০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায়

আজ তাপমাত্রা বাড়বে
-

কুয়াশার ভারী চাদর ভেদ করে গতকাল দুপুরের দিকে সূর্যের মুখ দেখা যাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সূর্যের যে আলোটুকু পৌঁছেছে তাতে শরীর উত্তাপ অনুভব করেছে। তবে ভালো লাগার অনুভূতি পেতে না পেতেই আবারো কুয়াশার ভেতর হারিয়ে গেছে সূর্যের আলো। তবে আবহাওয়া দফতর আজ রোববারের জন্য সামান্য সুখবর দিয়েছে। দিনের তাপমাত্রা গতকাল শনিবারের চেয়ে আজ ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তাপমাত্রা বাড়লেও আজ ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি অথবা একটু জোরে বাতাস প্রবাহিত না হলে এই কুয়াশা কাটবে না। আবহাওয়াবিদ মো: বজলুর রশীদ জানিয়েছেন, আগামী মঙ্গলবারের দিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এই তিন বিভাগে বৃষ্টি হলেও কুয়াশা অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কুয়াশার কারণে গতকাল বেশ শীত ছিল সারা দেশে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের চেয়ে গতকাল শনিবার তাপমাত্রার খুব পরিবর্তন হয়নি। গতকাল ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। নিম্ন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও উচ্চ তাপমাত্রা বেড়েছে ৫ থেকে ১০ ডিগ্রি পর্যন্ত। দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাতেও আবহাওয়া কিছুটা সহনীয় ভাব ছিল। গতকাল শনিবার রাতটা গত শুক্রবারের রাতের চেয়ে কিছুটা স্বস্তিতে কেটেছে। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস; কিন্তু সর্বনিম্ন ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে এবং সূর্যের তাপ না থাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে গত শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে পার্থক্য কম থাকায় শীতের অনুভূতি বাড়ে বলে আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন।

পৌষের শীতের দুই-তৃতীয়াংশ চলে গেছে। এখনো শীতবস্ত্রের মার্কেট বেশ জমজমাট। বিকেল থেকে সন্ধ্যার পর ঢাকার ফুটপাথের পুরান শীতবস্ত্রের দোকানগুলোতে এখনো বেশ ভিড় লেগে থাকে। মানুষ শীতবস্ত্র কিনতেই আসে, দাম যতই হোক একটা কিছু কিনে নিয়ে যায়। তবে কেউ কেউ ফিরেও যাচ্ছেন প্রত্যাশা ও দামের সাথে মিল না থাকায়। অর্থাৎ দোকানি যে দাম হাঁকায় তা দিয়ে বস্ত্র কিনতে পারে না অনেকেই।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না যদি উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিরাজ করে। এই উচ্চচাপ বলয়ে উপর থেকে ঠাণ্ডা হাওয়া নিচের দিকে নেমে আসে, ফলে সে এলাকায় প্রচণ্ড ঠাণ্ডা বিরাজ করে।

 


আরো সংবাদ



premium cement