জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য চায় : ডা: শফিক
- নিজস্ব প্রতিবেদক
- ১৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাক্সক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন এ দোয়াই করি।
গতকাল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সারওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতাহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও মাওলানা ডা: ইলিয়াস খান, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতি দ্বীনে আলম হারুনী, অর্থসচিব হাজী আনোয়ারুল কবীর, সহকারী সাংগঠনিক সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী, শিল্প ও বাণিজ্য সচিব আলহাজ শাকিরুল হক খান, বাংলাদেশ ইসলামী যুব সমাজের সদস্য সচিব মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বি এম আমির জিহাদী। জামায়াতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ডা: শফিকুর রহমান বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। এখনো তারা ইসলামী আদর্শের ওপর অটল ও অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি সবসময়েই পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে। উভয় দলই যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে আকাক্সক্ষা লক্ষ করা যাচ্ছে, তা পূরণ করার জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন। দেশের ছাত্র-জনতা বৈষম্যমুক্ত দেশ গড়ার যে আশা-আকাক্সক্ষা নিয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে; আল্লাহ সে আশা-আকাক্সক্ষা পূরণ করার সুযোগ দান করুন।
রাজধানীতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন : পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্বের প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামীর চার দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার করা এবং একটি মানবিক সমাজ গঠন করা। পরিচ্ছন্ন সমাজ গঠনের জন্য পরিচ্ছন্ন নেতৃত্ব রয়েছে জামায়াতে ইসলামীর।
গতকাল ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জামায়াতে ইসলামীর সামাজিক কার্যক্রমের চিত্র তুলে ধরে বলেন, সিলেট অঞ্চলসহ ১৩টি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। করোনাকালীন যখন নিজ পরিবারের লোকজনও করোনা আক্রান্তদের পাশে দাঁড়ায়নি, জামায়াতে ইসলামী সারা দেশে তখন মানুষের পাশে দাঁড়ায়। পঞ্চগড়ে নৌকাডুবে হিন্দু পরিবারের ক্ষতিগ্রস্তদের পাশে আমিরে জামায়াতের নির্দেশে পাশে দাঁড়িয়েছি। কয়েক মাস আগে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামী খাদ্যসামগ্রী, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশে দাঁড়িয়েছি। সামাজিক কাজ করতে আমরা দলমত ধর্মবর্ণের বিবেচনা করি না, সবাই সমাজের মানুষ এই বিবেচনায় আমরা আমাদের দায়িত্ব পালন করি।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির ও অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলোয়ার হোসাইন, কামাল হোসেন, শামসুর রহমান প্রমুখ। উদ্বোধনী দিনে তিন শতাধিক কম্বল বিতরণ করেন নেতারা। মহানগরী দক্ষিণের বিভিন্ন থানায় পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুর : অর্জিত বিজয়কে অর্থবহ ও দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে জামায়াত কর্মীদের ধৈর্য ও প্রজ্ঞার সাথে ময়দানে অকূতোভয় সৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
গতকাল লক্ষ্মীপুরে ১৩ নম্বর দিঘলী ইউনিয়ন জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন আমির মাওলানা মাসউদুল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, লক্ষ্মীপুর জেলা আমির এস ইউ এম রুহুল আমিন ভুঁইয়া। আরো বক্তৃতা করেন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবদুর রহমান, চন্দ্রগঞ্জ থানা আমির নূর মোহাম্মদ রাসেল ও সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন প্রমুখ।
এ দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১১ নম্বর হাজীপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ, বীজ ধান ও সার বিতরণ করা হয়।
তাবলিগের ঘটনায় উদ্বেগ : তুরাগ তীরে তাবলিগ জামায়াতের ওপর হামলায় চারজন মুসল্লি মর্মান্তিকভাবে নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার দুঃখজনক ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, গতকাল রাত ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতের ওপর হামলায় চারজন মুসল্লি নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। তিনি আরো বলেন, দাওয়াতি দ্বীনের ঐতিহ্যবাহী সংগঠন তাবলিগ জামায়াত দীর্ঘ দিন ধরে সারা বিশ্বে মুসলিম-অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দিয়ে আসছে। ইসলামের সুমহান আদর্শ প্রচারের ক্ষেত্রে তাদের অনেক অবদান রয়েছে। আমাদের প্রত্যাশা দেশ এবং উম্মাহর স্বার্থে সবাই অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। আমরা সবাইকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা