অস্বস্তি আতঙ্কের বর্ষবরণ
- আবুল কালাম
- ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
অস্বস্তি ও আতঙ্ক নিয়ে বর্ষবরণ করেছে রাজধানীর মানুষ। মুহুর্মুহু আতশবাজি ও পটকার বিকট শব্দে নির্ঘুম ছিলেন সবাই। শব্দের তীব্রতায় বাসা ছেড়ে ছুটোছুটি করেছে পশু-পাখি। শিশু আর অসুস্থ-বয়োবৃদ্ধদের নিরাপদ রাখতে ব্যস্ত ছিলেন পরিজন।
শুরুতে রাত ১২টা ১ মিনিটে আতশবাজি-পটকার বিকট শব্দে কেঁপে ওঠে ঢাকা। সে সাথে মধ্যরাতের অন্ধকার আকাশে দেখা দেয় আলোর ঝলকানি। বিধিনিষেধের মধ্যেই আতশবাজি, উচ্ছ্বাস-উল্লাসে বর্ষবরণে মেতে উঠেন রাজধানীবাসী। পটকা ও আতশবাজির শব্দে একাকার হয় পুরো নগরী। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলতে থাকে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। এভাবে রাতভর নানা আয়োজনে ২৫ সালকে বরণে ব্যস্ত ছিলেন নগরবাসী।
তবে অন্যান্য বছরের মতো এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণে তারুণ্যের সেই উদ্দমতা দেখা যায়নি। সন্ধ্যা থেকেই তল্লাশি চৌকি বসানোয় সেখানে বাইরের মানুষ যেতে পারেননি। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী টিএসসিতে জড়ো হয়ে উল্লাস প্রকাশের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান।
এর বাইরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের চিত্র এবার ছিল ভিন্ন। রাত ১১টার পর থেকেই সেখানে মানুষ ভিড় করেন। রাত ১২টা বাজতেই উৎসবে মেতে ওঠেন তারা। পুরান ঢাকা, ধানমন্ডিসহ পুরো নগরীর প্রায় সব ভবনের ছাদেও ছিল উৎসব। নতুন বছরের প্রথম প্রহরে ছাদগুলো থেকে মুহুর্মুহু আতশবাজি ফাটানো হয়।
এবার থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যেকোনো ধরনের আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ থাকলেও মানুষের আনন্দ জোয়ারে নিষেধাজ্ঞার বেড়াজাল ভেঙেছে। আতশবাজিতে রঙিন হয়ে ওঠে রাতের আকাশ। তবে এর শব্দের তীব্রতা এত বেশি ছিল যে এর প্রতিকার চেয়ে ৯৯৯ এ হাজারেরও বেশি কল এসেছে। তার পরও লাভ হয়নি। বিষয়টি নিয়ে কেউ কেউ সামাজিক মাধ্যমে আতশবাজি-ফানুস তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরে সচেতনতার বার্তা দিয়েও কাজ হয়নি।
বর্ষবরণের এমন উৎসব শুধু যে মানুষের জন্য আতঙ্কের তা নয়, এমনটা পরিবেশ ও প্রাণীদের জন্যও ভয়ানক ক্ষতিকর। গত বছর একাধিক সংস্থার পর্যবেক্ষণে এর শব্দদূষণের ভয়াবহতা উঠে আসে। এ ছাড়া বিকট শব্দে ঢাকায় অনেক পাখিও মারা যায়।
বিরাজমান পরিস্থিতিতে এমন আয়োজনকে ভয়ানক উল্লেখ করে অনেকে বলছেন, এটা বন্ধ হওয়া উচিত। তাদের ভাষ্য, একটা বছরের শুরুটা হবে সুন্দরের। কিন্তু তা না হয়ে তা হচ্ছে অস্বস্তি আর আতঙ্কের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক এই আনন্দকে আতঙ্কের সাথে তুলনা করে জানান, প্রতি বছর এমন রাতে তাকে জেগে থাকতে হয়। রাত জেগে তিনি তার বাসার ছাদ বাগান পাহারা দেন। তার ভাষ্য ফানুস এসে যদি ছাদে পড়ে তবে আগুনে সব সর্বনাশ হয়ে যায়। তাই কষ্ট হলেও আতঙ্ক নিয়ে নির্ঘুম রাত কাটাতে হয়।
এমন আয়োজন ভয়ানক উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় তিন বছর আগের সেই রাতের কথা স্মরণ করেন সন্তানহারা উমায়েরের বাবা ইউসুফ সরকার। তিনি বলেন, এমন আনন্দ উৎসবের মধ্যে এই বর্ষবরণের রাতেই ২২ সালে এক ভয়ানক ঘটনা ঘটেছিল। নববর্ষের রাতে বিকট আতশবাজির শব্দে তার চার মাস বয়সী ছেলে তানজীম উমায়ের প্রচণ্ড ভয় পায়। জন্মগতভাবে হৃদযন্ত্রে ছিদ্র ছিল তার। আতশবাজির বিকট শব্দে ভয় পেয়ে বারবার কেঁপে উঠছিল শিশুটি। এর মধ্যে শুরু হয় শ্বাসকষ্টও। কোনো মতে রাত পার করে পর দিন তাকে ভর্তি করা হয় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে। সেখান থেকে প্রথমে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে নেয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে সবাইকে কাঁদিয়ে চলে যায় মাত্র চার মাস বয়সী শিশু উমায়ের।
তার ভাষ্য, চার মাস বয়সী নিজের সন্তানকে হারিয়ে তিন বছর পর আবারও আতঙ্কে আছেন তিনি। এবারের আতশবাজি-পটকার আওয়াজে আতঙ্ক আর ঘৃণায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছেন ইউসুফ সরকার। এক পোস্টে তিনি লিখেছেন,‘বড় ছেলেটাকে বুকে জড়িয়ে শুয়ে আছি। আর বাইরে চলছে দানবীয় উল্লাস! প্রচণ্ড ঘৃণা হচ্ছে এই প্রজন্মের ওপর। আহ! যুদ্ধ শুরু হয়ে গেছে।’
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলছেন, প্রতি বছর আতশবাজি, পটকা ফুটিয়ে ও ফানুস উড়িয়ে থার্টিফার্স্ট নাইট উদযাপন করেন সবাই। কিন্তু এই উৎসবে অনেক সময় বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। আতশবাজি ও পটকা ফোটানোর শব্দে অত্যন্ত আতঙ্কের মাঝে কাটে শিশু থেকে শুরু করে অসুস্থ মানুষ, এমনকি পশু-পাখিও। শুধু তাই নয়, প্রাণনাশের ঘটনাও ঘটে। পটকা ফুটিয়ে ইংরেজি নববর্ষ উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করে তিনি থার্টিফার্স্ট নাইট বর্জনের আহ্বান জানান। অভিনেত্রী বলেন, বাসার অসুস্থ বুড়ো বাবা-মা এবং শিশুদের কথা ভেবে, রাস্তার অসহায় পথপ্রাণী আর পাখিদের কথা ভেবে বর্ষবরণ হোক আতশবাজিমুক্ত।
এ দিকে খুব অস্বাস্থ্যকর বায়ু নিয়ে গতকাল বছরের প্রথম দিন শুরু হয়েছে। বায়ুদূষণের তালিকায় অষ্টম অবস্থানে থাকা ঢাকায় সূচকে বাতাসের স্কোর ২১২। অর্থাৎ খুব অস্বাস্থ্যকর ছিল। সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) এ তথ্য জানায়।