২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজায় ইসরাইলি হামলায় এক সাথে ৫ সাংবাদিক নিহত

-

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের পাশে ইসরাইলের বিমান হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এই পাঁচ সাংবাদিক ফিলিস্তিনের আল কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তারা। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালে আলজাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ এসব তথ্য জানান। হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ (সংবাদমাধ্যম) লেখা। নিহত সাংবাদিকরা হলেন- ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল লাদাহ, ফয়সাল আবু আল কুমসান ও আয়মান আল জাদি।
আলজাজিরার আনাস আল শরিফ জানান, নিহত আয়মান আল জাদির স্ত্রী আল আওদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী-সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন। ইসরাইলি কর্তৃপক্ষ হামলার কথা স্বীকার করেছে। তবে তারা দাবি করেছে, বিমানবাহিনী একটি সন্ত্রাসী দলকে তাড়া করে হামলা চালিয়েছিল। এর আগে চলতি মাসের শুরুতে ইসরাইলের হামলায় ৪ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হন। ওই ঘটনায় নিন্দা জানিয়েছিল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

গত বছরের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরাইল। এর পর থেকে সেখানে অন্তত ১৪১ জন সাংবাদিক ইসরাইলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নিউ ইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে এই হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে এই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ইসরাইলের হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিকের নিহত হওয়ার নিন্দা করেছিল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য বর্বর এই দেশটিকে জবাবদিহি করার আহ্বানও জানিয়েছিল সংস্থাটি। সিপিজের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের আগ্রাসনে কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
আরো ২৩ ফিলিস্তিনিকে হত্যা : গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এই উপত্যকায় ৩৮ ফিলিস্তিনি নিহত এবং ১৩৭ জন আহত হয়েছেন। সেখানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার এমন কোনো স্থান বাকি নেই যেখানে ইসরাইলি সেনারা হামলা চালায়নি। গত বছরের ৭ অক্টোবর ধ্বংসলীলা চালাচ্ছে দখলদার বাহিনী। এক বছরের বেশি সময় ধরে গাজায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩৯৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ১ লাখ ৭ হাজার ৯৪০ জন।
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ : এ দিকে যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করার জন্য পাল্টাপাল্টি দোষারোপ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইল। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং বন্দী মুক্তি নিয়ে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি। এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

হামাস এক বিবৃতিতে বলেছে, দখলদার সেনা প্রত্যাহার, যুদ্ধবিরতি, বন্দিবিনিময় ও বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন নিয়ে নতুন শর্ত আরোপ করেছে, যা বিদ্যমান চুক্তিতে পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করেছে। সংগঠনটি জানিয়েছে, তারা নমনীয়তার পরিচয় দিচ্ছে এবং কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা এগোচ্ছে। অন্য দিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস আগেই পৌঁছানো সমঝোতাকে অস্বীকার করছে এবং আলোচনায় বাধা সৃষ্টি করছে। তবে তিনি যোগ করেছেন, ইসরাইল তাদের বন্দী নাগরিকদের মুক্ত করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাবে।
তীব্র ঠাণ্ডায় জমে ৩ শিশুর মৃত্যু : দক্ষিণ গাজার আল-মাওয়াসি শরণার্থী শিবিরে গত কয়েক দিনে তীব্র শীতে তিন ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। খাদ্য, পানি ও জরুরি শীতকালীন সরঞ্জাম সরবরাহে ইসরাইলের অবরোধ অব্যাহত থাকায় এই ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা। খান ইউনুসের নাসের হাসপাতালের শিশু ওয়ার্ডের পরিচালক আহমেদ আল-ফাররা নিশ্চিত করেছেন, বুধবার তিন সপ্তাহ বয়সী সিলা মাহমুদ আল-ফাসিহ মারা গেছে। এ ছাড়া গত ৪৮ ঘণ্টায় শীতজনিত কারণে তিন দিন ও এক মাস বয়সী আরো দুটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আল-ফাররা আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সে (সিলা) সুস্থ অবস্থায় জন্ম নিয়েছিল এবং স্বাভাবিক ছিল। কিন্তু তাঁবুতে প্রচণ্ড ঠাণ্ডায় তার শরীরের তাপমাত্রা এতটাই কমে যায় যে শরীরের কার্যক্রম বন্ধ হয়ে মৃত্যু হয়।’ সিলার বাবা মাহমুদ আল-ফাসিহ জানান, পরিবারটি আল-মাওয়াসি শিবিরে একটি তাঁবুতে ‘খারাপ পরিস্থিতিতে’ বাস করছিল। এটি গাজার ভূমি ও বালুর টিলার একটি এলাকা, যা খান ইউনিসের উপকূলের কাছে অবস্থিত।
গাজায় এ পর্যন্ত ৩৯২ ইসরাইলি সেনা নিহত : ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য গাজা উপত্যকায় লড়াইরত অবস্থায় তাদের আরো এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ৩৫ বছর বয়সী অমিত লেভি নামের ওই সেনা সদস্য পদাতিক ব্যাটালিয়নের একজন ক্যাপ্টেন ছিলেন। খবর আলজাজিরার। এক বছরের বেশি সময় ধরে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইল। এই সময়ের মধ্যে গাজায় ৩৯২ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ইসরাইলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউছিদের সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম জাহাজে ৭ খুন : ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত

সকল