ছিলেন দুবাইয়ে আসামি হলেন চট্টগ্রামে!
- ওমর ফারুক চট্টগ্রাম ব্যুরো
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর ‘হামলা’র ঘটনায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। ৯ ডিসেম্বর দায়ের করা এই মামলার বাদি জাহিদুল হাসান ওরফে ফাহিম নামের এক ব্যক্তি। মামলায় ৩০ নম্বর ‘আসামি’ করা হয় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাতের শারজার প্রতিষ্ঠিত ব্যবসায়ী শাহাদাত হোসেনকে। অথচ তিনি ঘটনার দিন দেশেই ছিলেন না। বিদেশে অবস্থান করা অবস্থায় দেশের ঘটনায় মামলার আসামি হওয়া নিয়ে তিনি হতভম্ব।
মামলার বাদি জাহিদুল হাসানের পরিচয় দেখানো হয়েছে তিনি নগরের দক্ষিণ খুলশী বি-ব্লকের প্রকৌশলী আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। ওই মামলায় আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, সিটি মেয়র, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৬০ জনকে। এ ছাড়া অজ্ঞাত আসামি দেখানো হয়েছে ১৩০ জনকে। মামলার বিবরণে বলা হয়েছে, কোতোয়ালি থানাধীন আমতলাস্থ সাফিনা হোটেলের সামনে শাহদাত হোসেনসহ আসামিরা সংঘর্ষে জড়ায়।
প্রবাসী শাহাদাত হোসেন বলেন, ৩২ বছর ধরে প্রবাসে থাকায় দেশের রাজনীতিতে সম্পৃক্ত হয়নি। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একদল দুর্বৃত্তের হাতে বারবার হয়রানির মুখে পড়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছি। দুর্বৃত্তরা রাজনৈতিক পরিচয়ে কখনো আমাকে মামলায় জড়ানোর ভয়, কখনো চাঁদা দাবি সবই করে যাচ্ছে।
তিনি বলেন, ‘এর মধ্যে আমি জাপানে অবস্থানকালে দেশে থাকা পরিবার-পরিজনের কাছ থেকে জানতে পারি, পুলিশ আমাকে বাড়িতে খুঁজতে গিয়ে জানিয়েছে, কোতোয়ালি থানায় আমার বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা নিয়ে আমাকে তারা খুঁজতে এসেছে। পরে খোঁজ নিয়ে জানতে পারি মামলার বাদি মোহাম্মদ জাহিদুল হাসান নামের এক লোক। ৯ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১২। ওই মামলায় ঘটনার তারিখ লেখা হয় ৪ আগস্ট। অথচ তখন আমি আরব আমিরাতে ছিলাম। আমার মনে হয় না মামলার বাদি আমাকে চেনেন ও বাদিকেও আমি চিনি। তা ছাড়া আমি যেহেতু রাজনীতির সাথে জড়িত নই, আমার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ থাকারও কথা না।’
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট আরব আমিরাত থেকে চট্টগ্রামের নিজ বাড়িতে আসি। ওইদিন সন্ধ্যায় আমি হাটহাজারীতে ছাত্র আন্দোলনে জড়িত বেশ কয়েকজন নেতার সাথে বৈঠকও করি। পরে ১২ আগস্ট আরব আমিরাতে ফিরে যাই।
শাহদাত হোসেন বলেন, হাটহাজারীতে আমার এবটি আধুনিক এতিমখানা আছে। সেখানে তিন শতাধিক এতিম ছাত্র পড়ালেখা করে। আমি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত। এই মামলায় আমাকে ‘গায়েবি’ আসামি করায় চরমভাবে অপমানিত বোধ করছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা