২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, কয়েক স্থানে বৃষ্টির পূর্বাভাস

-

বঙ্গোপসাগরে বিরাজ করছে একটি সুস্পষ্ট লঘুচাপ। এটি আরো শক্তিশালী হতে পারে। সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ দেশের কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঋতু পরিক্রমায় এখন পৌষ মাস চললেও দেশে মোটামুটি ধরনের ঠাণ্ডা বিরাজমান। গতকাল দেশের কোথাও শৈত্যপ্রবাহ ছিল না। তবে আজ শনিবার সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গতকাল শুক্রবার রাতের তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়ে বেশ সহনীয় পর্যায়ে ছিল শীত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে যে দু’টি নিম্নচাপের পূর্বাভাস দিয়েছিল এর একটি নিম্নœচাপ আসন্ন। বর্তমানে যে সুস্পষ্ট লঘুচাপটি বিরাজ করছে বঙ্গোপসাগরে, এই প্রক্রিয়াটি আরো শক্তিশালী হলে তা থেকেই নিম্নœচাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আরেকটি নিম্নচাপ এ মাসের কোনো একটি সময়ে হতে পারে বলে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন। বর্তমান সুস্পষ্ট লঘুচাপটি থেকে নিম্নœচাপ হলে এটি ঘূর্ণিঝড় হওয়ার আগেই সাগরে দুর্বল হয়ে উপকূলে ওঠে যেতে পারে এবং তা বাংলাদেশকে স্পর্শ করার সম্ভাবনা নেই। সেটা যাবে ভারত অথবা শ্রীলঙ্কার দিকে। সুস্পষ্ট লঘুচাপটি গতকাল শুক্রবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছিল। এটি ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস ১ থেকে ১১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিকে হালকা এবং ১২ থেকে ২২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিকে মাঝারি ধরনের বৃষ্টি হিসেবে ধরে থাকে এবং এটা ২৪ ঘণ্টার মধ্যে হতে হবে।

আজ শনিবার দিনের তাপমাত্রা কিছু কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশের কয়েকটি স্থানে বৃষ্টি হওয়ার কারণে। গত রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে পৌষের এই শীতেও গতকালের রাতটা বেশ আরামদায়ক মনে হওয়ার কথা আবহাওয়া অফিস জানিয়েছে। কারণ দেশের অনেক স্থানে আকাশে মেঘ জমা হয়ে থাকতে পারে। বৃষ্টি হওয়ার কারণে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার রাতের তাপমাত্রা বাড়লেও আগামীকাল রোববার থেকে রাতের তাপমাত্রা ক্রমাগত কমতে পারে। সাধারণত ডিসেম্বরের শেষ সপ্তাহে একটি শৈত্যপ্রবাহ বয়ে যায় বাংলাদেশে। এদিকে উপমহাদেশের উপচাপ বলয়ের বর্ধিতাংশ নামক প্রক্রিয়াটি ভারতের পশ্চিমবঙ্গ পর্যন্ত বিরাজমান। মেঘলা আকাশ কেটে গেলে শীতটা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবান ও সন্দ্বীপে ৩১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল যথাক্রমে ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াস।


আরো সংবাদ



premium cement
ভারতে কারাভোগ শেষে ফিরল ১৫ বাংলাদেশী নারী-শিশু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের উপদেষ্টা হাসান আরিফ আর নেই

সকল