২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ

-


উচ্চপর্যায়ের নির্দেশনার পরও কজে গতি ফিরছে না পুলিশের। বদলিজনিত জটিলতাসহ নানা হিসাব-নিকাশের সমাধান করতে গিয়ে সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। ৫ আগস্টের পর ফ্যাসিবাদের দোসরদের প্ররোচনাকে পাশ কাঠিয়ে উঠতে পারলেও পূর্ণ শক্তি, মনোবল নিয়ে এখনো মাঠে নামতে পারেনি এই বাহিনী। যার ফলে এখনো কমছে না খুন, ছিনতাই, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড। তবে পূর্ণ শক্তি নিয়েই কাজে ফিরতে চাইছেন পুলিশ সদস্যরা।
পুলিশ সদর দফতরের তথ্যমতে, গত ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় ৩৪ জন ছিনতাই অভিযোগে মামলা দায়ের করেছেন। এই চার মাসে শুধু ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সাতজন। মূলত রাজধানীর ৫০ থানার মধ্যে চারটি থানা এলাকায় বেশি সংঘটিত হয়েছে ছিনতাই ও অন্যান্য অপরাধ। যার মধ্যে রয়েছে মোহাম্মদপুর, খিলগাঁও, হাতিরঝিল ও শাহজাহানপুর থানা। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে মোহাম্মদপুর থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। পরে ওই এলাকায় যৌথ বাহিনীর কয়েকটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়। এর পরের অবস্থানে রয়েছে হাজারীবাগ, মিরপুর ও শাহ আলী থানা। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন, ৫ আগস্টের পর সৃষ্টি হওয়া হতাশা-উদ্বেগ-উৎকণ্ঠা কাটিয়ে উঠতে পারেননি অনেকে। তার মধ্যে রয়েছে বদলিজনিত চিন্তা। তবুও ছিনতাই ছাড়া অন্যান্য অপরাধ গত বছরের তুলনায় কম হয়েছে।
নাম প্রকাশ না করে কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, বর্তমানে প্রতিটি সেক্টর থেকে নতুন পুলিশ সদস্যরা যোগ দিয়েছেন। বদলি এটি একটি নিয়মতান্ত্রিক বিষয়; কিন্তু একজন কর্মকর্তাকে যেখানে বদলি করা হয়েছে সেখানে তিনি কতদিন থাকবেন তা জানা থাকে না। আবার যারা আগে থেকে কাজ করে যাচ্ছেন তাদের টেনশন কখন বদলি করে অন্যত্র পাঠিয়ে দেয়া হবে। পুলিশের সব থেকে বড় ভাবনার বিষয়ে হয়েছে, নির্বাচিত সরকার আসার পর তাদের অবস্থান কোথায় হবে তা নিয়ে। কেউ কেউ মনে করছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকার ক্ষমতায় এলে ওই কর্মকর্তারা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন কি না।

তারা বলছেন, কাজের মধ্যে অনিশ্চয়তা ঢুকে গেলেই কাজের জন্য সমস্যা হয়। কারণ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নিজের কর্মক্ষেত্রে শক্ত অবস্থানে বসতে না পারলে অপরাধ নিয়ন্ত্রণ করতে হিমশিম খান। কারণ এই বাহিনীর কাজের ধরন অন্য যেকোনো কাজের চেয়ে সম্পূর্ণ আলাদা।
পুলিশের অপর একটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার সব সময় ক্ষমতায় থাকবে না। তারা একটি নির্দিষ্ট সময়ের পর নির্বাচন দেবেন। এরপর নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। তখন এসব কর্মকর্তার কী হবে। এ কারণে অনেক কর্মকর্তাই পূর্ণ শক্তি প্রয়োগ করে কাজ করতে ভয় পাচ্ছেন। ওই সূত্র আরো জানায়, ৫ আগস্টের পর যে অপরাধ সংঘটিত হচ্ছে তার বেশির ভাগের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসব নেতা নতুন আসা পুলিশের ওপর অনেকটা চাপ প্রয়োগ করছে।
মাঠপর্যায়ের কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, একজন পুলিশ কর্মকর্তাকে থানায় কাজ করতে হলে আগে ওই থানা এলাকা সম্পর্কে জানতে হয়। এলাকায় কী ধরনের অপরাধ বেশি হয়ে থাকে। ওই অপরাধের সাথে কারা জড়িত থাকে। তাদের সহযোগী কারা থাকে এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে হয়। এরপর অপরাধীদের ধরন, তাদের ক্ষমতার উৎস, অস্ত্র ব্যবহার করলে সেটি কী ধরনের; সব বিষয়ে খোঁজ নিয়ে কাজ শুরু করতে হয়। এ ছাড়াও একজন অফিসারকে নতুন এলাকায় অনেক ধরনের রেকি করে তবেই কাজ শুরু করতে হয়। বর্তমানে দেশের বেশির ভাগ থানায় নতুন অফিসার নিয়োগ হয়েছেন। তারা বলছেন, যতই প্রতিবন্ধকতা আসুক নতুন উদ্যমে পূর্ণ শক্তি নিয়ে কাজ করতে চায় পুলিশের সব সদস্য।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো: ইনামুল হক সাগর নয়া দিগন্তকে বলেন, আইজিপি স্যার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশ অনেক অ্যাকটিভলি কাজ করছে। রাতে পেট্রোল ডিউটি বৃদ্ধি করা, ফিজিক্যালি ডিউটি বৃদ্ধি করাসহ বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। ইতোমধ্যে ক্লুলেস অনেক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা হয়েছে। ঢাকায় ২৪ ঘণ্টায় ৯৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে গিয়ে সবকিছু গুছিয়ে কাজ করতে কিছুটা সময়ের প্রয়োজন হলেও তা খুব বেশি সময় নয়।


আরো সংবাদ



premium cement
ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষের টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা ভারত ও চীনের সম্পর্কের বরফ এ বছর গলতে শুরু করেছে বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার আরাফাতের জানাজায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না : ফখরুল হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা

সকল