০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

-

পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের চাকরি থেকে অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়। তারা হলেন- মল্লিক ফখরুল ইসলাম, সেলিম মো: জাহাঙ্গীর ও ওয়াই এম বেলালুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুসারে অবসর-পরবর্তী সুবিধা পাবেন।
এ দিকে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদা ৬২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
তাদের মধ্যে ডিআইজি মো: আমিনুল ইসলাম, মাহফুজুর রহমান, মো: আবুল বাশার তালুকদার, অতিরিক্ত ডিআইজ গাজী মো: মোজাম্মেল হক, ড. শামসুন্নাহার, মুনতাসিরুল ইসলাম, শ্যামল কুমার মুখার্জী, সঞ্জয় কুমার কুণ্ডু, মো: আশিক সাঈদ, পুলিশ সুপার থেকে পদোন্নতিপ্রাপ্ত মো: আবদুস সালাম, মো: সিদ্দিকুর রহমান, মো: ছালেহ উদ্দিন, মোহাম্মদ রিয়াজুল হক, মুনশী শাহাবুদ্দীন, মো: এনামুল কবির ও আহম্মদ মুঈদ।
মো: মিলন মাহমুদ, কে এম আরিফুল হক, অনির্বান চাকমা, বিপি-৭৭০৫১০৯০২৭ উপপুলিশ কমিশনার, আরএমপি, বি এম নুরুজ্জামান, মোহাম্মদ ইলতুৎ মিশ, মো: আকবর আলী মুনসী, এস এম মোস্তাইন হোসেন,
মুহাম্মদ আলী হোসেন, এ ছাড়াও পুলিশ সুপার পদমর্যাদার বদলিকৃতরা হলেন- মোহাম্মদ ইব্রাহীম খান, আবু তোরাব মো: শামছুর রহমান, মো: মাহফুজ আফজাল, মো: রবিউল হাসান, মোহাম্মদ কামরুল ইসলাম, শম্পা রানী সাহা, মোহাম্মদ মোতাজ্জের হোসেন, এম এম মাহমুদ হাসান, মোহাম্মদ বদরুল আলম মোল্লা, মেহেদী শাহরিয়ার, মিলু মিয়া বিশ্বাস, মো: আসাদুজ্জামান, মো: আবু ইউসুফ, আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, মো: জামাল পাশা, মুহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, মোহাম্মদ রাহাত গাওহারী, মো: মনিরুজ্জামান, মো: জাহেদ পারভেজ চৌধুরী, মো: জান্নাতুল হাসান, মোহাম্মদ রুহুল কবীর খান, মোহাম্মদ সালাম কবির, মো: জাহিদ হোসেন ভূঞা।
এ ছাড়াও সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত বদলিকৃতরা হলেন- মো: হাতেম আলী, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, নেছার উদ্দীন আহমেদ, মো: আবদুল্লাহ আল-মামুন, মো: মহিদুল ইসলাম, পুলিশ সুপার ইনামুল হক সাগর, ইমাম মোহাম্মদ শাদিদ, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মধুসুদন রায়, মীর মো: শাফিন মাহমুদ ও মোহাম্মদ তাজুল ইসলামকে বদলি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement