২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
পিলখানা হত্যা তদন্ত কমিশনের সভা

কাউকে অন্ধকারে রেখে আমরা কাজ করতে চাই না

-


পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে দেশী-বিদেশী সব ষড়যন্ত্র উদঘাটন করে জাতির সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তদন্ত কমিশনের প্রধান বিডিআরের সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান। এ জন্য কয়েকজন দেশী ও বিদেশী আইন বিশেষজ্ঞকে সম্পৃক্ত করতে হবে এবং একই সাথে পরিবারসহ কমিশনের সাথে সম্পৃক্তদের নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। কারণ এটি অন্য যেকোনো তদন্ত কমিশনের চাইতে আলাদা।
গতকাল দুপুরে পিলখানার ভেতরে কমিশনের প্রথম সভা শেষে এ এল এম ফজলুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, এটা জাতীয় সমস্যা। হাজার বছরেও এমন ঘটনা ঘটেনি। অল্পসময়ের মধ্যে অনেক মানুষ নিহত হয়েছেন। আমি দেশবাসীকে জানাতে চাই, এই বিডিআর হত্যাকাণ্ডের পর যারা নির্যাতিত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন সবকিছু আমরা নজরে নেব। পাশাপাশি অতি সহমর্মিতা ও আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষত-নিরাময় করার চেষ্টা করব। আমরা কারো দ্বারা প্রভাবিত হবো না। আমাদের কাজ শেষে প্রশ্ন যেন না উঠতে পারে সেদিকে আমরা সজাগ থাকব। তিনি আরো বলেন, গণমাধ্যমের প্রতি আমি একটি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের বক্তব্য ইতিবাচকভাবে প্রচার করবেন। না হলে জাতীয় উদ্দেশ্য ব্যাহত হতে পারে। আজকে আমরা প্রথম মিটিং করলাম। আমরা পরিচিত হলাম। কিভাবে আমরা কাজ করব সেটি নিয়ে আলোচনা হয়েছে।
বিচার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আমরা চারজন দেশী-বিদেশী আইন বিশেষজ্ঞকে সম্পৃক্ত করতে বলেছি। বাংলাদেশের একজন সিভিল আইন বিশেষজ্ঞ, সামরিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ একজন পেলে ভালো হয়। দু’জনকে আমরা বাংলাদেশ থেকে যুক্ত করতে বলব। আর যেহেতু বিদেশী শক্তিকে শনাক্ত করতে হবে তাই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। এ জন্য আমরা অপরাধ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ দু’জনকে যুক্ত করতে আবেদন দেবো।

এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি, আমাদের সাচিবিক সুবিধা দিতে হবে। কারণ এটা অন্য কমিশনের মতো নয়। এটা অন্য রকমের কমিশন, যেখানে দেশী-বিদেশী ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। আমরা কিছু বাড়তি বিষয় চেয়েছি, যার মধ্যে আমরা ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা, পরিবহন সুবিধা, সাচিবিক সুবিধা ও অফিস চেয়েছি। এই কমিশনের সভাপতির পদমর্যাদা হতে হবে একজন উপদেষ্টার সমান। কারণ তাকে দেশী-বিদেশী মানুষের সাথে আলোচনা করতে হবে। তাই সমমর্যাদা থেকে যেন কাজ করতে পারি। পাশাপাশি কমিশনের অন্য সদস্যদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের মর্যাদা চেয়েছি। এ সব হলেই আমরা পরবর্তী মিটিং ও সাক্ষাৎকার নেয়া শুরু করব। প্রতিটি মিটিং শেষে যে বিষয়গুলো জানানো উচিত সেগুলো আমরা দেশবাসীকে জানাব। আমরা কাউকে অন্ধকারে রেখে কাজ করতে চাই না। আমাদের একটা অফিস দিতে হবে। আমরা বিজিবি মহাপরিচালকের সাথে যোগাযোগ করেছি। তিনি আমাদের সাদরে গ্রহণ করেছেন। ৫-রাইফেল ব্যাটালিয়নের একটা অফিস আমাদের কাজ চালানোর জন্য দিয়েছেন।

কমিশন গঠন করার পরপরই বিজিবির একজন সাবেক মহাপরিচালক দেশত্যাগের চেষ্টা করেছিলেন। এ রকম আরো যারা আছেন, যারা বিডিআর বিদ্রোহের আগে ও পরে তদন্তসহ নানা কিছুতে জড়িত ছিলেন তাদের দেশত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা কমিশনের সদস্যদের সাথে আলাপ করব। যদি আমরা মনে করি, এই তদন্তের স্বার্থে, দেশের স্বার্থে তাকে দেশে থাকতে হবে তাহলে আমরা সেই সিদ্ধান্ত নেবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে থেকে কোনো দেশকে শনাক্ত করতে চাই না। আমরা নিরপেক্ষ ও নির্মোহভাবে আগাতে চাই। সেটা করতে গিয়ে দালিলিক ও পারিপার্শ্বিক প্রমাণে যারা দায়ী হবেন তখন আমরা তাদের বিরুদ্ধে মতামত দেবো। যেহেতু দেশী-বিদেশী ষড়যন্ত্রের কথা বলা হয়েছে তার একটা অংশ আমাদের দেশের পার্টে যারা আছেন তারা এই কমিশনের জিজ্ঞাসার সম্মুখীন হবেন। পাশাপাশি আপনারা জানেন, ৫ আগস্ট বিপ্লবের পর অনেকে দেশ থেকে পালিয়েছেন। তারা যেসব দেশে গেছেন সেসব দেশের সাথে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করব। এরপর যদি না হয় তাহলে ওই দেশে টিম পাঠিয়ে বক্তব্য নিতে চেষ্টা করব।

 


আরো সংবাদ



premium cement
দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে : মাওলানা শাহজাহান সিরিয়ার সাবেক বিচারপতিকে গ্রেফতার করেছে নতুন প্রশাসন নির্বাচনের আগে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে : গোলাম পরওয়ার সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাব দিচ্ছে ভারত ইয়েমেনের হাউছি ও ইসরাইলের মধ্যে সঙ্ঘাত বৃদ্ধির নিন্দা জাতিসঙ্ঘ মহাসচিবের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৫৩ কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তন : ঢাকায় স্বাগত জানাবে লাখো জনতা গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর দুমড়ে-মুচড়ে আহত ৫ ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের ৫ উইকেটে হারাল ভারত ৮০ ঘণ্টায় পাঠ করা হলো ফিলিস্তিনি শহীদদের নাম

সকল