সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনের নিন্দায় বাংলাদেশ
- কূটনৈতিক প্রতিবেদক
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:৫৮
সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থনে নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করে দেশটির এই ক্রান্তিলগ্নে ইসরাইলের আগ্রাসনমূলক অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ অভিমত ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বাংলাদেশ সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই সঙ্কটপূর্ণ মুহূর্তে সিরিয়ার জনগণ ও তাদের পছন্দের নেতৃত্বের প্রতি বাংলাদেশ দ্বিধাহীনভাবে সমর্থন দিয়ে যাবে। সিরিয়ায় শান্তি বজায় রাখার জন্য বাংলাদেশ সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সিরিয়ার অন্তর্বর্তী সরকার ও সব অংশীদারকে সংযম বজায় রাখা, সিরিয়ার জনগণের আকাক্সক্ষাকে সম্মান জানানো এবং সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ মনে করে, নতুন পরিস্থিতি সিরিয়ার জনগণকে অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল নীতি নিয়ে জাতি গঠনের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে।
এতে বলা হয়েছে, জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ায় বেসামরিক নাগরিকদের জীবনের সুরক্ষা দেয়ার প্রচেষ্টা জোরদার করা, মানবাধিকারের নীতি সমুন্নত রাখা এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের (২২৫৪) সাথে সামঞ্জস্য রেখে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানকে উৎসাহিত করতে বাংলাদেশ আহ্বান জানাচ্ছে। বাইরের সব শক্তিকে সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে। বাংলাদেশ একই সাথে সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে জাতি গঠনে আত্মনিয়োগ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে, যা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও টেকসই শান্তির পথ নিশ্চিত করবে। এটি দীর্ঘ মেয়াদে আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা