শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা
- কূটনৈতিক প্রতিবেদক
- ০৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৩
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাথসিনাকে ফেরত পাঠাথনো নিথয়ে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারথতের আনুষ্ঠাথনিক কোথনো প্রতিথক্রিয়া এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গতকাল রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তৌথহিদ হোথসেন বলেন, ওনাথকে (থশেখ হাথসিনা) ফেরত পাঠাথনো নিথয়ে ভারথতের কোথনো আনুষ্ঠাথনিক প্রতিথক্রিয়া এখনো আমরা পাইথনি।
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের জবাবের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
গত শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা আবারো জানিয়েছেন। তিথনি বথলেছেন, কূটথনৈথতিক পত্র প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। তবে পাসপোর্ট বাতিল হওয়ার পর দিল্লিতে তিনি কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে ব্যাপারে ভারত সরকার মুখ খুলছে না।