ছিনতাইকারীর হাতে শিক্ষার্থীদের মৃত্যু উৎকণ্ঠায় স্বজনরা
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ডিসেম্বর ২০২৪, ০০:৫৮
মোহাম্মদ সীমান্ত (২০) মা-বাবার একমাত্র ছেলে। একমাত্র বোন ও মা-বাবার সাথে নারায়ণগঞ্জের ডিসিভিপাড়ায় নিজ বাসায় থাকতেন সীমান্ত। লেখাপড়া করতেন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রতিদিনের মতো মা-বাবার কাছ থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য হাসিমুখে বিদায় নিয়ে বাসায় ফিরতেন। গত বুধবার ক্লাস শেষ করে সন্ধ্যা ৬টায় বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন সীমান্ত। ছিনতাইকারীরা সব কেড়ে নিতে চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে সীমান্তকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গত শনিরবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সেই সাথে বাবা-মায়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হাসপাতালে বাবা-মা ও স্বজনদের কান্নায় সেখানকার আকাশ ভারী হয়ে ওঠে। কান্না ধরে রাখতে পারেনি উপস্থিত যারা ছিলেন। গতকাল ময়না তদন্ত শেষে লাশ নিয়ে বাসায় যাওয়ার পর এলাকার মানুষও কান্নায় ভেঙে পরেন। পরে সন্ধ্যা পৌনে ৭টায় গ্রামের বাড়িতেই সীমান্তের লাশ দাফন সম্পন্ন করা হয়।
সীমান্তের বাবা হাজী আলম বলেন, আমার ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। সে লেখাপড়া করে ভালো চাকরি করবে। দুর্বৃত্তরা সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিলো। তিনি বলেন, এভাবে আর কত সন্তানের প্রাণ ঝরবে? দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কী? দুর্বৃত্তদের হাতে এভাবে আর কত বাবা মায়ের বুক খালি করবেন? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার তো সব শেষ। আমার মতো আর কেউ যেন সন্তানহারা না হয়। এখনই ব্যবস্থা না নিলে সামনের পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে।
এ দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ঢাকায় সীমান্ত ও গাজীপুরের কালিয়াকৈরে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে স্বজনদের মধ্যে। গত তিন দিনের ব্যবধানে দুই শিক্ষার্থী ছিনতাইকারীদের হাতে প্রাণ হারানোয় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপদ ক্যাম্পাস ও সমাজের আশায় যারা উচ্চশিক্ষার জন্য এগিয়ে যাচ্ছিলেন, সেই স্বপ্নযাত্রা থেমে গেল দুর্বৃত্তদের ছুরির আঘাতে।
রাজধানীতে ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সাথে সকালের দিকে ছিনতাই বেশি হচ্ছে বলেও জানান তিনি। গতকাল রোববার আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
শেষ রাতের দিকে সাধারণত ছিনতাই বেশি হয়। আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি, শেষ রাতে পেট্রোলিং বাড়াতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় হয়ে ছিনতাই শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করতে হবে।
এর আগে গাজীপুরের কালিয়াকৈরে গত বৃহস্পতিবার ভোরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। চাকরি করতেন উত্তরার একটি কল সেন্টারে। তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে এ কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছেÑ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি বিবৃতি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিহানকে একটি ফিচার করতে হবে; পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে; ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করে বিচার শুরু হবে এবং যতক্ষণ তাদের গ্রেফতার না করা হবে, ততক্ষণ ফেসবুক প্রোফাইলে তার ছবি ও মৌন প্রতিবাদ চলবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা