শত শত হত্যায় জড়িতদের বিচারে ব্যাপক তদন্ত
- হাবিবুর রহমান
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০, আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ০০:৩২
জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থায় তিন শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। প্রতিদিনই ট্রাইব্যুনালে দুই-তিনটি করে অভিযোগ জমা হচ্ছে। এ দিকে দায়ের হওয়া তিন শতাধিক অভিযোগের বেশির ভাগেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এসেছে। আর এসব অভিযোগের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৬৮টির তদন্ত চলছে বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে। এ ছাড়া সারা দেশ থেকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের যে তথ্য চাওয়া হয়েছিল তার মধ্যে অনেক জেলা থেকে তথ্য এসেছে। সব জেলা থেকে এখনো তথ্য আসেনি বলে প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
এ দিকে জুলাই-আগস্ট আন্দোলনের সময় ঢাকার আশুলিয়া, সাভার এবং রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শত শত মানুষ প্রাণ হারায়। অসংখ্য মানুষ আহত, পঙ্গু এবং চোখ হারায় এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনাও ঘটে। এই তিনটি স্পটে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচারের মুখোমুখি করতে ব্যাপকভাবে তদন্ত কাজ চলছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই তদন্তের মধ্যে ইতোমধ্যে বেশ কিছুৃ আসামি আটক রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হচ্ছে। ভিডিও চেক করে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। যেমন- সাভারের এমপির বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে এবং সাক্ষীরাও বলেছে।
এ দিকে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় দুই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এই দুইজন সরাসরি লাশ পোড়ানোর সাথে জড়িত বলে প্রসিকিউশন থেকে জানা গেছে। এভাবে এই তিন স্পটে যারা সরাসরি হত্যা-গণহত্যার সাথে জড়িত তাদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে বলে জানা গেছে। আর যেসব আসামিদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের বিষয়ে গণহত্যার সাথে সরাসরি জড়িত এবং কমান্ড রেসপনসিভিলিটির বিষয়ে তদন্ত করা হচ্ছে। গত ২৬ ডিসেম্বর সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় লাশ পোড়ানোয় সরাসরি জড়িত মুকুল চোকদার নামে পুলিশের এক সদস্যকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাকে ২৬ জানুয়ারি হাজির করার নির্দেশনাও দেয়া হয়েছে।
এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব লাশে আগুন দেয়া হচ্ছিল, তখন একজন জীবিত ছিলেন। জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রল ঢেলে আগুন দেয়া হয়। এই নৃশংসতার সাথে যেসব ব্যক্তি সরাসরি জড়িত, তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন কনস্টেবল মুকুল চোকদার।
প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে : এ দিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচার আগামী এক বছরের মধ্যে শেষ করতে পারবেন বলে তারা আশা করছেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত ‘টপ কমান্ডার’ বা শীর্ষ অপরাধীদের বিচার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের সবার বিচারই প্রায় আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে। গত ২৮ ডিসেম্বর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ নিয়ে দুই দিনব্যাপী সংলাপের দ্বিতীয় দিন ‘গুম-খুন থেকে জুলাই গণহত্যা : বিচারের চ্যালেঞ্জ’ শীর্ষক প্রথম অধিবেশনে তাজুল ইসলাম এসব কথা বলেন। এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, আমাদের প্রস্তুতি ও তদন্ত সংস্থার দেয়া তথ্যের আলোকে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হতে পারে এ কথা বলা হয়েছে।
অপর দিকে ট্রাইব্যুনালে গুমের অভিযোগে মোট ৪৪টি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও প্রসিকিউশন সূত্রে জানা গেছে। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের আমলে গুমের অভিযোগ তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
২০১৮ সালে ১০ দিন গুম করে রাখার অভিযোগ এনে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এ অভিযোগ করেন ব্যবসায়ী এনামুল কবির। গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। এ ছাড়া ট্রাইব্যুনালে কয়েক ধাপে গুম হওয়া ছাত্র শিবিরের ১৯ জন অভিযোগ দায়ের করেন। গুম হওয়া ছাত্রশিবিরের ১৯ নেতাকর্মীদের মধ্যে ১২ জন ফিরে এলেও সাতজনের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন। গত ১৭ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাত নেতাকে গুম করে নির্মম নির্যাতন করা এবং গুলি করে চিকিৎসা না দিয়ে ফেলে রেখে পঙ্গু করার অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। জানা গেছে, গুমের ঘটনায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব:) জিয়াউল আহসান, র্যাবের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা