আমরা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাই
- রাফিক সরকার ঠাকুরগাঁও
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত সাম্যের দেশ গড়তে চাই। এ সময় তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, ভারতের প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর তাদের বিজয় বলে দাবি করেছে। সেখানে তিনি একটিবারও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। তার কথার বিরুদ্ধে তারা প্রতিবাদ করেনি। প্রতিবেশী দেশ প্রতিবেশীর মতো থাকুক। কিন্তু তারা মাঝে মাঝে বর্ডার ক্রস করে বাংলাদেশের তরকারিতে লবণ দিতে আসে। আমরা আমাদের তরকারিতে আমরাই লবণ দেবো। ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা স্কুল বড় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সংঘটিত সব সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্ত করার জন্য জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বলেছেন, স্বাধীনতার পর থেকে যে দল সংখ্যালঘু বলে ফায়দা লুটে নিয়েছে। তারাই তাদের ক্ষতি করেছে, তাদের সম্পদ লুটে নিয়েছে, বাড়ি ঘর দখল করেছে, নির্যাতন করেছে। তারা এসব করে ইসলামপন্থীদের ওপর দায় চাপিয়ে দিতে চেয়েছে। ইসলামপন্থীরা এসব করে না, অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করে না, অন্যকে নির্যাতন করে না। আমরা জাতিসঙ্ঘের কাছে দাবি জানিয়েছি, বাংলাদেশে যত এ রকম ঘটনা ঘটেছে তার সব ঘটনার তদন্ত করা হোক। তাতে যারা অপরাধী হবে তাদের বিচার হোক।
ঠাকুরগাঁওয়ে জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুুবুর রহমান বেলাল, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।
আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আমির আনিসুর রহমান, পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ, ঠাকুরগাঁও শহর জামায়াতের আমির শামসুজ্জামান শামীম, হিন্দু ধর্মীয় নেতা যতীশ চন্দ্র রায়, ওলামা নেতা মুফতি হারুনুর রশিদ কাসেমী, ঠাকুরগাঁও শহর শিবির সভাপতি আসাদুল্লাহ আল গালিব, জেলা শিবির সভাপতি রাশেদুল ইসলাম, শহীদ আবু রায়হানের পিতা ফজলে আলম রাশেদ প্রমুখ। রংপুর জামায়াতের সেক্রেটারি আনোয়ার ইসলাম কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতের সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে অংশগ্রহণ করে। গোটা জেলায় সম্মেলন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছিল। দীর্ঘ দিন পর এমন সমাবেশ পেয়ে ঠাকুরগাঁওয়ের মানুষ স্বস্তির নিঃশ^াস ফেলেছে। সম্মেলনে একজন হিন্দু ধর্মীয় নেতা উপস্থিত হয়ে জামায়াত-শিবিরের আচার ব্যবহার ও শৃঙ্খলার প্রশংসা করে তাদের মাধ্যমে দেশ পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা: শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ছোট একটি দেশ। ছোট এই বাংলাদেশে ১৮ কোটি মানুষ। কিন্তু জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারিনি। তাদের হাতকে কর্মের হাতে পরিণত করতে পারলে দেশের চেহারা পাল্টে যেত।
আমিরে জামায়াত বলেন, ‘বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর’ স্লোগান নিয়ে ছাত্ররা রাস্তায় নেমেছিল। তারা বুক পেতে খোলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে ছিল। এক মন্ত্রীকে পুলিশ বলেছিল, একটি গুলি করি একজন মরে আর চারজন দাঁড়িয়ে যায়। এমন জাতি তৈরি হয়েছে এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও যাতে জাতির জন্য এমন ছেলেরা দাঁড়িয়ে যায় সে আহ্বান তিনি জানান।
দিনাজপুরের বীরগঞ্জে পথসভা : দিনাজপুর অফিস জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, কল্যাণময় রাষ্ট্র নির্মাণে সবাইকে দায়িত্বশীল হওয়া উচিত। এ ক্ষেত্রে জাতির সাথে ষড়যন্ত্র করা হচ্ছে। দেশবিরোধী সকল ষড়যন্ত্র ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে প্রতিহত করা হবে ইনশা আল্লাহ। জামায়াত ক্ষমতায় গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে অপার সম্ভাবনার দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা হবে। পতিত স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি অঙ্গকে হাসিনার তাঁবেদারে রূপান্তর করে পালিয়ে গেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার ওইসব সংস্কার কাজে বলিষ্ট ভূমিকা পালন করছেন। আমাদের উচিত সরকারের এসব সংস্কার কাজে সহযোগিতা করা, সময়, সুযোগ ও সমর্থন দেয়া। তিনি বলেন, একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পর বলা হয়েছিল বৈষম্য দূর করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। কিন্তু শেষ পর্যন্ত বৈষম্য তো দূর হয়ইনি, বরং গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছে। তারা কখনই আমাদের তোয়াক্কা করে না। তারা জনগণের আমানতকে পকেটে ঢুকিয়েছেন। তারা তছরুপ করেছেন, তারা চুরি করেছেন, তারা ডাকাতি করেছেন, তারা অগ্নিসংযোগ, খুন ও লুণ্ঠন করেছেন। গত ৫৩ বছরে তারা জাতিকে বিভক্ত করার কাজ করেছে। ওই বিভক্তি আমাদের সর্বনাশ করেছে। এখন সময় ঐক্যের। সম্মিলিত জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি এই আসনের মরহুম সংসদ সদস্য, জামায়াতের নেতা অধ্যাপক আব্দুল্লাহ আল কাফির রূহের মাগফেরাত কামনা করেন। এ ছাড়া তিনি বীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম মাওলানা মোহাম্মদ হানিফ ও সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম খোদা বক্সের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির কারি আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাহাবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। এ ছাড়া বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা রবিউল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম, সহসভাপতি রাশেদুন্নবী বাবু, সাভার থানা আমির আব্দুল কাদের, কাহারোল উপজেলা আমির মাওলানা তরিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম কাউসার, জামায়াত নেতা এস এম হাদীউজ্জামান, বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মনজুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি কে এম দেলোয়ার হোসেন, বীরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হামিদুর রহমান প্রমুখ। পরে আমিরে জামায়াত বীরগঞ্জের দলুয়া এলাকায় মরহুম খোদা বক্সের কবর জিয়ারত করে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন। তিনি শোকার্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন এবং মরহুম খোদা বকসের জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। এরপর আমিরে জামায়াত ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে যোগ দেন।
চিরিরবন্দরে পথসভা
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই, যে দেশে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্মের সব বর্ণের মানুষ মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দুষ্কৃতকারী, দুর্নীতিবাজ থাকবে না। কেউ কোনোভাবে অন্যায়ের শিকার হবে না। গতকাল বাদ মাগরিব চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সাড়ে ১৫ বছরে দেশের ২৬ লাখ কোটি টাকা বিদেশে বাইরে পাচার করেছে। সাড়ে ১৫ বছরে আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলন করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারিনি। সেই পতন ঘটিয়ে যে সন্তানেরা আজ আমাদের স্বাধীনতা এনে দিলো, এ দেশের মানুষকে মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিলো তাদেরকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখা আয়োজিত পথসভায় উপজেলা আমির মো: রাশেদুল ইসলামের সভাপতিত্ব করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা