২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে পুলিশে শৃঙ্খলা ফেরেনি, বেপরোয়া দুর্বৃত্তরা

-


রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আজিবুল হক পার্থ ধানমন্ডি লেকপাড় দিয়ে হাঁটছিলেন। হঠাৎ একদল যুবক ছুটে এসে তার হাতে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। গতকাল ভোরের ঘটনা এটি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেশাদার ছিনতাইকারী। এই এলাকার একাধিক বাসিন্দা বলেছেন, ধানমন্ডি লেকপাড়ে এমন ঘটনা অহরহ ঘটছে। লেকপাড়ে আগে যে পরিমাণ মানুষ হাঁটতে বের হতেন এখন তার অর্ধেকও আসেন না। রাজধানীর অধিকাংশ এলাকায় এই একই অবস্থা। পেশাদার দুর্বৃত্তরা এখন বেপরোয়া। বিশেষ করে ছিনতাইয়ের সাথে জড়িত দুর্বৃত্তরা। প্রতিদিনই কোথাও না কোথাও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীদের হাতে মৃত্যুও ঘটছে।
গত ১৮ ডিসেম্বর আদাবর এলাকা থেকে মোহাম্মদ ফিরোজ আহমেদ (৪৫) নামের এক ব্যবসায়ীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে ১৯ হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়। ১৯ ডিসেম্বর রাতে শ্যামলী রিং রোড এলাকায় ছিনতাইকারীরা নাজমুল হাসান (২৬) নামের এক যুবকের হাতে পায়ে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও ৩০০০ টাকা নিয়ে যায়। ২১ ডিসেম্বর মোহাম্মদপুর তাজমহল রোডে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল হোসেন (৩৫) নামের এক হোটেল ব্যবসায়ী আহত হন। ছিনতাইকারীরা তার পথরোধ করে হাতে ও বুকে ছুরিকাঘাত করে ৯ হাজার টাকা ও একটা মোবাইল ফোন সেট নিয়ে যায়।
রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় ডাকাতদের বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামের যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এই ঘটনায় তার স্ত্রীও আহত হন। মঙ্গলবার রাজধানীর রামপুরা ব্রিজের ওপর ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান (২২) নামের এক যুবক নিহত হন।

ছিনতাইকারীরা এসিডও ব্যবহার করছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে। সম্প্রতি রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় রাণী হাওলাদার নামের এক মা তার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা রাণীর গলার চেইন ছিনিয়ে নিয়ে পালাচ্ছিল। এ সময় রাণী চিৎকার করলে ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে মা মেয়ে গুরুতর আহত হন।
রাজধানীর কদমতলীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মনির হোসেন সানি (৪৫) ও মো: আলমগীর (৪০) নামের দুই নিরাপত্তা কর্মী আহত হন। ৯ ডিসেম্বর গুলিস্তান এলাকায় আলপনা কুন্ডু (৫০) নামে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নেয়ার সময় দুর্বৃত্তরা তার কানের লতি ছিড়ে ফেলে।
১১ ডিসেম্বর ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সীমান্ত (২০) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারায়। রাজধানীর হাতিরঝিল মগবাজার মোড়ল বাড়ির গলিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ রাকিব (২৪) নামে এক যুবক নিহত হন। মগবাজার ওয়্যারলেসগেট এলাকায় ১৫ ডিসেম্বর ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ হাবিব (১৮) নামে এক যুবক নিহত হয়। রাজধানীর সায়েদাবাদ এলাকায় গত বুধবার কামরুল হাসান নামের এক কাপড় ব্যবসায়ী ছিনতাইকারীদের হাতে নিহত হয়।

গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় কাষ্টমসের যুগ্ম কমিশনার সাহেদ আহম্মেদ সজিব ও তার বন্ধু মো: শফিকুর রহমান ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তদের হাতে শফিকুর রহমান গুরুতর আহত হন। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে ট্রাকের এক হেলপারও আহত হয় সেখানে।
এভাবেই একের পর এক ছিনতাইয়ের ঘটনায় মানুষ এখন চরম আতঙ্কের মধ্যে। রাজধানীর গোপীবাগ এলাকার বাসিন্দা শাওন গতকাল জানান, রাস্তায় চলতে এখন ভয় লাগে। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় হয়ে ওঠেনি। অধিকাংশ এলাকায় এখন পুলিশী টহল নেই। যে কারণে দুর্বৃত্তরা এখন অনেকটা বেপরোয়া। কিছু কিছু এলাকা আগে থেকেই ডেঞ্জার জোন। পুলিশী টহল ঠিকমতো না থাকায় ওই সব এলাকা আরো ডেঞ্জারাস হয়ে উঠেছে।
অপর এক কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে পুলিশ বাহিনীতে এখনো শৃঙ্খলা ফেরেনি। ঊর্ধ্বতন কর্তাদের আদেশ নির্দেশ অনেকাংশেই মানছে না মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা। যে কারণে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তাদের ইচ্ছেমতো দায়িত্ব পালন করছে। কেউ কেউ মনে করছেন, বিষয়টি ইচ্ছেকৃতভাবে মাঠ পর্যায়ের কিছু পুলিশ সদস্য করছেন; যাতে এই সরকার বিপাকে পড়ে। এব্যাপারে ঢাকার পুলিশ কমিশনারের সাথে যোগাযোগের চেষ্টা তাকে পাওয়া যায়নি।

 


আরো সংবাদ



premium cement