২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘোষণা ছিল হুইল চেয়ারের মিলল কার্টনভর্তি ইট

-

প্রায় সাড়ে চার বছর আগে চীন থেকে হুইল চেয়ার ঘোষণায় আনা তিনটি কনটেইনার খুলে মিলেছে কার্টনভর্তি ইট। গতকাল শুল্ক কর্মকর্তারা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কনটেইনারগুলো খুলে রীতিমতো তাজ্জব বনে যান।
কাস্টম সূত্র জানিয়েছে, রাজধানীর তোপখানা রোডের লোটাস সার্জিক্যাল প্রতিষ্ঠান চীন থেকে হুইল চেয়ার ঘোষণায় ওই কনটেইনারগুলো আমদানি করেন। আমদানিকারক দীর্ঘ দিন ধরে খালাস না করায় শুল্ক কর্তৃপক্ষ চালানটি কায়িক পরীক্ষার উদ্যোগ নেন। আর সেই চালানের তিন কনটেইনার খুলে পাওয়া গেছে কার্টনভর্তি ইট।
সূত্র জানায়, নির্ধারিত সময়ে চালানটি খালাস না করায় পণ্যগুলো নিলামে তোলার প্রক্রিয়া চলছিল। নিলামে তোলার জন্য কনটেইনারে কী পণ্য আছে, তা ক্যাটালগে দিতে হয়। কিন্তু গতকাল কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা রীতিমতো তাজ্জব বনে যান। হুইল চেয়ার ঘোষণায় আনা তিন কনটেইনারের দু’টিতে কাগজের কার্টনে ছিল ইট এবং অন্যটিতে ছিল কিছু কার্টনভর্তি ইট ও ৩৯টি হুইল চেয়ারের অংশ।
সূত্র জানায়, সংশ্লিষ্ট আমদানিকারক ২০১৯ সালের এপ্রিলে চালানটির নথিপত্র অনলাইনে জমা দেন। সেখানে চীনের গুয়াংডং সেইলিং ট্রেড গ্রুপ থেকে চালানটি আমদানির কথা বলা হয়। নথিতে পণ্যের তালিকায় ছিল হুইল চেয়ার, কমোড হুইল চেয়ার ও হ্যান্ড ক্রাচ এবং চালানের ঘোষিত মূল্য ছিল ৭১ হাজার মার্কিন ডলার।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার (পিআর) সাইদুল ইসলাম জানিয়েছেন, এখন আর চালানটি নিলামে তোলার সুযোগ নেই। চালানটি জব্দ করা হয়েছে। মিথ্যা ঘোষণার কারণে আমদানিকারকের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।


আরো সংবাদ



premium cement