২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য

- নয়া দিগন্ত

জনপ্রশাসনে তিন স্তরে (অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ সচিব) পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ২৮৭, উপ সচিব থেকে যুগ্ম সচিব পদে ৫৭২ ও সিনিয়র সহকারী সচিব থেকে উপ সচিব পদে ৫৪২ করে মোট এক হাজার ৪০১ কর্মকর্তা পদোন্নতিযোগ্য হয়েছেন। প্রায় দেড় হাজার কর্মকর্তার চাকরিজীবনের যাবতীয় তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণ করছে পদোন্নতির সুপারিশকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। গতকাল সোমবার পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বৈঠকে বসে এসএসবি। বৈঠকে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি পর্যালোচনা করা হয়। বিশেষ করে প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা, দুর্নীতির বিষয়সহ সামগ্রিক বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গতকালের তথ্য অনুযায়ী, বর্তমান প্রশাসনে অতিরিক্ত সচিবের ২১২ পদে কর্মকর্তা রয়েছেন ৪৫৩ জন। যুগ্ম সচিবের ৫০২টি পদে রয়েছেন ৮৬২ জন কর্মকর্তা। সুপারনিউমারারি পদসহ উপ সচিবের অনুমোদিত পদসংখ্যা এক হাজার ৪২০টি। তবে কর্মরত আছেন এক হাজার ৫৯৮ জন। অর্থাৎ প্রতিটি স্তরেই পদের দ্বিগুণ কর্মকর্তা রয়েছেন। তারপরও তিন স্তরের পদোন্নতি দিতে বৈঠক শুরু করেছে এসএসবি। প্রথমে উপ সচিব থেকে যুগ্ম সচিব এরপর সিনিয়র সহকারী সচিব থেকে উপ সচিব, এরপর যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপ সচিব থেকে যুগ্ম সচিব পদোন্নতির জন্য নিয়মিত হিসেবে ২৪ ব্যাচকে বিবেচনা করা হচ্ছে। ৩৩৬ জন কর্মকর্তা ২০০৪ সালে এই ব্যাচে চাকরিতে যোগদান করেন। এর মধ্যে ৩২৯ জন কর্মকর্তা পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে লেফট আউট হয়ে বঞ্চিত আছেন ৪৩ কর্মকর্তা। অন্যান্য ক্যাডারের যোগ্যতা অর্জন করেছেন ২০০ কর্মকর্তা। সবমিলিয়ে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতির জন্য যোগ্যতা অর্জন করেছেন ৫৭২ জন কর্মকর্তা। এসব কর্মকর্তার প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা, দুর্নীতির বিষয়সহ সামগ্রিক তথ্য এসএসবির টেবিলে দেয়া হয়েছে।
পদোন্নতি বিধিমালা, উপ সচিব পদে অন্যূন পাঁচ বছর চাকরিসহ সংশ্লিষ্ট ক্যাডারের সদস্য হিসেবে কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা। অথবা উপ সচিব পদে অন্যূন তিন বছর চাকরিসহ ক্যাডার পদে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
সিনিয়র সহকারী সচিব হতে উপ সচিব হিসেবে পদোন্নতি দিতে চলতি বছরের শুরুতেই প্রশাসন যোগ্য কর্মকর্তাদের তথ্য-উপাত্ত চেয়ে সব সচিবকে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। উপ সচিব পদোন্নতির জন্য নিয়মিত ব্যাচ হিসেবে ৩০ ব্যাচকে বিবেচনা করা হচ্ছে। এই ব্যাচে ২৭৭ জন কর্মকর্তা ২০১২ সালে যোগদান করে। লেফট আউটসহ প্রশাসন ক্যাডারের ৩১৯ জন কর্মকর্তা পদোন্নতির যোগ্য হয়েছেন। এ ছাড়াও অন্যান্য ক্যাডারের ২২৩ কর্মকর্তা ডিএস পুলে যোগ দিতে আবেদন করেছেন। এসব কর্মকর্তার প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা-দুর্নীতির বিষয়সহ ছাত্রজীবন থেকে শুরু করে চাকরিজীবনের যাবতীয় তথ্য-উপাত্ত এবং পরিবারের সদস্যসহ নিকটাত্মীয়দের সম্পর্কেও খোঁজ নেয়া হয়েছে।

যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতিতে নিয়মিত হিসেবে ২০তম ব্যাচকে বিবেচনা করা হচ্ছে। প্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডার থেকেও উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তাকে এ পদে পদোন্নতি দেয়া হবে। এবারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য যুগ্ম সচিব পদমর্যাদার প্রায় ২৮৭ জন কর্মকর্তাকে বিবেচনায় নেয়া হয়েছে। এসব কর্মকর্তার শৃঙ্খলাসহ প্রয়োজনীয় প্রতিবেদন চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০তম ব্যাচের কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়া ১৯৯৯ সালে শেষ হয়। ২০১৯ সালে যুগ্ম সচিব হওয়ার যোগ্যতা অর্জন করলেও তাদের পদোন্নতি হয়েছে ২০২১ সালে। যুগ্ম সচিব হিসেবে দুই বছর চাকরি করলেই অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জিত হয়। সে হিসাবে এ ব্যাচের অতিরিক্ত সচিব হওয়ার যোগ্যতা হয়েছে ২০২৩ সালে।

সরকারের উপ সচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২-এ বলা হয়েছে, মূল্যায়ন নম্বরের অন্তত ৮৫ নম্বর পেতে হবে। যুগ্ম সচিব পদে কমপক্ষে তিন বছর চাকরিসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্ম সচিব পদে কমপক্ষে দুই বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা বলেন, জনপ্রশাসনে পদোন্নতির বিষয়টি আমাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ। তিন স্তরে পদোন্নতির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। যুগ্ম সচিব এবং উপসচিব পদোন্নতির জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিরিক্ত সচিব পদোন্নতির প্রক্রিয়াও শুরু করেছি। এসএসবির বৈঠক চলছে। পদোন্নতির ক্ষেত্রে এসএসবির সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত।

 


আরো সংবাদ



premium cement
ঢাকা-চট্টগ্রাম জ্বালানি তেল পাইপলাইন জানুয়ারিতে চালু হবে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবির সংস্কৃতি ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা জাগিয়ে তোলার বৈপ্লবিক উপাদান : রাহাত ফতেহ আলী খান অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন পি কে হালদার ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজি মইনুলকে বিমানবন্দর থেকে ফেরত মিয়ানমারের সাথে সীমান্ত নিরাপত্তার জন্য যা ভালো তাই করবে বাংলাদেশ : মুখপাত্র প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ডিজি আবু সুফিয়ান রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২৩ টাকা দরে কেনার নির্দেশ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সকল