২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত

-

আজ ২১ ডিসেম্বর উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম রাত এবং সবচেয়ে ছোট দিন। যত দূরে থাকুক না কেন উত্তর গোলার্ধের প্রতিটি দেশেই রাতটি দীর্ঘ হবে। অপর দিকে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে ঘটবে এ বিপরীত অবস্থা। সেখানে আজ হবে সবচেয়ে দীর্ঘতম দিন ও সবচেয়ে ছোট রাত। উত্তর গোলার্ধের দেশগুলোতে এখন শীতকাল হলেও দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে গ্রীষ্ম অথবা বসন্তকাল। উত্তর গোলার্ধের বাংলাদেশে দীর্ঘ রাতের শীতকাল থাকলেও আজ শনিবারের পর থেকে বাংলাদেশ এগিয়ে যেতে থাকবে বসন্তের দিকে। বসন্তকাল থেকেই গরম পড়ে থাকে। সাথে রঙিন ফুল এবং জীর্ণশীর্ণ পত্রহীন গাছে গজাতে থাকবে সবুজ পাতা। বাংলাদেশ নিরক্ষ রেখা বা বিষূব রেখার কাছাকাছি অবস্থান করায় এখানকার রাতটি মেরু অঞ্চলের কাছাকাছি অঞ্চলের মতো এতোটা দীর্ঘ হবে না। নিরক্ষ রেখা একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীর মাঝ বরাবর থাকে। এটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে কল্পনা করা হয়। এ রেখা পৃথিবীকে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধে ভাগ করে। বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ বলে এখানে রাতও আজ দীর্ঘ হবে।
বাংলাদেশে ঠিক এ সময়টায় দীর্ঘ রাত হওয়ায় প্রচণ্ড শীত অনুভূত হয়। কখনো কখনো শৈত্যপ্রবাহ বয়ে যায় এ সময়ে। এ সময় রাতের তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে। তবে এ বছর বাংলাদেশে রাতের তাপমাত্রা বেশ সহনীয় মাত্রায় রয়েছে। শৈত্যপ্রবাহ নেই দেশের কোথাও। ছোট দিন হওয়ায় এবং দিনের সকাল ও বিকেলে কুয়াশা থাকায় দিনের আবহাওয়া গরম হওয়ার আগেই কমে যায় সূর্যের তাপ। ফলে রাতের বেলা শীতটা অসহনীয় হয়ে ওঠে।
দিবাভাগ বড় হতে হতে আগামী ২১ মার্চ পৃথিবীর দুই গোলার্ধেই দিন ও রাত সমান হবে। ২১ মার্চের পর দিন বড় হতে হতে আগামী ২১ জুন হবে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। এর বিপরীতটা হবে দক্ষিণ গোলার্ধে।

 

 


আরো সংবাদ



premium cement
সরকারি নীতিমালা উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নিচ্ছে রাবি স্কুল ভারতে কারাভোগ শেষে ফিরল ১৫ বাংলাদেশী নারী-শিশু ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং কত টাকা বেতন পান সুনীতা উইলিয়ামস? জার্মানির ক্রিসমাস বাজারে গাড়ির তাণ্ডবে নিহত ২, আহত ৬৮ গাজায় কী করবেন ট্রাম্প? সিরিয়ার নতুন নেতার গ্রেফতারে কোটি ডলার পুরস্কার প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের খবর ভুয়া এটিজেএফবি’র সভাপতি তানজিম, সাধারণ সম্পাদক বাতেন নির্বাচন ইস্যুতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি আল আজহার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান প্রফেসর ইউনূসের

সকল