ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল
- ঠাকুরগাঁও প্রতিনিধি
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লেখাপড়ায় ভালো ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হতে বলেছেন তিনি। শনিবার সন্ধ্যায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ্য আদর্শকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, তোমাদেরকে অবশ্যই সেই লক্ষ্য অর্জনে সর্বাত্মক সচেষ্ট থাকতে হবে। দীর্ঘ ১৬ বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রদল দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করতে দেশের কয়েক হাজার ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন। খুনি হাসিনা ও তার বাহিনী নির্মমভাবে তাদের হত্যা করেছেন। পঙ্গুত্ববরণ করেছেন অসংখ্য শিক্ষার্থী।
তিনি বলেন, দেশে নতুন করে যে ষড়যন্ত্র ও চক্রান্তের সৃষ্টি হয়েছে এতে মাথা নত না করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে। ফ্যাসিস্ট অবৈধ আওয়ামী লীগ সরকার এ দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে পালিয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। অনেক ছাত্রকে হত্যা করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে কয়েক হাজার ছাত্রছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগ যখনই মতায় এসেছে গায়ের জোরে ক্ষমতায় টিকে থেকেছে।
বিএনপি মহাসচিব বলেন, ’৭৫ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি ও লুটপাট করেছে। দেশকে বাকশাল করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। সেই সাথে শিক্ষার মানোন্নয়নে কাজ করেছেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্রদলকে সবসময় জ্ঞানভিত্তিক চর্চা ও জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। বিগত বছরগুলোতে ছাত্রদল অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করেছে। মামলা-মোকদ্দমার স্বীকার হয়েছে। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এখন সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার। আজকের এ ছাত্ররাই তা পারবে আমি বিশ্বাস করি।
জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসের সভাপতিত্বে ছাত্র সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী প্রমুখ। এ সময় জেলা-উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।