২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফায়ার ফাইটার নয়নের মায়ের আর্তনাদ থামিয়ে দিচ্ছে সব কিছু

রাস্তা বন্ধ করে কাজ কেন করা হয়নি প্রশ্ন
ফায়ার ফাইটার নয়নের মায়ের আর্তনাদ থামিয়ে দিচ্ছে সব কিছু -

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রাম। যমুনেশ্বরী নদী রক্ষা বাঁধের পাশে ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে গিয়ে দেখা গেল কখনো শুনশান নীরবতা, কখনো আর্তনাদ। বাড়ির ভেতরে মা নার্গিস বেগমের গগনবিদারী আহাজারির পর আহাজারি, বুকফাটা আর্তনাদ। আশপাশের সব পরিবেশকে যেন থামিয়ে দিচ্ছিল বারবার। বুক চাপড়িয়ে আর্তনাদ করে মা নার্গিস বেগম বলছিলেন, বুধবার রাত ৯টার দিকেও কথা হয়েছিল নয়নের সাথে। কেন দেরিতে রান্না হচ্ছে মায়ের কাছে সেই কৈফিয়তও চেয়েছিল। কারণ রান্না দেরি হলে ঘুমাতেও দেরি হবে।
তার পাশেই গগনবিদারী আহাজারি করছিলেন বোন সীমা আক্তার। দুই হাত চাপড়িয়ে বলছিলেন, এটা কোনো দুর্ঘটনা না, এটা হত্যাকাণ্ড। কারণ গুরুত্বপূর্ণ ওই জায়গায় আগুন নেভাতে গেল আমার ভাই, অথচ রাস্তা বন্ধ করা হলো না।
এ সময়ে বাড়ির বাইরে থাকা চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে ছিলেন বাবা আখতারুজ্জামান। তিনি বলেন, বুধবার রাতে আমি স্থানীয় ছারান বাজারে ছিলাম। মায়ের সাথে কথা বলার পর আামার সাথেও কথা বলেছিল নয়ন। এলাকার লোকজন বারবার ছেলের বিয়ের কথা বলত। সে কারণে আমি মোবাইলে কথা বলার সময় ছেলেকে বিয়ের কথা বলেছিলাম। তখন ছেলে আমাকে বলেছিল লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে। তারপর বাড়ি ফিরে আসি। ৫ ঘণ্টার ব্যবধানে শুনলাম সোনা নয়ন আমার লাশ হয়ে গেছে।
পরিবারের সবার প্রশ্ন দেশের সব থেকে গুরুত্বপূর্ণ ভবনে আগুন নেভানোর সময় রাস্তা বন্ধ হয় করা হয়নি কেন?

নয়নের বাবা আখতারুজ্জামান বলেন, আমার একমাত্র ছেলে সন্তান ছিল নয়ন। জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করতে গিয়েছিল সে। আগুনে যদি তার মৃত্যু হতো সেটাও হয়তো মানতে পারতাম। কিন্তু সর্বোচ্চ ত্যাগ নিয়ে বাইরে থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছিল সে। আর তাকে মরতে হলো ট্রাকচাপায়, এটা কেমন দেশ? কত স্বপ্ন দেখিয়েছে ছেলে আমাকে। একনিষ্ঠ ছিল কাজে। নিজেই বদলি নিয়েছিল বিশেষ টিমে। যাতে সব সময় দেশের জন্য কাজ করতে পারে। অথচ তাকে মরতে হলো ট্রাকচাপায়। আমি এর বিচার চাই। এই ছেলের চাকরি এবং নানাবিধ কারণে ব্যাংক ঋণসহ প্রায় ১০ লাখেরও বেশি টাকা আমার দেনা হয়েছে। ছেলে চেয়েছিল আস্তে আস্তে কিস্তি শোধ করে আমাকে ঋণ থেকে মুক্তি দেবে। অথচ সে আজ নিজেই মুক্তি নিয়ে নিলো। আমি সন্তান হত্যার বিচার চাই।
নয়নের মা নার্গিস আক্তার বলেন, আমাদের গ্রামে সামান্য একটু আগুন লাগলেও ফায়ার সার্ভিস সব রাস্তা বন্ধ করে দিয়ে নেভায়। কিন্তু সচিবালয়ে আগুন নেভানোর কাজ চলার সময় কেন রাস্তা বন্ধ করা হলো না? কেন আমার বুকের ধনকে ট্রাকচাপায় মরতে হলো? এই অবহেলার সাথে জড়িতরাসহ হত্যাকারী ট্রাকচালকের ফাঁসি চাই।
স্থানীয় ছড়ান ডিগ্রি কলেজ থেকে বিএ পরীক্ষা দিয়েছিল নয়ন। ২০২২ সালে ৬১তম ব্যাচে ফায়ার সদস্য হিসেবে চাকরিতে যোগ দিয়েছিল। মাস দুয়েক আগে তেজগাঁও জোনে বিশেষ টিমে বদলি হয়েছিল। বুধবার রাতে সচিবালয়ে আগুন নিভানোর সময় বিকল্প পথে পানি আনতে গিয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হন। এ ঘটনায় গতকাল শাহবাগ থানায় মামলা করেছেন বংশাল ফায়ার স্টেশনের মো: রুহুল আমিন মোল্লা। গ্রেফতার করা হয়েছে ঘাতক ট্রাকচালক ও তার সহকারীকে।

 


আরো সংবাদ



premium cement
গুম অবস্থায় ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা সুখরঞ্জন বালির ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ আমাদের লক্ষ্য হলো আল্লাহভীরুদের হাতে রাষ্ট্রের দায়িত্ব দেয়া : সেলিম উদ্দিন এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ইসরাইলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউছিদের সীতাকুণ্ডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল, সম্পাদক মাসুম জাহাজে ৭ খুন : ছেলে সজিবুলের শোকে মারা গেলেন বাবা ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ৫ জন একই পরিবারের দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন

সকল