শব্দদূষণ নিয়ন্ত্রণে এ মাসেই নতুন আইন : রিজওয়ানা
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮
শব্দদূষণ নিয়ন্ত্রণে এ মাসেই নতুন আইন আসছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ডিসেম্বরেই শব্দদূষণ নিয়ন্ত্রণে বিধিমালা চূড়ান্ত করা হবে এবং দ্রুতই এ আইন গেজেট আকারে প্রকাশ হবে। গতকাল সকালে রাজধানীতে অনুষ্ঠিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এই কথা জানান।
উপদেষ্টা বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে রাজনৈতিক কারণে সম্পর্কের আকাশে যে মেঘ এসেছিল, দুই দেশের স্বার্থেই সেই মেঘ সরাতে হয়েছে। তবে দেশটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক রাখতে গিয়ে বাংলাদেশে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানকে অস্বীকার করার উপায় নেই। রাজনৈতিক দলগুলোর কাছে তিনি প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক দলগুলো ছাড়া যদি সংস্কার সম্ভব না হয়, তাহলে কেন গত ৫৩ বছরে কোনো সংস্কার করা সম্ভব হয়নি। তিনি জানান, নতুন বিধিমালায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের ক্ষমতা দেয়া হবে। শুধু জেল-জরিমানা করলেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ আনতে হবে। শব্দদূষণ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে জানিয়ে তিনি বলেন, এটি নিয়ন্ত্রণে সবার সহযোগিতা দরকার।
গাড়িচালকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভাবুন-হর্ন নষ্ট, বাজাবেন না। গাড়ির গতি কমালে দুর্ঘটনার ঝুঁকিও কমবে।’ ঢাকার ১০টি এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেয়া হবে উল্লেখ করে রিজওয়ানা বলেন, সবাই সচেতন হলে শব্দদূষণমুক্ত একটি বাসযোগ্য শহর গড়া সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো: সিদ্দিকুর রহমান সরকার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহমুদুল হাসান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক সৈয়দা মাছুমা খানম, গুলশান সোসাইটির প্রেসিডেন্ট ওমর সাদাত, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির ও মহাসচিব সৈয়দ আহসান হাবীব। পরে উপদেষ্টা গুলশান লেক পরিদর্শন করেন এবং সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের পরামর্শ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা