০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`
অস্থায়ী পাসে সচিবালয়ে যেতে পারবেন সাংবাদিকরা

অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে নতুন নীতিমালায়

আগের তিন হাজার কার্ডের বেশির ভাগই ভুয়া: নাহিদ ইসলাম
-


সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে তিন হাজার অ্যাক্রেডিটেশন কার্ডের বেশির ভাগই ভুয়া দাবি করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নীতিমালায় পরিবর্তন এনে নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু হবে। গতকাল রোববার সচিবালয়ের সামনে সাংবাদিকদের এই কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলাম।

তিনি বলেন, আপনাদের মধ্যে যেন ভুল ধারণা তৈরি না হয় অ্যাক্রেডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে। আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয়ার আজ (গতকাল) শেষ দিন। আজকে পর্যন্ত আমরা কাউকে অ্যালাউ করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য। সেজন্য আজো আপনারা প্রবেশ করতে পারছেন না। আরেকটি বিষয় হচ্ছে, সচিবালয়ের নিরাপত্তা বিঘিœত হয়েছে বিভিন্ন সময়ে। সামনের দিনগুলোতে আমরা দীর্ঘমেয়াদি সমাধানের কথা ভাবছি।
বিগত সময়ে তিন হাজারের বেশি অ্যাক্রেডিটেশন কার্ড দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারাও এটা ভালো করে জানেন যে, তিন হাজারের বেশি সবাই কিন্তু সাংবাদিক নন। নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকা ব্যবহার করে অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল। তাই আগের সব পাসই বাতিল হবে। এখন পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এজন্য আমাদের কিছুটা সময় লাগবে। এরপর নতুন করে পাস সরবরাহ করা হবে। নীতিমালাতেও কিছু পরিবর্তন আনা হবে।

তথ্য উপদেষ্টা বলেন, আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করবো। সেই সময় পর্যন্ত সীমিত সংখ্যক অস্থায়ী পাস সাংবাদিকদের আজ (সোমবার) থেকে দেয়া হবে। কারা এ পাস পাবে সে বিষয়ে আমরা সাংবাদিক সংগঠন এবং মিডিয়া হাউজগুলোর সাথে বসবো। নির্দিষ্ট সংখ্যক অস্থায়ী পাস দেয়া হবে। কাল থেকে আপনারা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। গতকাল পিআইডির এক তথ্যবিবরণীতেও জানানো হয়, সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে সোমবার থেকে অস্থায়ী পাস দেয়া হবে।
তথ্য বিবরণীতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সঙ্ঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎ প্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধ করা হয়েছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগের অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্মূল্যায়ন করছে, শিগগিরই নতুন করে স্থায়ী বা অস্থায়ী কার্ড আর পাস দেয়া হবে। আগামীকাল (আজ) থেকে সাংবাদিকদের অস্থায়ী পাস দেয়া হবে।

এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং মাসউদুল হকের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের জন্য সচিবালয়ে প্রবেশ করেন। সেখানে উপদেষ্টা জানান, সোমবার (আজ) থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তালিকা অনুযায়ী আগামী ১৫ দিন অস্থায়ী পাস দিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে ছিলেন বিএসআরএফের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দফতর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো: রাকিব হাসান, মহসীনুল করিম লেবু, আয়নাল হোসেন, সদস্য মো: শামছুল ইসলাম, আমিরুল ইসলাম, এম এ নোমান, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, মো: আরীফ হোসেন, ইসমাইল হোসাইন রাসেল ও হাসিফ মাহমুদ শাহ।

 


আরো সংবাদ



premium cement