, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
বাংলাদেশকে আধুনিক ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার সাড়ে ১৫ বছরে দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে, যা দেশের জাতীয় বাজেটের পাঁচ গুণ। যা দিয়ে আরো পাঁচটি পদ্মা সেতু করা সম্ভব ছিল। শুধুমাত্র রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৫৭ হাজার কোটি টাকা লুটপাট ও পাচার করেছে। দেশে যত মেগা প্রকল্প হয়েছে তত মেগা দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাট করেছে। আর এসব অর্থ দিয়ে বেগমপাড়ার মতো জায়গায় পুঁজি খাটিয়েছে। তারা দেশ প্রেমিক হলে দেশের সম্পদ লুট করে পালিয়ে যেত না। দেশ প্রেমিকরা কখন পালাতে পারে না।
তিনি গতকাল দুপুরে জেলা কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর অঞ্চলের পরিচালক মো: মোবারক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, আব্দুল মতিন, আলমগীর বিশ^াস, জামায়াতের রাজবাড়ী আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমীন, মাগুরা জেলা আমির এ বি এম বাকের, মেহেরপুর জেলা আমির তাজউদ্দিন, পাবনা জেলা আমির আবু তালেব মণ্ডল, ঝিনাইদহ জেলা আমির আলী আজম মোহাম্মদ আবুবক্কর, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, কুষ্টিয়া জেলা নায়েবে আমির আব্দুল গফুর, জেলা সহকারী সেক্রেটারি মাজারুল হক, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবীন, সহকারী সেক্রেটারি সোহরাবউদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান খান, শহর সভাপতি হাফেজ সেলিম রেজা, ইবি সভাপতি আবু মুসা প্রমুখ।
ডা: শফিকুর রহমান বলেন, আমরা চাই, অতি জরুরি সংস্কারগুলো শেষ করে বর্তমান সরকার একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেবে। এই নির্বাচনে জনগণ যাকে ভালোবাসেন, যাদের ওপরে আস্থা রাখতে পারবেন, তাদেরই নির্বাচিত করবেন। জামায়াত দেশের হৃতগৌরব ফিরিয়ে আনতে চায়। আর এজন্য আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। ইতোপূর্বে অনেক সরকার দেশ পরিচালনা করেছেন; কিন্তু সবার চিন্তা-ভাবনা ছিল লুটপাট করা। আশা করি আপনারা জামায়াতের সব কাজের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন। জামায়াতের নেতাকর্মীরা জীবনের বদলে দেশের স্বাধীনাতা ও স্বার্বোভৌমত্ব রক্ষায় কাজ করে যাবে।
কনকনে ও তীব্র শীত উপেক্ষা করে জেলা কর্মী সম্মেলনে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ভোর থেকেই কলেজ মাঠে আসতে থাকেন। সময় গড়ানোর সাথে সাথে সম্মেলন স্থল থেকে শহরের সর্বত্র মানুষে কানায় কানায় পরিপূর্ণ ছিল। জামায়াতের সুশৃঙ্খল স্বেচ্ছাসেবকদের কঠোর নজরদারিতায় শহরের সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। জনগণের সুবিধার্থে শহরের বিভিন্ন সড়কের প্রবেশমুখ বন্ধ রাখা হয়। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, সরকারি কলেজ ক্যাম্পাস, মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় মাঠে টিভি স্কিনে মাইকে বক্তব্য শোনার ব্যবস্থা রাখা হয়।
রাজশাহীতে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
রাজশাহী ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী বলেছেন, তীব্র শীতে অসহায় মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। আমাদের সীমিত সামর্থ্য সত্ত্বে¡ও মানবতার কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মানবতার কল্যাণে কাজ করা আমাদের ঈমানি দায়িত্ব ও কর্তব্য বলে বিশ্বাস করি। কারণ এটা ইসলামের নির্দেশ। গতকাল শনিবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল তৎপরতা অব্যাহত রেখেছে। সেই সাথে প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে। যা ইতোমধ্যেই দেশবাসী প্রত্যক্ষ করেছে এবং তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এ সময় অন্যদের মধ্যে জামায়াতের মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কাশিয়াডাঙ্গা থানা আমির মাওলানা ফরিদ উদ্দিন আক্তারসহ কাশিয়াডাঙ্গা থানার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সিলেট জেলা জামায়াতের শূরা সদস্য সম্মেলন অনুষ্ঠিত : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন জামায়াত এ দেশকে নিয়ে স্বপ্ন দেখে। জামায়াত শুধু দলীয় নেতাকর্মীদের কথা চিন্তা করে না। জামায়াত সব সময় দলের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কথাও চিন্তা করে। তিনি বলেন, জামায়াতে ইসলামী দল, দেশ ও জাতির সার্বিক বিষয় ভাবনায় নিয়ে ত্রিশসালা পরিকল্পনা প্রণয়ন করেছিল। এখন ত্রিশসালা পরিকল্পনার দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন এই পরিকল্পনা বাস্তবায়নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে দৃঢ়তার সাথে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।
তিনি শনিবার বিকেলে সিলেট জেলা জামায়াত আয়োজিত উপজেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা জামায়াত সেক্রেটারি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা লোকমান আহমদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা